ফরেক্স এ ক্ষতির কারণ হল ইমোশনাল বা লোভ । যেমন আপনি মার্কেট দেখতেছেন হঠাৎ দেখলেন কিছু বোঝার আগেই মার্কেট হয়ত অনেক বেশী আপ এ দিকে চলে যাচ্ছে বা মার্কেট ডাউন এর দিকে যাইতেছে তখন আপনি কিছু না বুজেই সেদিকে একটা ট্রেড ওপেন করলেন হয়ত তখন ই আপনি লস করে ফেললেন । আর একটা হল ভয় কারণ আপনি হয়ত লস করতে করতে আর সাহস পাচ্ছেন না ফরেক্স এ আসতে ।