আমারা মোট ৫ জন ফরেক্স ট্রেড করে থাকি। ফরেক্স খুব ভাল বিজনেস। ফরেক্স এ কাজ করে অনেকে ভাল টাকা আয় করতে পেরেসে। আমরা সবাই মিলে ফরেক্স এ কাজ করে ভাল টাকা আয় করতে চাই। তাই আমারা ৫ জন বন্ধু মিলে কাজ করি।
Printable View
আমারা মোট ৫ জন ফরেক্স ট্রেড করে থাকি। ফরেক্স খুব ভাল বিজনেস। ফরেক্স এ কাজ করে অনেকে ভাল টাকা আয় করতে পেরেসে। আমরা সবাই মিলে ফরেক্স এ কাজ করে ভাল টাকা আয় করতে চাই। তাই আমারা ৫ জন বন্ধু মিলে কাজ করি।
বর্তমানে আমার কোন বন্ধু ফরেক্স ট্রেডিং করেনা । কারণ অমি নিজেও ফরেক্স পরিবারের নতুন সদস্য । তবে আমার ইচ্ছা হল এখানে নিজের একটা ভালো স্কিল গড়ে তুলে আমার বন্ধু বিশেষ করে বেকারদেরকে এই ক্ষেত্রতে নিয়ে আসব যাতে করে তারা আর্থিকভাবে লাভবান হতে পারে । ধন্যবাদ ।
আমার ৪জন বন্ধু ফরেক্স ট্রডিং করে এখন তারা নিজেরা স্বাবলম্বি । আমিও চাই তাদের মত সফল একজন ট্রেডার হতে তাই আমাকে প্রচুর পরিশ্রম করতে হবে । আর একজন সফল ট্রেডার হওয়ার জন্য ফোরাম থেকে অনেক বিষয় সম্পর্কে জানতে পারছি যা ভবিষ্যতে আমাকে সফল ট্রেডার হতে সাহায্য করবে ।
আমার অনেক কয়জন বন্ধু ফরেক্স ট্রেডিং করে তারা অনেক দিন ধরে ফরেক্স ট্রেডিং করে আসছে তারা যথেষ্ট দক্ষ এবং অভিজ্ঞ। আমার বন্ধুরা ফরেক্স ট্রেডিং শিখতে আমাকে যথেষ্ঠ সহায়তা করেছে আর এ জন্য আমি সত্যিই তাদের কাছে চিররিনি।
ভাই জন, আমার এই কর্মশালায় অনেক বন্ধুরা কাজ করছে। আপনি যদি তা না করেন তবে আপনি সফল হবেন না এবং আমার ষাট জন বন্ধু এতে কাজ করে এবং আমাদের আমাদের বন্ধুদের এই ফোরামে আসার জন্য আমন্ত্রণ জানানো উচিত itএটিতে আমাদের অনেক বন্ধু থাকলে প্রত্যেকেরাই উপকৃত হবে এবং আমরাও উপকৃত হব।
আমার পরিবারে আমি ছাড়াও আরও কয়েকজন সদেশ্য ফরেক্স করে।আমি যখন ফরেক্স শিখতে থাকি তখন আমার প্রায় সব বন্ধুরা ফরেক্স বিয়ষে বাজে মন্তব্য করেছে।আর আমি রিয়েল ট্রেড শুরু করার কয়েক মাস পর আমার কয়েকজন বন্ধু ফরেক্স শিখতে আগ্রহ প্রকাশ করছে এবং ফরেক্স তারা শিখতেছে।
আমি ফরেক্স এ কোনো লোভ করি না,তাই এখন ও ফরেক্স এ টীকে আছি আমি যখন ফরেক্স শিখতে থাকি তখন আমার প্রায় সব বন্ধুরা ফরেক্স বিয়ষে বাজে মন্তব্য করেছে আর আমি রিয়েল ট্রেড শুরু করার কয়েক মাস পর আমার কয়েকজন বন্ধু ফরেক্স শিখতে আগ্রহ প্রকাশ করছে আমার বড় ভাই অনেক দিন ধরেই ফরেক্সে ট্রেড করছেন আর আমার ফরেক্সে অভিষেক ঘটেছে মূলত তার মাধ্যমেই আমি ফরেক্স ট্রেডিংকে এক সময় মনে করতাম এটি অনেক কঠিন এবং অর্থনৈত্তিকদের ব্যাবসা তবে আমার সেই ধারনা এখন সম্পূন্য ভাবে দূর হয়েছে ।
ফরেক্স ট্রেড আসলে সবার দ্বারা সম্ভব না। কারন এটি অত্যন্ত জটিল একটি মার্কেট। এই মার্কেট সম্পর্কে বুঝতে আপনাকে প্রচুর সময় দিতে হবে। আমার কোন বন্ধুই এখন ফরেক্স ট্রেড করেন না। তারা লাভ করতে পারে নাই সেকারনে ফরেক্স ছেড়ে দিয়েছ।
আমার কোন বন্ধু এই ফরেক্স বিজিনেস এ ট্রেড করেনা,শুধুমাত্র আমিই এই বিজিনেস এ ট্রেড করি,এবং সফল হবার চেষ্টা করি,আমি আমার অনেক বন্ধু কে ফরেক্স করতে বলেছিলাম কিন্তু তারা ভাবে এই বিজিনেস তাদের সাথে প্রতারনা করবে তাই কেউ এই বিজিনেস এ জইন করেনি,আর যখন আমি ফরেক্স এ সফল হতে লাগলাম আমাকে তারা ফরেক্স তাদের কে শিখাতে বলে,আসলে আমাদের দেশ এ মানুষ পরিশ্রম না করে অর্থ উর্পাজন করতে চাই এই হয়ছে বড় সমস্যা।
আমার ৮ জন বন্ধু ফরেক্স করে। তারা মোটামুটি ভালই অভিজ্ঞ ও দক্ষ। তারা নিয়মিত কমবেশি প্রফিট করছে ফরেক্স থেকে। আমি ফরেক্সে নতুন আর আমি আমার বন্ধুদের দেখাদেখি ফরেক্সে এসেছি। আমি তাদের অনুসরন করছি এবং কাদের পরামর্শ অনুযায়ি ডেমোতে ট্রেড করছি ও ফোরামে কাজ করছি।আমরা যদি একবার ফরেক্সটা ভালোভাবে আয়ত্ব করতে পারি তাহলে আমাদের জীবন অনেক স্বাচ্ছন্দ্যময় হবে