-
লাভ লস ছাড়া কোনো ব্যবসাই সম্ভব নয়। ফরেক্সও ঠিক তেমনই। এখানেও লাভ লস আছে, ট্রেড করতে গেলে আপনাকে লস মেনে নিতেই হবে। পরিস্থিতির শিকার হয়ে কিছু কিছু সময় লস ধরে রাখা হয়। আসলে আমরা সব সময় সঠিক সিদ্ধান্ত নেই না। হয়তো মার্কেট ঘোরার আসায় আমরা লস পুষে রাখি। আমার মতে লস ধরে রাখা উচিত নয়।
-
ব্যবসা মানেই লাভ একথাটা ভূল।প্রতিটা ব্যবসা করতে হলে আপনাকে লাভ এবং লস দুটোই মেনে নিয়ে ব্যবসা শুুরু করতে হবে। ঠিক তেমনিভাবে ফরেক্স ট্রেডিং ব্যবসা করতে গেলে বেশি লস না ধরে রাখাই ভালো।
-
ফরেক্স মার্কেট হচ্ছে এমন একটি মার্কেট যেখানে আমরা যদি চাই তাহলে আমরা ফরেক্স মার্কেট এ সফল হতে পারবো। ফরেক্স মার্কেট এ আপনি সফল হবেন বা না হবেন সেটা নির্ভর করে আমাদের মেধার উপর। আমরা যদি ফরেক্স মার্কেট এ আমাদের মেধা দিয়ে ট্রেড কোরতে পারি তাহলে আমরা ফরেক্স মার্কেট এ সফল হতে পারবো। আপনি যদি ফরেক্স মার্কেট এ ভালো ভাবে এনালিসিস করে ট্রেড করেন তাহলে আপনি সফল হবেন তা নির্ভর করে আপনার উপর।
-
ভাই আপনার কথাটা আমি এমন ভাবে বুঝেছি যে আমাদের যদি কোন ট্রেড লসে যায় তাহলে সেই ট্রেড খুব সহজে কাটতে চাই না , কারণ আমাদের আশা থাকে যদি লসটা কমে যেয়ে তার পরে কাটবো । কিন্তু বেশিরভাগ সময়েই লসের পরিমাণ আরও বেড়ে যায় । তাই আমি মনে করি লস পুষে না রেখে একটা নির্দিষ্ট পরিমাণ লসে ট্রেড ক্লোজ করে দেয়াটা ভালো । তবে ট্রেড ক্লোজ করে দেবার পরে মার্কেট যখন আবার উঠে আসে তখন আবার খারাপ লাগে । তাই লাভ লস যাই হোক টেক প্রফিট আর স্টপ লস ব্যাবহার করাই উত্তম ।
-
ফরেক্সে কাজ করা ততক্ষণ ভাল এবং ফলপ্রসূ হয় যতক্ষণ না কেউ স্মার্ট শিখতে এবং হার্ড এবং অল্প বা কোন আবেগ নিয়ে বাণিজ্য করতে সক্ষম হয় এবং তারপরে সাফল্য সম্ভব তবে লাভজনক হয়ে ওঠার জন্য উপযুক্ত হওয়ার জন্য আমাদের অনেক কিছু পাওয়ার দরকার যেমন এটি একটি ব্যবসা যেমন গুরুত্বপূর্ণ তেমনি আপনি যখন ব্যবসায়ের ব্যবসায়ের মাধ্যমে সেরাটি চান তখন গাইড হওয়া উচিত
-
