-
বেশি লাভের আশায় আবেগের বশবর্তী হয়ে ট্রেড করার কারনেই অধীকাংশ ট্রেডাররা লস খায় । ধৈর্যহীনভাবে ট্রেড করাও এটি একটি বড় কারন । মার্কেট কারো নিয়মে চলেনা এখানে ভাল করতে হলে অবশ্যই কোন না কোন ভাল স্ট্রাটেজি অনুসরন করতে হয় । সঠিকভাবে মার্কেট অ্যানালাইসিস করতে না জানার কারণে এবং অতিরিক্ত লোভ করে ট্রেড করার কারনেই ট্রেডাররা লস করে থাকে বলে আমি মনে করি।
-
লসের বহুমুখী কারণ থাকতে পারে। তবে তার মধ্যে উল্লেখ্য যোগ্য হলো ধৈর্য্যের অভাব, বেশী লোভ করা,সঠিক রুপে মানি ম্যানেজমেন্ট না করা,এনালাইসিস না করেই ট্রেডিং করা,অল্পতেই হতাশ হয়ে পড়া,নিজের ওপর আত্ম বিশ্বাস না থাক,নিজের মেধাশক্তিকে ভালো করে কাজ না লাগানো, ওভার লিভারেজ করা ওভার লটে ট্রেড করা,আপডেট নিউজ না দেখা।সিগন্যালের ওপর নির্ভরশীলতা। ট্রেক প্রফিট সেট না করা।
-
আসলে ভাই ঠিক কতাই বলছেন।আমি নতুন ফরেক্স মাকেটে।ইদানিং খবু বড় বড় লস হচ্ছে আমার কিছুই বুঝতেছিনা।লসে খুব আপসেট হয়ে যাই আমি।এ ক্ষেত্রে আমার করনিয় কি ভাই।আর আমি বেশি বেশি শিখবো কোথা থেকে।
-
অধিকাংশ ট্রেডার সিগন্যালের ওপর নির্ভরশীল । বন্ধুদের কথায় বা অপরিচিত লোকের কথায় ট্রেড করে । নিজে কোন অ্যানালাইসিস না করে কেউ বাই করতে বললেই বাই করে, সেল করতে বললে সেল করে । পরিনামে লস। আবার কেউ কেউ তো ১০০-২০০ ডলার দিয়ে সিগন্যালও কিনে থাকেন । কিন্তু একটা কথা ভাবুন, যদি সিগন্যাল গুলো আসলেই সবসময় পারফেক্ট হত, তাহলে কেন সিগন্যাল প্রভাইডার তা বিক্রয় করছে? সে নিজে ট্রেড করেই তো বিল গেটস হয়ে যেতে পারে । সুতরাং, কারো কোন কথা শুনে বা চার্ট দেখে ঝোঁকের বসে ট্রেড করবেন না ।আঅন্যের সিগন্যালের সাথে নিজের এ্যানালাইসিস যোগ করে, তা দিয়ে ট্রেড করার চেষ্টা করুন । আরও শেখার চেষ্টা করুন । তাতে আল্লাহর রহমতে আপনি সফল হবেন এতে কোন সন্দেহ নাই।
-
প্রথম দৃষ্টিতে ফরেক্স কিন্তু সহজ মনে হয় । কারন যেহুতু লাভ অথবা লস, আন্দাজে ট্রেড করে অনেকেই প্রচুর লাভ করে ফেলে । তখন তারা সিদ্ধান্ত নেয় যে রিয়েল ট্রেডিং করবে । কিন্তু আপনি লস না করলে কখন বুঝতে পারবেন না যে কিভাবে আপনি ঐ সকল অবস্থাগুলো পরে মোকাবেলা করবেন । সেজন্য আপনাকে অনেকদিন সিরিয়াসলি ডেমোতে ট্রেড করতে হবে। ফরেক্স মার্কেটে টিকে থেকে নিয়মিত প্রফিট করার জন্য অবশ্যই নিজেকে একজন দক্ষ ট্রেডার হিসেবে গড়ে তুলতে হবে।
-
