-
ফরেক্স মার্কেটে মূলত তিন ধরনের অ্যানালাইসিস করা হয় যথা ১. টেকনিক্যাল অ্যানালাইসিস ২.ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং ৩.সেন্টিমেন্টাল অ্যানালাইসিস। আর এই তিন প্রকার অ্যানালাইসিসের মধ্যে আমার কাছে সবচেয়ে টেকনিক্যাল অ্যানালাইসিসকে পারফেক্ট মনে হয় ফরেক্স ট্রেডিংয়ের ক্ষেত্রে।আর এই ফোরামে নিয়মিত আসলে ফরেক্স সম্পর্কে নানা রকম তথ্য পাবেন। প্রথমে একাই শেখার চেস্টা করুন, তারপর যেখানে সমস্যা হবে সেখানে কারও হেল্প নিতে পারেন, যেমনটা আমি নিজে করি।
-
ফরেক্স মার্কেট এ রয়েছে তিন ধরণের এনালাইসিস।যেমন- টেকনিক্যাল এনালাইসিস,ফাণ্ডাম ন্টাল এনালাইসিস,সেন্টিম ন্টাল এনালাইসিস,এই এনালাইসিস এর সমন্বয়ে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করি।ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য আমি সবচেয়ে বেশি টেকনিক্যাল এনালাইসিস কে বেশি প্রাধান্য দি।এই টেকনিক্যাল এনালাইসিস এর মাধ্যমে আমরা ফরেক্স মার্কেট এ সবসময় ট্রেড করতে পারি।
-
অ্যানালরাইসিস মূলত তিন প্রকার। 1. ফাউন্ডামেটাল এনালাইসিস, 2. টেকনিক্যাল এনালাইসিস, 3. সেন্টিমেটাল এনালাইসিস। বর্তমানে সব থেকে বেশী জনপ্রিয় ও বেশী ব্যবহার হয়ে থাকে টেকনিক্যাল এনালাইসিস। দ্বিতীয়ত, ফাউন্ডামেটাল এনালাইসিস ব্যবহার হয়ে থাকে। তৃতীয়ত সেন্টিমেটার এনালাইসিস ব্যবহার হয়ে থাকে বর্তমান ফরেক্স মার্কেট এ। আমি বেশীর ভাগ টেকনিক্যাল এনালাইসিস ব্যবহার করে থাকি। তারপর ফাউন্ডামেটাল এনালাইসিস ব্যবহার করে থাকি।
-
এনালাইজ তিন ধরনের। টেকনিকেন, ফান্ডামেন্টাল আর সেন্টিমেন্টাল এনালাইজ । আমি দুই ধরনের এনালাইজ শিখার চেষ্টা করতেছি। টেকনিকেন আর ফান্ডামেন্টাল । টেকনিকেন এনালাইজ টা আসলে করা হয় কেন্ডেল দেখে আর ফান্ডামেন্টাল এনালাইজ করা হয় একটা দেশের যাবতীয় নিউজ গুলোর উপর নজর রেখেবিভিন্ন ইকনোমিক্যাল নিউজ বিচার-বিশ্লেষণ করে যে ধরনের এনালাইসিস করা হয় তাকে ফান্ডামেন্টাল এনালাইসিস বলা হয়। টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল এনালাইসিস থেকে প্রাপ্ত জ্ঞান , তথ্য যাচাই-বাছাই করে নিজের মতো করে যে এনালাইসিস করে তাকেই সেন্টিমেন্টাল এনালাইসিস বলে।
-
ট্রেড করে ভাল প্রফিট লাভ করতে হলে অবশ্যই অ্যানালাইসসের কোন বিকল্প নেই আপনার মার্কেট অ্যানালাইসিস জ্ঞান যত বেশি ভাল হবে আপনি তত বেশি নিভূল ভাবে মার্কেট অ্যানালাইসস করে ট্রেডিং সিদ্ধান্ত গ্রহন করতে পারবেন। অ্যানালাইসস মূলত তিন ধরনের হয়ে থাকে যথা ১. টেকনিক্যাল অ্যানালাইসস ২. ফান্ডামেন্টাল অ্যানালাইসস ৩.সেন্টিমেন্টাল অ্যানালাইসস
-
