-
ফরেক্স মার্কেট সবাই লাভ এর আসাই আসে। কেও এখানে লসের আসাই আসে না।তাই জোখন ফরেক্স মার্কেট এর অবস্থা উলটাপালটা লাগে তখন আপনার পক্ষে ট্রেড না করা ভালো হবে।আপনি যদি ফরেক্স মার্কেট অবস্থা খারাপ দেখেন তখন আপনি অশ্বই ট্রেড করা থেকে বিরত থাকুণ।তবে আর একটি বিষয়ই না বললে হই না যে আপনি যদি ট্রেড না করেন তাহোলে আয় করবেন কিভাবে। তাই ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো করে জেনে তারপর ট্রেড করুন।
-
ফরেক্স মার্কেটে লস করতে চায় না কারন ফরেক্স মার্কেটে সবাই নিজের টাকা ইনভেস্ট করে কিছু পাবার আসায় আর আমিও ফরেক্স মার্কেটে ইনভেস্ট করেছি লাভের আশায়। তবে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আপনাকে জেনে শুনে ট্রেড করতে হবে।ফরেক্সে অনেকে পার্ট টাইম কাজ করে আবার অনেকে প্রফেশনাল বা ফুল টাইম জব হিসাবেও কাজ করে ।
-
ফরেক্স মার্কেটে কেউ লস করতে চায় না কারন ফরেক্স মার্কেটে সবাই নিজের টাকা ইনভেস্ট করে কিছু লাভের আসায় আর আমিও ফরেক্স মার্কেটে ইনভেস্ট করেছি লাভের আশায়। তবে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আপনার জেনে শুনে ট্রেড করা উচিত ।ফরেক্সে অনেকে পার্ট টাইম কাজ করে আবার অনেকে প্রফেশনাল বা ফুল টাইম জব হিসাবেও কাজ করে থাকে। তবে দক্ষতা দিয়ে কাজ করলে অবশ্যই ভালো ফল পাওয়া যায়।
-
ট্রেড করতেই হবে এমন কোন কথা নেই। ফরেক্স মার্কেট এর অবস্থা উলটাপালটা লাগে তখন আপনার পক্ষে ট্রেড না করা ভালো হবে।আপনি যদি ফরেক্স মার্কেট অবস্থা খারাপ দেখেন তখন আপনি অশ্বই ট্রেড করা থেকে বিরত থাকুণ। আপনি যদি ভাল ট্রেডার হন তাহলে ভাল করতে পারবেন এবং অনেক টাকা উপার্জন করতে পারবেন । আপনি চাইবেন না যে আপনার লস হক তাই আপনাকে ভাল করার জন্য মার্কেট সম্পর্কে বুজতে হবে এবং বুজে ট্রেড বসাতে হবে তা না হলে আপনার ভুল ট্রেডিং এর কারনে আপনার স টাকে নিমিষেই শেষ হয়ে যেতে পারে ।
-
ফরেক্স এ লাভ লস মিলেই ফরেক্স করতে হয়। কে না চায় যে আয় করতে , কে না চায় যে ফরেক্স থেকে অনেক অনেক আয় না করতে। কেউ চায় না যে ফরেক্স এ লস করতে। ফরেক্স এ প্রতিটি ট্রেড ওপেন করলে ঝুকি নিতে হয়। ঝুকি না নিলে আপনি ফরেক্স থেকে আয় করতে পারবেন না। আর যদি প্রথম এ লস হয় তাহলে আপনাকে লসকে মেনে নিতে হবে। যদি মেনে না নেন তাহলে আপনি ফরেক্স এ সাফলতা হতে পারবেন না। লস না করে কেউ বস হতে পারে না।
-
কনফিউজিং সময়ে ট্রেড না করে রিলাক্স হয়ে বসে মার্কেটের খেলা দেখুন। কারণ পকেটের টাকা লস করার কোন মানে হয় না যেখানে মার্কেট আরো সুযোগ দেবে। তাই এরকম সময়ে ট্রেড করা থেকে বিরত থাকুন। কারণ ট্রেড করতেই হবে এমন কোন কথা নেই। যদি প্রপার কোন সেট আপ না পান তবে ট্রেড এ এন্ট্রি না নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। অবশ্য টাকা আপনার যদি লস করতে চান তবে কার কি বলার থাকতে পারে।
