ফরেক্স মার্কেটে এনালাইসিস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্টেপ । প্রত্যকটা ট্রেড অামাদেরকে ওপেন করতে হবে গভীরভাবে এনালাইসিসের মাধ্যমে । কারণ আমি মনে করি যে এনালাইসিস ব্যাতিত এখানে পূর্বনুমান করে ট্রেড দেওয়া অনেক ঝুঁকিপূর্ণ । তাই আমাদেরকে অব্যশই ভালভাবে যে তিন ধরনের এনালাইসিস রয়েছে তা করতে হবে । আর তিন ধরনের এনালাইসিস সমন্বয় করতে পারলেই শুধু ভাল ফলাফল পাওয়া যাবে । অতীতের ট্রেডগুলোও ভালকরে পর্যবেক্ষণ করতে হবে ।