এনালাইসিস মূলত তিন প্রকার। যথা ১.টেকনিক্যাল এনালাইসিস ২. ফান্ডামেন্টাল এনালাইসিস ৩. সেন্টিমেন্টাল এনালাইসিস। তবে এই তিনটির মধ্যে সবচেয়ে বেশি এনালাইসিস করা হয় টেকনিক্যাল এনালাইসিস।। তবে টেকনিক্যাল এনালাইসিস করার সমইয় ফান্ডামেন্টাল এনালাইসিস করা হয়। কারন ফন্ডামেন্টাল এনালাইসিস মার্কেটের অবস্থা পরিবর্তনের জন্য অনেক বড় ভুমিকা রাখে। কিন্তু সেন্টিমেন্টাল এনালাইসিস খুব একটা করা হয় না। কারন এই এনালাইসিস অনেক বিপদজনক।
-
ফরেক্স মার্কেট এ রয়েছে তিন ধরণের এনালাইসিস।যেমন- টেকনিক্যাল এনালাইসিস,ফাণ্ডাম ন্টাল এনালাইসিস,সেন্টিম ন্টাল এনালাইসিস,এই এনালাইসিস এর সমন্বয়ে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করি।ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য আমি সবচেয়ে বেশি টেকনিক্যাল এনালাইসিস কে বেশি প্রাধান্য দি।এই টেকনিক্যাল এনালাইসিস এর মাধ্যমে আমরা ফরেক্স মার্কেট এ সবসময় ট্রেড করতে পারি।এইজন্য আমি টেকনিক্যাল এনালাইসিস কে বেশি প্রাধান্য দি ।ফরেক্স ট্রেড কেউ কাউকে শেখাতে পারেনা। আপনি গুগল সার্চ দিয়ে দেখুন ফরেক্স এর অনেক পিডিএফ পাবেন,অনেক টিউটোরিয়াল পাবেন সেগুলো দেখুন। বিডি পিপ্স থেকে সাহায্য নিতে পারবেন। আর এই ফোরামে নিয়মিত আসলে ফরেক্স সম্পর্কে নানা রকম তথ্য পাবেন। প্রথমে একাই শেখার চেস্টা করুন, তারপর যেখানে সমস্যা হবে সেখানে কারও হেল্প নিতে পারেন, যেমনটা আমি নিজে করি।
-
ফরেক্স ট্রেডারদের জন্য ফরেক্স আনাল্যসিস বা ফরেক্স বিশ্লেষণ খুবই গুরুত্বপূর্ণ। ফরেক্স বিশ্লেষণ ছাড়া ট্রেড করলে লসের সম্মুখীন হতে হয়। ফরেক্স বিশ্লেষণ ছাড়া ট্রেদ করা মানে হল চোখ বন্ধ করে পথ হাতার সমান। ফরেক্স বিশ্লেষণ এর মাধ্যম্যে আমরা বুজতে পারি কোথায় ট্রেড নিতে হবে, কখন নিতে হবে এবং কখন ক্লোজ করতে হবে। ফরেক্সে সবচেয়ে কঠিন কাজ হল আনাল্যসিস করে সঠিক সময়ে প্রফিট নিয়ে মার্কেট থেকে বেরিয়ে আসা। আর ফরেক্স বিশ্লেষণ এটি একজন ট্রেডার তার ফরেক্স ট্রেডিং এর জীবনে শুরু থেকে শেষ পর্যন্ত করে থাকে। তিনভাবে ফরেক্স বিশ্লেষণ করা যায় এগুলো হল-
১। ফান্ডামেন্টাল আনাল্যসিস
২। টেকনিক্যাল আনাল্যসিস
৩। সেন্টিমেন্টাল আনাল্যসিস
ফান্ডামেন্টাল আনাল্যসিস
ফান্ডামেন্টাল আনাল্যসিস হল একটি দেশের অর্থনৈতিক, সামাজিক, এবং রাজনৈতিক শক্তির বিশ্লেষণ করে ফরেক্স মার্কেটের ট্রেড নেওয়া। ফরেক্স ফান্ডামেন্টাল আনাল্যসিস কোন দেশের অর্থনীতির সুদের হার, কর্মসংস্থান, জিডিপি, আন্তর্জাতিক বাণিজ্য উপাদন, পাশাপাশি তাদের সাথে সম্পর্কিত জাতীয় মুদ্রার মূল্য সম্পর্কিত তাদের আপেক্ষিক প্রভাব সহ বিভিন্ন বিষয় নিয়ে বিশ্লেষণ করে। একটি দেশের অর্থনীতির অবস্থা যত উন্নত হবে তত বিদেশী ব্যবসা এবং বিনিয়োগকারীরা সে দেশে বিনিয়োগ করবে। এর ফলে এই সম্পদগুলি অর্জনের জন্য সেই দেশের মুদ্রা কেনার প্রয়োজন হয় ফলে সেই মুদ্রার চাহিদা বৃদ্ধি পায়। উদাহরণস্বরূপ, ধরুন মার্কিন যুক্তরাষ্ট্রের ডলার শক্তি হচ্ছে কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি উন্নতি হচ্ছে। কোন দেশের অর্থনীতির ভাল
