ফরেক্স মানে কঠিন পরিশ্রম।
ভাল ট্রেডার হিসাবে নিজেকেতৈরী করতে হলে ডেমো ট্রেডিংয়ের কোন বিকল্প নেই যা একজন বেক্তিকে রিয়াল মার্কেটের প্রতিযোগিতায় টিকিয়ে রেখে সকল চ্যালেন্স মেকাবেলায় মূখ্য ভূমিকা পালন করে থাখে।
ফরেক্স করা ততোটা সহজ নায়, যতটা দূর থেকে মনে হয়।
যদি কেউ ডেমো কে রিয়েল মার্কেট এর মত করে নিতে পারে তবেই তার পক্ষে সম্ভব ট্রেডিং শিখা। কেননা যদি কেউ উরাধুরা ট্রেড করে ডেমোতে হিউজ প্রফিট করে মনে করে বসে যে আমি তো বিশাল বড় ট্রেডার হয়ে গেছি এখন আর কি দরকার অযথা সময় নষ্ট করার। তাই পড় ঝাপিয়ে রিয়েল মার্কেটে।