ব্যালেন্স অনিয়াজি সব সময় টেড করা উচিৎ কেননা মাজিন কমে গেলে টেড আী নিবে না।কল লটে ওভার টেড করা যেতে পারে তবে বেশ দক্ষ না হয়ে ওভার টেড করা ঠিক না তাতে একাউন্ট রিক্স এর মধ্যে পড়ে যাবে।সব সময় মানিম্যানেজমেন্ট ফলো করে টেড করা উচিৎ।
Printable View
ব্যালেন্স অনিয়াজি সব সময় টেড করা উচিৎ কেননা মাজিন কমে গেলে টেড আী নিবে না।কল লটে ওভার টেড করা যেতে পারে তবে বেশ দক্ষ না হয়ে ওভার টেড করা ঠিক না তাতে একাউন্ট রিক্স এর মধ্যে পড়ে যাবে।সব সময় মানিম্যানেজমেন্ট ফলো করে টেড করা উচিৎ।
আপনি কতটা ট্রেড ওপেন করতে পারবেন তা নির্ভর করে আপনার মার্জনের ওপর । আপনার ফ্রি মার্জিন যদি বেশি থাকে তাহলে আপনি অবশ্যই বেশি ট্রেড ওপেন করতে পারেন । তবে যত বেশি ট্রেড ওপেন করবেন তত লাভ বা লসের সম্ভাবনা বেড়ে যাবে ।কারন ট্রেডে লস করলে ব্যালেস্ন জিরো হতে পারে।ফ্রী মার্জিন ঠিক রেখে ট্রেড করায় উচিত।
বেশি ট্রেড ওপেন করলে কোন সমস্যা নাই তাবে আপনাকে প্রতিটি ট্রেড নেয়ার আগে সঠিক এনালাইসিস করে ট্রেড এন্ট্রি নিতে হবে । আপনি যদি কোন এনালাইসিস ছাড়া ট্রেড এন্ট্রি নেন তাহলে অনেক বড় লস এর সম্মুখিন হতে পারেন । তবে আপনি কম লটে স্টপ লস ও টেক প্রফিট ব্যবহার করতে পারনে। এতে আপনার ঝুঁকি কম থাকবে।
অভার ট্রেড ওপেন করলে লাভ এবং লস দুটোই বেশি হওয়ার সম্ভাবনা থাকে।অর্থাৎ আপনি যদি অনেক বেশি লাভের আশায় ঝুঁকি নিয়ে অতিরিক্ত লটে একটি ট্রেড অথবা একাধিক ট্রেড ওপেন করে থাকেন এবং মার্কেট যদি আপনার পজিটিভ দিকে যায় তাহলে অনেক বেশি প্রফিট করতে পারবেন।কিন্তু মার্কেট যদি আপনার বিপরীত দিকে চলে যায় তাহলে অনেক বেশি লস এর সম্মুখীন হবেন। এমনকি অতিরিক্ত লস করার মাধ্যমে আপনার ব্যালেন্স জিরো হয়ে যেতে পারে।তাই কখনোই মানি ম্যানেজমেন্টের বাইরে গিয়ে অতিরিক্ত ট্রেড করা উচিত না।কারণ আপনি যদি মার্কেটে টিকে থাকতে পারেন তাহলে অল্প করে প্রফিট করতে থাকলেও ধীরে ধীরে কোন একসময় খুব ভাল প্রফিট করতে পারবেন অন্যথায় ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারবেন না।
অতিরিক্ত কোন কিছুই ভাল না । ভাল ট্রেডাররা অতিরিক্ত ট্রেড করেন না । তারা অনেক কিছুর বিশ্লেষণ করার মাধ্যমে অল্প ট্রেড করে বেশি লাভবান হতে পারে । ফরেক্স মার্কেটে আমরা যারা ট্রেডিং করি তারা জানি যে এই মার্কেটে ট্রেড করে সফল হতে হলে অবশ্যই অনেক বেশি পরিমাণে নিজের মধ্য বিশ্লেষণী ক্ষমতা বৃদ্ধি করতে হবে । তাই বেশি ট্রেড ওপেন না করে কম ট্রেড ওপেন করা ভাল তাতে করে ট্রেড ভুল হয় না ।
অধিকাংশ ট্রেডাররাই মার্কেটে লস করে মানি ম্যানেজমেন্ট না করার কারনে । মানি ম্যানেজমেন্ট, মার্কেট এ্যনালাইসিস এবং অভিজ্ঞতা ছাড়া মার্কেট থেকে আয় করা খুবই কঠিন । তাই আপনি বেশি করে ট্রেড ওপেন করার আগে মানি ম্যানেজমেন্টের উপর গুরুত্ব দিন । এনালাইসিস করে যদি দেখেন বেশি ট্রেড নেওয়া সম্ভব তাহলে আপনি একের অধিক ট্রেড ওপেন করতে পারেন। কিন্তু যদি সকল ট্রেড একসাথে লসে যায় তাহলে একাউন্ট এর অনেক লস হতে পারে। সেজন্য কম ট্রেড নিলে ভালো হয়।
না ভাই বেশি ট্রেড ওপেন করাতে কোনরকম সমস্যা হবে না, তবে একটা বিষয় আপনাকে সবসময় লক্ষ রেখে ট্রেডগুলো ওপেন করতে হবে সেটা হল আপনার ব্যালেন্স এবং ইকুয়িটি যেন নীল না হয়, সেজন্য সেভাবেই লর্ট নির্ধারন করে দিতে হবে আপনার প্রতিটা ট্রেডের মধ্যে। ট্রেড অপেন করেন তাহলে আপনি কোন প্রকার সমস্যায় পড়বেন না। তবে আমি মনে করি বেশি ট্রেড অপেন করাটা ঠিক না। কারণ এক্ষেত্রে আপনি নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারাতে পারেন।
আবার ট্রেড করলে শুধু সমস্যাই হয়না অনেক বড় ধরনের ক্ষতি হয়। ফরেক্স মার্কেট হলো একটি ঝুঁকিপূর্ণ মার্কেট। এখানে ওভার ট্রেড করলে একাউন্ট জিরো হওয়ার সম্ভাবনা থাকে। ফরেক্স মার্কেটে ওভার ট্রেড এর মানে হলো অতিরিক্ত লোভের আত্মপ্রকাশ।
আর অতিরিক্ত লোভ হলো ফরেক্স মার্কেটে সবচাইতে ক্ষতির কারণ। অতিরিক্ত লোভ নিয়ন্ত্রণ করতে না পারলে আপনি ফরেক্স মার্কেটে কখনোই সফল হতে পারবেন না। ওভার ট্রেড করে আমি অ্যাকাউন্ট ব্যালেন্স জিরো করেছিলাম। এর পরবর্তী সময় থেকে আমি কখনও আবার ট্রেড করিনা।
বেশি ট্রেড ওপেন করলে কোন সমস্যা নেই কিন্তু আপনাকে অবশ্যই আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সের এবং ফ্রি মার্জিনের দিকে খেয়াল রেখে তার পরেই ট্রেড ওপেন করতে হবে কারন ফ্রি মাজিন বেশি না থাকলে আপনি শত চেষ্টা করেও আপনার ইচ্ছা মত ট্রেড ওপেন করতে পারবেন না।
বেশি ট্রেড ওপেন করলে কোন সমস্যা নেই যদি আপনি বুঝে সুনে ট্রেড ওপেন করেন। আর না বুঝে অল্প ট্রেড ওপেন করাও ঠিক না। তবে অভিজ্ঞতা বারাতে হলে আপনাকে বেশি ট্রেড করতেই হবে।