-
ফরেক্স ব্যবসা এতো বেশি জনপ্রিয়তার মূল কারনই হল ২৪ ঘন্টাই ফরেক্স মার্কেট খোলা থাকে। পৃথিবীটা গোল বিধায় এক দেশের সাথে অন্য দেশের সময়ের পার্থক্য লক্ষ করা যায়। আমাদের এখানে যখন দিন আমেরিকাতে তখন রাত। এই রাত দিনের ব্যবধানের কারনেই ফরেক্স মার্কেট ২৪ ঘন্টা খোলা থাকে যাহাতে সব দেশের মানুষ তার উপযুক্ত সময়ে ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারে।
-
সফল ট্রেডার হতে হলে আপনাকে অবশ্যই ফরেক্স সম্পর্কে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করতে হবে। এমনকি মার্কেট সম্পর্কে দক্ষতার সাথে এনালাইসিসগুলো সঠিকভাবে পর্যালোচনা করার মত জ্ঞান অর্জন করতে হবে। এছাড়া ট্রেডিং কৌশলগুলো নিয়ে অনেক বেশি পড়াশোনা করতে হবে এবং নিখুত ভাবে জ্ঞান চর্চা করতে হবে ফরেক্স মার্কেট সম্পর্কে।তাছাড়াও ডেমোতেও প্রচুর সময় ব্যয় করি মার্কেটের ট্রেন্ড বুঝার জন্য কারণ মার্কেট ট্রেন্ড সম্পর্কে সঠিক ধারনা না থাকলে কেউ ভালো করতে পারবেনা। আর যদি না বুঝে ট্রেড করে তবে সে ক্ষতির সম্মুখিন হতে পারে যেকোন সময়। অনেক সময় আমরা দেখেছি নাবুঝা ট্রেড কিছু সময় প্রফিট দিতেও পারে তবে সহজ কথা হচ্ছে একটি ভুল ট্রেড সব অর্জনকে শুন্যের কোঠায় নামিয়ে নিবে।
-
এমন অবস্থা যথন হবে যে আমাদের লস করতেই হবে , তখন অবশ্যই আমি এই ধরনের ট্রেড থেকে বিরত থাকব । যারা এই ধরনের ট্রেড করবে তারা অবশ্যই বড় ধরনের ধরা খাবে । আমরা যখন বুঝতে পারি যে অর্থ্যাৎ অনুধাবন করতে পারি যে মার্কেটে লস হতে পারে তখন কেন অামরা নিজেদের অর্থকে বিসর্জন দিতে যাব। এইখানে আমি কাজ করে ভাল কিছু করতে চাই ভাল কিছু করতে হলে আমাকে আগে ভাল কাজ করতে হবে । তাই আমি আগে ভাল কাজ করতে চাই । ফরেক্স নিয়া আমার স্বপ্ন অনেক আমি ফরেক্স থেকে অনেক আয় করতে চাই।
-
ফরেক্স মার্কেট সবাই লাভ এর আসাই আসে। কেও এখানে লসের আসাই আসে না।এখানে আমি লাভ করতে চাই। আবার ট্রেড না করলে লাভ করা যাবেনা। তাই লাভ করতে হলে ট্রেড করতে হবে। কিন্তু ট্রেড উলটাপালটা করলে হবেনা। উলটাপালটা ট্রেড মানেই আপনি লস ঘরে তুললেন। আর আপনি নিশ্চয়ই এখানে লস করতে আসেননি। তাই প্রতিটা ট্রেড নেয়ার আগেই ভেবে চিনতে ট্রেড নিন। ঠিক করুন কি করতে চান।তাই জোখন ফরেক্স মার্কেট এর অবস্থা উলটাপালটা লাগে তখন আপনার পক্ষে ট্রেড না করা ভালো হবে।আপনি যদি ফরেক্স মার্কেট অবস্থা খারাপ দেখেন তখন আপনি অশ্বই ট্রেড করা থেকে বিরত থাকুণ।তবে আর একটি বিষয়ই না বললে হই না যে আপনি যদি ট্রেড না করেন তাহোলে আয় করবেন কিভাবে। তাই ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো করে জেনে তারপর ট্রেড করুন।