-
এটা নিজের চেষ্টা,পরিশ্রম, বুদ্ধি, আর ধৈয্য এর ব্যাপার। প্রফিট করতে হলে নিজেকে যেমন পরিশ্রমি হতে হএ তেমন ধৈয্যও ধরতে হবে। আর সেইখানে নিজের বুদ্ধি তো আছেই। তাই প্রফিত করার জন্য আমার মতে আগে নিজেকে ভাল মত তৈকি করে নিতে হবে। প্রফিট করাটা নির্ভর করছে সম্পূন্য ভাবে আপনার আমার ফরেক্স ট্রেডিং দক্ষতা এবং অভিজ্ঞতার উপর। আপনি ভাল ফরেক্স ট্রেডিং দক্ষতা রপ্ত করুন তখন দেখবেন আপনিও এখান থেকে ভাল প্রফিট করতে পারছেন।
-
আমরা যে কোনোও ব্যবসা করি না কেন প্রত্যেক ব্যবসাতেই যেমন লাভ রয়েছে তেমনি লসও রয়েছে৷লাভ হলেই আমরা বলি সৌভাগ্য আর লস হলেই আমরা বলি আমাদের কপাল মন্দ ভাগ্য খারাপ... ইত্যাদি নানা বাজে ধরনের কথা৷আসলে আমি মনে করি ফরেক্স ট্রেডে ভাগ্যের কোনো বিষয় নেই৷এখানে রয়েছে অভিজ্ঞতা ও দক্ষতার প্রয়োজন৷এই মার্কেটে যারা যত বেশি দক্ষ ও অভিজ্ঞ কেবলমাত্র তারাই এই মার্কেট থেকে নিয়মিত পর্যাপ্ত প্রফিট করে থাকেন৷যেমন ধরুন ইউরোপ-আমেরিকার মতো উন্নত দেশের মানুষজন এই মার্কেট থেকে নিয়মিত পর্যাপ্ত প্রফিট করছেন... তাহলে কি বলা যায় যে তারা খুবই সৌভাগ্যবান !!! আর আমরা বাঙালিরা এই মার্কেট থেকে লস করতে করতে বের হয়ে যাচ্ছি... তাহলে কি বলবেন আমরা দুর্ভাগ্য নিয়ে জন্ম নিয়েছি ??? আমার মনে হয় এই ধরনের চিন্তা করা সম্পূর্ণই ভুল৷ ব্যাবসায় লস হবে তাই বলে নিজের ভাগ্যকে কখনোই দোষারোপ করা উচিত নয় বরং নিজের দক্ষতা অভিজ্ঞতাকে আরো উন্নত করার চেষ্টা করুন৷তাহলে লস না হয়ে লাভ হবেই হবে৷
-
ফরেক্স মার্কেট একটি ঝুঁকি পূর্ণ মার্কেট আমারা জানি । আমি মনে করি যে প্রফি এবং লস করা তা সম্পুন আপনার বিষয়ই আপনি যদি ফরেক্স জানেন তাহলে আপনি কোন লস করবেন না । প্রফি সর্বদা হবে এই মার্কেট এটা আমার আত্মবিশ্বাস ।
-
জি না ফরেক্স হচ্ছে এনালাইসিস এর বিষয় এটা কে ভাগ্যর শাতে তুলনা করা বোকামি। কারন মার্কেট এনালাইসিস করে আপনাকে ট্রেড নিতে হবে। আপনি আপনার মন মতো ট্রেড করে প্রফিট হলেও ভাগ্যর বেপার লস হলেও ভাগ্যর বেপার বললে তো আর হবে না। তাই আমাদের কে টেকনিক্যাল এনালাইসিস ফান্ডামেন্টাল এনালাইসিস আর সেন্টিমেন্ট এনালাইসিস প্রয়োজন।
-
আসলে ভাগ্যে নিয়ন্ত্রন করতে হয় ফরেক্স মার্কেট এ। আপনি যদি সঠিক পদ্ধতি জানেন কিভাবে লাভ করতে হয় বা আপনি যদি ভাল অভিজ্ঞ হন তাহলে আপনি আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবেন। লাভ করতে হলে যে পরিমান কষ্ট এবং ধৈর্য্য ধারন করতে হয় সেটা আমরা করি না তাই আমাদের লাভ ভাগ্যে জুটে না। কঠোর প্রশিক্ষনের মাধ্যেমে ফরেক্স শিখতে হবে তাহলে আপনি ভাল কিছু করতে পারবেন।
