-
ফরেক্স একটি বৈধ অন লাইন বিজনেস। তাই আমরা ফরেক্স করব। ফরেক্স বিজনেসের মাধ্যমে আমরা নিজেদের কে যদি একটু স্বচ্ছলতা আনতে পারি তবে তো দোশের কিছু নাই। তবে ফরেক্স থেকে ইনকাম করতে হলে আমাদের অনেক পরিশ্রম করতে হবে। জেনে রাখবেন পরিশ্রম ছাড়া কোন বিষয়েই সফলতা আসবে না। তাই পরিশ্রমের কোন বিকল্প নাই।
-
ফরেক্সে ট্রেড করলে বৈদেশিক মুদ্রা সম্পর্কে অনেক জ্ঞান আহরন করতে পারবেন। এছারা আপনি ঘরে হিবেই প্রতিমাসে প্রচুর অর্থাৎ আপনার কাঙ্খিত মুনাফা তুলতে পারবেন খুব সহজেই। এতে করে আপনাকে ফরেক্স সম্পর্কে প্রথমে জ্ঞান নিতে হবে। ধন্যবাদ
-
ফরেক্স মার্কেটের সাথে যুক্ত হয়ে কিবা আজ যারা ফরেক্স করছেন উনাদের মধ্যে প্রায় দেখা যায় নিজেদের বেকারত্ব কাটিয়ে নিজেকে চালিয়ে নেওয়ার পরে , নিজেকে মুক্ত ভাবে সাপোর্ট দেয়ার পর ও তারা এখন নিজেদের পরিবার কে ও সাপোর্ট দিতে সক্ষম। ফরেক্স বিজনেস আমরা আমাদের ইচ্ছা মত যে কোন সময় করতে পারি। এতে ধরাবাদা কোন নিয়ম নীতি নেই। তাছাড়া ফরেক্স করে সহজে দ্রুত আয় করা সম্ভব তাই আমি মনে করি আমাদের ফরেক্স করা দরকার।
-
আসলে প্রত্যেকটা কাজ নির্ভর করে মানুষের পছন্দের উপর। তেমনি আমার ও একটা পছন্দ আছে। তাই আমি ফরেক্স ব্যাবসা করতে আগ্রহী। বিশেষ করে এই ব্যাবসা থেকে অল্প পরিশ্রম করে অনেক টাকা আয় করা যায়। তাই আমি ফরেক্স ব্যাবসা করতে চাই,এবং অল্প পরিশ্রম করে টাকা আয় করতে চাই।
-
ফরেক্স বিজনেসের মাধ্যমে আমরা নিজেদের কে যদি একটু স্বচ্ছলতা আনতে পারি তবে তো দোশের কিছু নাই। তবে ফরেক্স থেকে ইনকাম করতে হলে আমাদের অনেক পরিশ্রম করতে হবে। জেনে রাখবেন পরিশ্রম ছাড়া কোন বিষয়েই সফলতা আসবে না।
-
ফরেক্স একটি মার্কেট পেলেস । আমরা জানি আমরা বাংলাদেশী এবং আমাদের দেশ অনেক গরীব। আমাদের দেশে অনেক যুবক বেকার থাকে । ফরেক্স এমন একটি মার্কেট জায়গা যেখানে কাজ করে টাকা উপার্জন করা যায়। যারা বেকার থাকে তারা এ কাজ করে সচ্ছল ভাবে জীবনযাপন করতে পারে। তাই ফরেক্স একটি ভালো একটি উপায় । এই জন করবো আমাদের অভাব দুর করা যায়।
-
প্রিয় বন্ধু আমাদেরকে জীবন ধারন করতে হলে আয় করার মত একটা উপযুক্ত পেশাকে গ্রহন করতেই হবে আর আমরা যদি এক্ষেত্রে ফরেক্স ট্রেডিংকে বেছে নিয়ে থাকি এবং যদি ফরেক্স ট্রেডিং সম্পর্কে পর্ষাপ্ত ট্রেডিং জ্ঞান অর্জন করতে পারি তবে ফরেক্স ট্রেডিং আমাদের জীবন চরম সফলতার পর্ষায়ে পৌছে দিতে পারে কারন ফরেক্স করে আপনি সল্প সময়ে প্রচুর আয় করার সুযোগ নিতে পারেন। ধন্যবাদ।
-
কেন করব। এই কথাটার উত্তর আপনাকে খুজে নিতে হবে। আমার অভিজ্ঞতা দ্বয়ীয়ে বলতে পারি য ফরেক্স করলে জিবনের ধারা, গতি টায়ে পরিবরতন হয়ে যায়ে, নিজে স্বাবলম্বি হতে পারবেন, অন্যাকে স্বাবলম্বি করতেও পারবেন, নিজে সাবলম্বি হাওয়া আর অন্যাকে সাবলম্বি করারা মধে যে আনন্দ সেটা আপনি না করলে বুঝতে পারবেন না। আর ভবিশতের জন্য ফরেক্স একটা বড় মার্কেট, সেটাও মাথায়ে রাখতে হবে।
-
ফরেক্স একটি আন্তরজাতিকভাবে স্বীকৃত বড় মারর্কেট প্লেস । যেখান হতে যে কেহ টাকা আয় করতে পারে । শুধু বুদ্বিমত্তাকে কাজে লাগিয়ে স্বল্প ক্যাপিটাল নিয়ে এখান হতে আয় করা সম্ভব । তবে আয় করতে হলে প্রথমে অনেক সময় ব্যায় করতে হবে এবং অনেক জানতে হবে ।
-
আমি ফরেক্স করব কারন এর থাকা আমি টাকা ইনকাম করতা পারব এবং ট্রেড সম্পর্কে অনেক কিচু জানতে পারব ।যাতে করে আমি ভবিস্যতে ভাল করে ত্ত্রেদ করতে পারি ।