ফরেক্স ট্রেডিং করতে এসে নিয়ম মেনে ট্রেড করতে পারিনা।অথচ ট্রেড করার পূর্বে যখন ট্রেড শুখার চেষ্টা করি তখন মনে হয় ভবিষ্যতে নিয়ম না মেনে আর ট্রেড করবো নানা।কিন্তু রিয়েল মার্কেটে এসে কে শুনে কার কথা শুরু হয় আন্দাজে ট্রেডিং। এভাবে না নিয়ম মানার কারনে অ্যাকাউন্টে বড় বড় লস করে ফেলি।আর আমার কাছে মনে হয়েছে এর প্রধান এবং অন্যতম কারন হল অধিক পরিমান প্রফিট বা আয়ের লোভ যা আমাদেরকে ট্রেডিং দক্ষতা এবং অভিজ্ঞতার উদ্ধে উঠে ট্রেড করতে উদ্বদ্ধ করে থাকে।