-
আমি মূলত ফরেক্স ট্রেডিং কারো কাছে থেকেই শিখে নাই । ফরেক্স ট্রেডিং শেখার বিষয়ে আমার শিক্ষক হচ্ছে ইন্টারনেট এবং বিভিন্ন ফরেক্স ফোরাম । তবে মাঝে মধ্যে কোন বিষয় বুঝতে না পারলে আমার এক বন্ধুর সাথে আলোচনা করতাম । এভাবেই আমার ফরেক্স ট্রেডিং শেখা এবং এখন পর্যন্তও আমি ফরেক্স ট্রেডিং শেখার উপরেই আছি । যত দিন সফল হতে না পারব ততঃ দিন শিখতেই থাকব ইনশাল্লাহ ।
-
আমার ফরেক্স শেখা শুরু হয়েছিল রকমারি.কম থেকে একটা বই ক্রয় করে সেটা পড়ে পড়ে শেখার মাধ্যমে। আর পরে আমি ইউটিউব থেকে টিউটরিয়াল দেখে দেখে শেখা শুরু করি আর এখন পর্যন্ত ইউটিউব থেকেই শিখে চলেছি। তাই ইউটিউব ই আমার ফরেক্স শেখার উৎস।
-
ফরেক্স ট্রেডিং এ আমার হাতে খড়ি হয় আমার কলিগ কাম বড় ভাইয়ের কাছ থেকে। সে দীর্ঘদিন যাবৎ ফরেক্স মার্কেটে ট্রেডিং করে আসছে এবং খুব ভালো প্রফিট করে থাকে।আর তার দেখাদেখি আমি তার কাছে ফরেক্স ট্রেডিং এর ব্যাপারে আগ্রহ প্রকাশ করি এবং তারপরেই সে আমাকে ফরেক্স ট্রেডিং এর ব্যাপারে প্রাথমিক ধারণা সহ কিভাবে ফরেক্স ট্রেডিং করতে হয় সমস্ত বিষয় সম্পর্কে পরামর্শ প্রদান করে থাকে।সেই সাথে একাউন্ট খোলা সহ ভেরিফাই করা উইথড্র দেওয়া সমস্ত বিষয় সেই আমাকে শিখিয়ে দেয়।
-
মামা অনেক আগে থেকেই ফরেক্স করেন।আর উনার মাধ্যমে ফরেক্সে আমার হাটি হাটি পা পা করে পথ চলা।
-
ফরেক্স মার্কেটে আমার গুরু হলেন নিয়াল ফুলার। আমি তার কাছ থেকে প্রাইস অ্যাকশন ট্রেডিং সম্পর্কে অনেক কিছু শিখসি এবং এখনো আমি প্রাইস অ্যাকশন ট্রেডিং অনুযায়ী ট্রেডিং করে থাকি। এই ফোরামে অনেক কিছু পরে আরো অনেক কিছু শিখেছি।
-
আমি শুনতাম যে ফরেক্স অনেক প্রকার পায়ে টাকা উপার্জন করা সম্ভব কিন্তু জানতাম না যে কিভাবে টাকা আয় করতে হবে বা কীভাবেই বা অ্যাকাউন্ট তৈরি।তখন আমি ভাবতাম যে আমার দারা সম্ভব না কিন্তু একদিন দেখি আমার এক ভাই সে এই ফরেক্সে থেকে অনেক টাকা উপার্জন করছে এবং সে এখনো উপার্জন। যাওয়ার পরে আমি তার কাছে গিয়ে আমি তার কাছ থেকেই ফরেক্স শিখারইচ্ছা জানালাম তারপর সে আমাকে আস্তে আস্তে করে ফরেক্সের কিছু নিয়মাবলী এবং কিছু জিনিস শিখাইলো তারপর থেকে সে আমাকে আস্তে আস্তে অনেক কিছুই শিখিয়েছেন যা থেকে আমি এখন ফরেক্স এ কাজ করি এবং উপার্জন করে যাচ্ছি ।
-