টেকনিক্যাল আনাল্যসিস
টেকনিক্যাল আনাল্যসিস একটি কাঠামো যা ফরেক্স ট্রেডাররা উক্ত কারেন্সির মুভমেন্ট বিশ্লেষণ করে ট্রেড করে থাকে। টেকনিক্যাল আনাল্যসিস হল কোন দেশের গতিবিধিগুলি ইতিহাস পর্যালোচনা করে, সূচক দিয়ে এবং অন্যান্য বিশ্লেষণ সরঞ্জাম ব্যবহার করে, বর্তমান মার্কেট পরিস্থিতি এবং সম্ভাব্য দামের গতিবিধি নির্ধারণ করে।
টেকনিক্যাল আনাল্যসি এ দুটি জিনিস তুলে ধরে:
১। ট্রেন্ড সনাক্তকরণ
২। প্রাইস চার্ট অথবা টাইমফ্রেম ব্যবহারের মাধ্যমে সাপোর্ট/রেসিস্টেন্স সনাক্তকরণ
সেন্টিমেন্টাল আনাল্যসিস
সেন্টিমেন্টাল আনাল্যসিস হল ফরেক্স মার্কেটে ট্রেডারদের অবস্থান চিহ্নিত করার করা, চূড়ান্তভাবে তারা কীভাবে চিন্তা করছে তা বোঝার এবং কীভাবে এর সুবিধা নেবে সে সম্পর্কে বিশ্লেষণ করা। মুলত সেন্টিমেন্টাল আনাল্যসিস হল ফান্ডামেন্টাল আনাল্যসিস এবং টেকনিক্যাল আনাল্যসিস এর সমন্বয়ে বর্তমান ট্রেডারদের অবস্থান বিবেচনা করে নিজের অনুভূতি ব্যবহার করে মার্কেটে ট্রেড করা।
-
ফরেক্স মার্কেট এ তিন ধরণের এনালাইসিস রয়েছে।যেমন- টেকনিক্যাল এনালাইসিস,ফাণ্ডাম ন্টাল এনালাইসিস,সেন্টিম ন্টাল এনালাইসিস,এই তিন দরনের এনালাইসিস এর সমন্বয়ে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করি।ফরেক্স মার্কেট এ ট্রেড করার ক্ষেত্রে আমি সবচেয়ে বেসি টেকনিক্যাল এনালাইসিস কে বেসি প্রাধান্য দি।টেকনিক্যাল এনালাইসিস এর মাধ্যমে আমরা ফরেক্স মার্কেট এ সবসময় ট্রেড করতে পারি।তাই আমি টেকনিক্যাল এনালাইসিস কে বেসি প্রাধান্য।ফরেক্স মার্কেটে মূলত তিন ধরনের অ্যানালাইসিস করা হয় যথা ১. টেকনিক্যাল অ্যানালাইসিস ২.ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং ৩.সেন্টিমেন্টাল অ্যানালাইসিস। আর এই তিন প্রকার অ্যানালাইসিসের মধ্যে আমার কাছে সবচেয়ে টেকনিক্যাল অ্যানালাইসিসকে পারফেক্ট মনে হয় ফরেক্স ট্রেডিংয়ের ক্ষেত্রে।
-
অ্যানালাইসিস মূলত তিন প্রকার। ১। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ২। টেকনিক্যাল অ্যানালাইসিস ৩। সেন্টিমেন্টাল অ্যানালাইসিস। যার যে নিয়ম পছন্দ হয়ে সে সেভাবে ট্রেড করে থাকে। সেটা নির্ভর করে নিজের পছন্দ ও রুচির উপর। তবে ট্রেড ওপেন করার আগেই যা ভাবার ভেবে নিতে হয়। তানাহলে ট্রেড ওপেন করে পরে ভুল বুঝতে পারলেও আর কিছুই করার থাকেনা। আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য টেকনিক্যাল এনালাইসিস কেই বেশী প্রাধান্য দিয়ে থাকি।এর মাধ্যমে আমি ফরেক্স মার্কেট এ ভালোভাবে ট্রেড করে আয় করতে পারি।তাই আমি টেকনিক্যাল এনালাইসিস কেই বেশী প্রাধান্য দিয়ে তাহকি।