-
ফরেক্স একটা স্মার্ট ব্যবসা। এই ব্যবসা প্রথমে শিখে নিয়ে পরে করতে হবে। কারন ফরেক্স ব্যবসায় দক্ষতা ছাড়া প্রফিট করা যায় না। কিন্তু অনেকেই এটা বিশ্বাস করে না বরং অনেকেই মনে করে ফরেক্স ভাগ্যের মাধ্যমে প্রফিট করে। কিন্তু আমি মনে করি যারা এমন মনে করে যে প্রফিট করা ভাগ্যের ব্যাপার তারা কখনই প্রফিট করতে পারে না বলে মনে করি।
-
প্রতিটা ব্যবসাতেই লাভ লস আছে। লাভ লস ছাড়া কোনো ব্যবসাই সম্ভব না। ফরেক্সও ঠিক তেমন। এখানেও লাভ লস আছে। সব ব্যবসাতেই প্রফিট করার পেছনে একটু ভাগ্য কাজ করে। ফরেক্সও তার ব্যতিক্রম না। এখানেও প্রফিট করার পিছনে ভাগ্য কাজ করে। কিন্তু আরেকটা ব্যপারও মাথায় রাখতে হবে। ভাগ্য সুপ্রসন্ন করার পেছনেও নিজের হাত রয়েছে। নিজের ভাগ্য নিজেকেই গড়তে হবে।
-
ফরেক্স মার্কেটে প্রফিট করতে গেলে অবশ্যই ফরেক্স সম্পর্কে ভাল করে জানতে হবে ফরেক্স সম্পর্কে ভাল করে জানতে হবে ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে ফরেক্স সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে হবে ফরেক্স মার্কেটে প্রফিট করতে গেলে ভাগ্যের উপর নিরভর করে না ।
-
আমি মনে করি এটি ভাগ্যের বিষয় না। এটি হচ্ছে এনালাইসিস এর বিষয়। এটা কে ভাগ্যর সাথে তুলনা করা বোকামি।তার বড় কারন হলো মার্কেট এনালাইসিস করে আপনাকে ট্রেড নিতে হবে।এখানে আপনি আপনার মন মতো ট্রেড করে প্রফিট পেলেও সেটা ভাগ্যর সাথে কিছু না। আর তাই আমাদের কে টেকনিক্যাল এনালাইসিস ফান্ডামেন্টাল এনালাইসিস আর সেন্টিমেন্ট এনালাইসিস প্রয়োগ করে মার্কেটে টিকে থাকতে হবে।
-
একজন ব্যাবসায়ী ব্যবসা করে অবশ্যই সেখান থেকে ভাল কিছু প্রফিটের আশায়। কিন্তু ব্যবসার বাজার সবসময় সমান যায় না। দেখা যায় ব্যবসায় কখনো লস হয় আবার কখনো লাভ হয়। ফরেক্সেও তেমনি লাভ লস আছে। তবে আমি মনে করি সতর্ক হয়ে বুদ্ধি খাটিয়ে ফরেক্সে ট্রেড করলে অবশ্যই এখান থেকে প্রফিট করা সম্ভব। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সঠিকভাবে মার্কেট এনালাইসিস করতে হবে। কারন বাজার সব সময় সমান যায় না। বাজার কখনো উপরে ওঠে আবার কখনো নিচেই নামে। এটার ওপর ভিত্তি করেই ট্রেড করতে হবে। আমি মনে করি দক্ষতার সাথে কাজ করলে ফরেক্স থেকে খুব সহজেই প্রফিট উপার্জন করা যায়।