আমি সর্বপ্রথম আমার এক বড় ভাইয়ের মুখে ফরেক্সের ব্যাপারে শুনি এবং জানতে পারি যে বেশ কয়েক বছর যাবত ফরেক্স মার্কেটে ব্যবসা করে আসছে এবং সেখান থেকে সে প্রতিমাসে মোটামুটি ভালো অংকের প্রফিট করে থাকে।তার মুখে এসব কথা শোনার পরে আমার ফরেক্স এ ব্যাপারে আগ্রহ বৃদ্ধি পেতে থাকে এবং আমিও যেহেতু অনেক সময় অবসর থাকি তাই তার কাছে ইচ্ছা পোষণ করি ফরেক্স ট্রেডিং করার ব্যাপারে। এবং তার পরেই সে আমাকে ফরেক্সের ব্যাপারে বিভিন্ন পরামর্শ থেকে শুরু করে কিভাবে ফরেক্স মার্কেটে একাউন্ট ওপেন করতে হয়, ভেরিফাই করতে হয় ,ট্রেড ওপেন করতে হয়, ক্লোজ করতে হয় মোটকথা সমস্ত বিষয় গুলো আমাকে বুঝিয়ে বলে এবং শিখিয়ে দেয়।আর এরপর থেকেই তার শেখানো পদ্ধতি মেনে আমি ফরেক্স মার্কেটের ট্রেডিং করে আসছি।
-
আমি কারো কাছ থেকে ফরেক্স শিখিনি।শুধু গুগোলো বাংলাতে ফরেক্স লিখে সার্চ দিয়ে কিছু বাংলাতে ফরেক্স শিখার সাইট পেয়েছিলাম।সেখানে আমি নিয়মিত পড়াশুনা করতে থাকি।আমি আরো বিভিন্ন মূল্যবান তথ্য এই সব সাইটে পেয়েছিলাম যা কেউ ফ্রিতে দিবে না।আবার অক্লান্ত পরিশ্রম আমার সাথে লেগে ছিল।একের পর এক ডেমো ট্রেড করেছালাম।তারপর ফরেক্স শিখা হলো এখনো শিখছি।
-
খুব ভাল লাগল এক ভাই, বিশেষত আপনার ইউএসডিএড বিশ্লেষণে, গতকাল এই জুটিটি হ্রাস পেয়েছে তবে আজ সকালে বুলিশ ধারার ধারাবাহিকতা বজায় রয়েছে বলে মনে করা খুব তাড়াতাড়ি হবে, তবে সেটআপটি ভাল তবে এটির জন্য প্রচুর ধৈর্য দরকার । অডিসের ক্ষেত্রে এই জুটিটি বেয়ারিশ হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে, যদিও আপনি ইতিমধ্যে ব্রেকিংয়ে চলেছেন বলে এই জুটি সম্পর্কে আপনার কোনও চিন্তা করার দরকার নেই
-
ঠিক আছে, একজন সফল ব্যবসায়ী হওয়ার জন্য এর বিস্তৃত জ্ঞানের প্রয়োজন। প্রথমে কোনও ব্যবসায়ীর ফরেক্স ট্রেডিংয়ের বেসিক শিখতে হবে অর্থ সরবরাহ এবং চাহিদা বিষয়গুলি। তারপরে আসে অর্থ পরিচালন, ব্যবসায়ের পরিমাণ, সমর্থন, প্রতিরোধের স্তর ইত্যাদি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণটি হ'ল মৌলিক বিষয়গুলি। মৌলিক কারণগুলি আপনাকে বাজারের সম্ভাব্য গতিবিধি সম্পর্কে পূর্বাভাস দেওয়ার জন্য গাইড করবে এবং আমি মনে করি যে আপনার যদি বাজারের ভাল মৌলিক জ্ঞান থাকে তবে আপনি অবশ্যই এই বাজারটি লাভ করতে সক্ষম হবেন।