আসলে ফরেক্স মার্কেটে আমরা এই কারনে লচকে পুষে রাখি তা হলো,,, আমরা যখন কোনো ট্রেডে লচের সম্মুখীন হয় তখন আমরা মনে করি যে মার্কেট এক সময় না এক সময় তার নিজ স্থানে ফিরে আসবে এবং সেই সময়ে আমরা ট্রেড ক্লোজ করে দিবো । কিন্তু সেই মার্কেট তার নিজ স্থানে ফিরে আসার আগেই আমাদের একাউন্ট জিরো হয়ে যায় তখন আমাদের আর করার কিছুই থাকে না । তাই আমাদের উচিত একটি ট্রেড ওপেন করার সময় টেক প্রফিট এবং স্টপ লচ ব্যবহার করে ট্রেড ওপেন করা । তাহলে যদি ও বা লচ হয় তাহলে একটা নির্দিষ্ট স্থানে গিয়ে সেটা বন্ধ হয়ে যাবে । তার ফলে আমাদের একাউন্ট জিরো হয়ে যাওয়ার ভয় থাকবে না,,,, ধন্যবাদ ।
-
লোভের তাড়নায় আমরা মূলত ফরেক্সে লস কে পুষে রাখি। অনেক ট্রেডার ভাবেন যে তারা লস ছাড়াই ফরেক্স করবেন। ফলে ট্রেড তাদের বিপরীতে গেলেও তারা ভাবে যে পেয়ারের মান তাদের কাঙ্খিত জায়গায় আসবে। এতে কিছু অর্ডারে সুবিধা পাওয়া গেলেও দেখা যায় যে অধিকাংশ সময় আপনার ক্ষতির মাত্রা বেড়ে যায়। এতে করে তাকে হয়তো বড় লস টি মেনে নিয়ে ট্রেড ক্লোজ করতে হয় অত্যথায় একাউন্ট আপনার চোখের সামনে জিরো হবে আর আপনি ভাবতে থাকবেন, ট্রেড হয়তো আপনার অনুকূলে আসবে।
-
ফরেক্স এ আমরা লস পুসে থাকি কারণ লসও ফরেক্সের একটা অংশ, ফরেক্স একটি বাবসা আর বাবসায় লাভ এবং লস একটি মুদ্রার এপিট/ওপিট তাই ফরেক্স ট্রেডাররা লস কে ভয় পান না তারা লস থেকে ও শিখতে পারেন যে কেন লস হল এটাকে পুনরাবৃত্তি না করার জন্য লস করা ট্রেডটি থেকে ও আমরা অনেক কিছু শিখতে পারি।
-
আমরা সাধারণত যারা নতুন তারা লসকে পুষে থাকি। তার কারণ হলো এমোশন। যখন ট্রেড লসে যায় তখন আমরা ভাবতে থাকি এই বুজি লাভে আসবে কিন্ত এমন করতে করতে একাউন্ট আর লাভে না এসে লসটা অধিক হয়ে একাউন্ট শুন্য হয়ে যায় বা বড় লসের সম্মুখীন হয়ে পরি। তাই এমোশন কন্ট্রোল করতে হবে
-
উভয়ই ব্যবসায়ের অংশ তবে একজন ট্র্যাক্ডার হিসাবে আমাদের পক্ষে নয় যে প্রতিবারই আমরা ক্ষতির মুখোমুখি হই। প্রতি সপ্তাহ বা মাসের পরে আমাদের বিজয়ী অনুপাত গণনা করতে হবে এবং নেতিবাচক অংশগুলি কাটিয়ে উঠতে আমাদের ভুলগুলি পর্যবেক্ষণ করতে হবে। যখনই আমরা ক্ষতির মুখোমুখি হই, বেশিরভাগ ক্ষেত্রে যদি ব্যবসায়ীরা হতাশ হন এবং আরও বেশি ভুল করেন যা আমাদের অ্যাকাউন্টের মূলধনের প্রতি আরও ক্ষতি। আমরা উপার্জন করি বা হারা যাই তা আমাদের সকলকে মেনে নেওয়া উচিত। তবে পরবর্তী প্রচেষ্টাতে উদ্বুদ্ধ ও আশাবাদী থাকুন এবং বাজারের প্রয়োজনীয়তা অনুসারে নিজেকে প্রস্তুত করুন। এটি আমাদের ক্ষয় কাটিয়ে উঠতে এবং আমাদের বিজয়ী অনুপাতের পাশাপাশি মানসিক তৃপ্তি বাড়িয়ে তুলতে সহায়তা করবে।