-
ফরেক্সে ট্রেড করতে হলে প্রথমে ফরেক্স সম্পর্কে ভাল ভাবে জানতে হবে । প্রথমে ফরেক্স এর কাজ শিখতে হবে কাজ না শিখে সফল ভাবে ফরেক্স করা যায় না । প্রাথমিক ভাবে সকলেরই ডেমো অ্যাকাউন্ট থেকে শিক্ষা নেয়া উচিৎ । ভাল করে শিখে তারপর ট্রেড করতে হবে তাহলে ফরেক্স ট্রেড এ সফল হওয়া যাবে।
-
ফরেক্সে প্রতিটা ট্রেড আমাদের জন্য চ্যালেন্জস্বরুপ । আমরা যারা ফরেক্স ট্রেডিং করি তারা জানি যে এই মার্কেটে ট্রেডিং করতে হলে আমাদের অনেক বেশি পরিমাণে দক্ষতা অর্জণ করতে হবে । সেই দক্ষতার মধ্য সবচেয়ে ভালো মানের দক্ষতা হতে হবে বিশ্লেষণের দক্ষতা । যে যত বেশি পরিমাণে নিজের প্রতিটা ট্রেডিং এর গতিবিধিকে বিশ্রেষণ করতে পারবে সে তত দ্রুত কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে ।
-
ফরেক্স হল অর্ন্তজাতিক শেয়ার বাজার এখানে বিভিন্ন দেশেরে মুদ্রা বিভিন্ন দেশের মুদ্রার বিনিময়ে কেনো বেচা করা হয় এবং এই শেয়ার বাজারের বড় গুন হল এই শেয়ার র্মাকেট দ্বীমুখি শেয়ার বাজার এখানে র্মাকেট উঠলে ও ট্রেড ধরে আয় করা যায় এবং র্মাকেট নামলে ও ট্রেড ধরে আয় করা যায়।
-
ফরেক্স ম্ররকেট হল শেয়ার মার্কেট এর মত এক ধরনের মার্কেট। এখান এ আপনাকে মার্কেট বুঝে ট্রেদ করতে হবে। আপনি যত ভাল মার্কেট বুজতে পারবেন তত বেশি আয় করতে পারবেন। আপনাকে মার্কেট বুঝে বাই সেল দিতে হবে। ট্রেদ আপনার অনুকুলে গেলে আপনার লাভ হবে।
-
ফরেক্স ট্রেড করতে হলে আপনার কম্পিউটার এ থাকতে হবে মেটাট্রেডার। আর মেটাট্রেডার ইন্সটল হবার পর আপনি ট্রেড করার চার্ট পাবেন। তখন আপনি ট্রেড ওপেন করতে পারেন। মার্কেট এ বাই বা সেল করার জন্য প্রথমে কারেন্সি সিলেক্ট করতে হবে। এখানে প্রত্যক পেয়ার এর সাথে জোড়া পেয়ার রয়েছে।
-
ফরেক্সে ট্রেড করতে হলে প্রথমে ফরেক্স সম্পর্কে ভাল জ্ঞান থাকা জরুরী । ভাল জ্ঞান না থাকলে আপনার সব টাকা লস হয়ে যেতে পারে এ জন্য সকলেরই উচিত প্রথমে ডেমো ট্রেড করা ডেমো তে ট্রেডের নিযন্ত্রন আসলেই কেবল রিয়েল ট্রেড করা উচিত। শেয়ার বাজারে যেমন একমূখী ট্রেড হয় এখানে আপ এন্ড ডাওন দুইমুখী ট্রেড করা য়ায়।
-
ভাই এখানে ফরেক্সে ট্রেড করতে হলে আপনাকে প্রথমত এই ফরেক্স মার্কেট সম্পর্কে ভাল ভাবে জানতে হবে। এরপর আপনাকে একটা ডেমো একাউন্ট নিয়ে সেখানে নিয়মিত ১২ মাসের মত ভালভাবে ট্রেডিং চালিয়ে যেতে হবে, এরপর আপনাকে একটু করে ফরেক্সের নানা রকম বিষয়গুলোর প্রতি দক্ষতা অর্জন করতে হবে, এবং সেটার বেসিসে আপনার যে অভিজ্ঞতা হবে, সেটাই আপনাকে এখানে ফরেক্সে কিভাবে রিয়েল ট্রেড করতে হয় সেটা শেখাবে।
-
ফরেক্স মার্কেটে আমরা দুইভাবে ট্রেড করে প্রফিট করে থাকি৷যেমন একই সাথে কোনো কোনো পেয়ারে ক্রয়/Buy করে এবং অন্য কোনো পেয়ারে বিক্রয়/Sell করে প্রফিট করতে পারি৷আমরা আমাদের ট্রেডিং চার্টগুলো দেখে-বুঝে এনালাইসিস করে যে সকল পেয়ারে বিক্রয় করা উচিত সেগুলোতে Sell করি আর যেসকল পেয়ারে ক্রয় করা উচিত সেগুলোতে Buy করে ট্রেড করি৷অর্থাৎ যেসকল পেয়ারের price নিম্নমুখী থাকে ঐসব পেয়ারে Sell করি আর যেসকল পেয়ারগুলি ঊর্ধ্বমুখী ঐসব পেয়ারে buy এন্ট্রি করে প্রফিট করে থাকি৷এভাবে বিভিন্ন পেয়ারের নিম্নমুখী এবং ঊর্ধ্বমুখী ট্রেন্ড দেখে একই সাথে Sell অথবা Buy করে ব্যবসা করি৷শেয়ার মার্কেটে শুধুমাত্র ক্রয় করতে হয় এবং যখন শেয়ারটির মূল্য বৃদ্ধি পাবে শুধুমাত্র তখনই আমাদের প্রফিট হয়ে থাকে৷ কিন্তু ফরেক্স মার্কেটে একই সাথে ক্রয়/Buy এবং বিক্রয়/Sell করে profit করতে পারি৷ এটাই ফরেক্স ট্রেডে একটি চমৎকার সুবিধা৷
-
ফরেক্স মার্কেট এর কারেন্সি পেয়ার গুলোকে বাই এবং সেল করার মাধ্যেমে আমরা লাভবান হতে পারি। তবে ফরেক্স মার্কেট ব্যবসার কিছু নিয়ম কানুন আছে সেগলো বুঝতে হয় না হলে লস হওয়ার সম্বাবনা থাকে। তাই আমাদের উচিত ফরেক্স মার্কেট এ ব্যবসা করার পূর্বে যাবতীয় জ্ঞান আহরন করে ডেমো প্র্যাকটিস করে তারপর ট্রেড করা। এবং অবশ্যই অভিজ্ঞতা অর্জন করার পর ফরেক্স মার্কেট এ ব্যবসা করতে হবে কারণ ফরেক্স ব্যবসা পুরোটাই অভিজ্ঞতা নির্ভর ব্যবসা।
-
ফরেক্স মার্কেট এ পেয়ার থাকে সেই পেয়ার এ দুই দেশ এর টাকা থাকবে যেই দেশ এর টাকার দাম বাড়বে সেই দেশ এর টাকা তে আপনাকে বাই করেতে হবে সেই টাকার যদি দাম বারে তাহলে সেটা সেল করে দিতে হবে এতে আপনার যা লাভ হবে তা আপনার অ্যাকাউন্ট এ জমা হবে এই ভাবে আপনি বাই সেল করে টাকা ইনকাম করতে পারবেন ফরেক্স মার্কেট এ