অনেক ট্রেডার আছে যারা নিজে কিছু না শিখে অন্যের উপর ভরসা করে ট্রেড করে, আবার কিছু ট্রেডার আছে যারা না বুঝে ফরেক্স মার্কেটকে একটা জুয়া খেলার জায়গা মনে করে তারা তাই বেশির ভাগ সময় না বুঝে এবং না জেনে ট্রেড করার কারনে লস করে।
-
ফরেক্স এ নতুন রাই বেশির ভাগ লস করে থাকে। কারন তাদের কোন সঠিক সিস্টেম নেই। আর তারা মার্কেট উপরে যেতে থাকলেই বাই দেয়, নিচে যেতে থাকলে সেল দেয়। কোন লজিকের ধার ধরে না। আর সর্বশেষ হল তাদের লোভ টা একটু বেশি।
-
ফরেক্স আসলে আমরা বাইরে থেকে যতটা সহজ ভাবি ততটা সহজ কিন্তু না।ফরেক্স এ প্রফিট করা অনেক কষ্টের।আপনি যদি সঠিক ভাবে ফরেক্স না শিখে কারো লাভ করা দেখে লোভে পড়ে ফরেক্স করতে যান আপনি অবশ্যই লস করবেন।ফরেক্স এ পুরোপুরি দক্ষ হয়েই তবে ট্রেডিং করা উচিত।আর সামান্য লোভ যদি আপনার ভিতরে থাকে তবে কখনোই লাভ করা যাবে না।ধৈর্যশীল না হলে ফরেক্স এ লস হবে।ফরেক্স করতে অনেক সময় লাগে আস্তে আস্তে ধৈর্য ধরে আপনাকে ফরেক্স করতে হবে।সব ধরনের এনালাইসিস করা জানতে হবে।এনালাইসিস না করতে পারলে আপনি ট্রেডে আন্দাজে করে সফলতা পাবেন না।মানি ম্যানেজমেন্ট সঠিকভাবে করতে হবে।মানি ম্যানেজমেন্ট না মেনে চললে আপনি লস করবেন।লট সাইজ যতটা সম্ভব কম রাখতে হবে।বেশি লাভের আশায় বড় লটে ট্রেড করলে আপনি লস করবেন।এজন্য ফরেক্স এ দক্ষ হয়েই ফরেক্স ট্রেডিং করা উচিত তাহলেই ফরেক্স এ সফল হতে পারবেন।
-
ফরেক্স এ বিভিন্ন কারনে লস হতে পারে কিন্তু তার মধ্যে প্রধান কারন হল না জেনে ট্রেড করা। আপনি যদি ফরেক্স সম্পর্কে ভাল করে না জানেন তাহলে আপনার লস হবে নিশ্চত তাই সবা ট্রেডারদের উচিত ভাল করে ফরেক্স সম্পর্কে জানা ও অনেক অভিজ্ঞতা অর্জন করা। আর আপনি যদি ফরেক্স সম্পর্কে অনেক জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করতে পারেন এবং ফরেক্স এর অনেক কিছু যদি আপনি শিখতে পারে তাহলে আপনি প্রতিটি ট্রেডে লাভ করতে পারবেন।
-
দুনিয়াতে কোন বিজনেস নেই যেখানে ১০০% লাভ হয় । তেমনি আপনি ফরেক্স বিজনেসে ও ১০০% লাভ করবেন সেটা কল্পনা করাও পাপ বলে আমি মনে করি । সব বিজনেসেই লাভ লস থাকবেই । আপনি যেমন আপনার বিজনেসে লাভ করবার জন্য পরিশ্রম করেন তেমনি ফরেক্স মার্কেটে লাভ করবার জন্য পরিশ্রম করতে হয় । কিন্তু বেশিরভাগ ট্রেডারই ফরেক্স থেকে বিনা পরিশ্রমে লাভ করতে চায় , মনে করে ফরেক্স হচ্ছে টাকা তৈরির কারখানা । আর এতাই মূল কারণ তাদের লসের জন্য । আপনি যদি পরিশ্রম করেন তাহলে ফরেক্স মার্কেট থেকে আপনি অবশ্যই লাভ করতে পারবেন ।