আমি আমার কম্পিউটারে সর্বপ্রথম ফরেক্স একাউন্ট খুলি। আমি সাধারনত ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য মোবাইল এবং কম্পিউটার দুইটিই ব্যবহার করে থাকি । সন্ধারর পরে মার্কেটে ট্রেড করলে সাধারনত আমি কম্পিউটারই ব্যবহার করি । করন এতে মার্কেট ভালভাবে এ্যনালাইসিস করে ট্রেড করা যায় ।