ফরেক্স অনেকেই প্রথমদিকে কিছুটা লাভ করে থাকে। কিন্তু লোভে পড়ে অনেকেই কাজ শেখার প্রতি গুরুত্ব না দিয়ে ইনকামের প্রতি গুরুত্ব দেয়ার কারণে পরবর্তীতে অনেক ধারাবাহিক করে থাকে।
Printable View
ফরেক্স অনেকেই প্রথমদিকে কিছুটা লাভ করে থাকে। কিন্তু লোভে পড়ে অনেকেই কাজ শেখার প্রতি গুরুত্ব না দিয়ে ইনকামের প্রতি গুরুত্ব দেয়ার কারণে পরবর্তীতে অনেক ধারাবাহিক করে থাকে।
ফরেক্স অনেকে কিছুটা লাভ করে থাকে প্রথম দিকে। আর এই সুযোগে অনেককেই দেখা যায় কাজ না শিখে শুধুমাত্র ইনকামের প্রতি গুরুত্ব দিয়ে থাকে। কিন্তু কাজ না শিখায় কখনো আরেকজন সফলতা লাভ করা সম্ভব নয়।
ফরেক্সে প্রথম দিকে অনেকেই যদিও কিছুটা লাভ করে থাকেন। পরবর্তীতে অনেকেই লসের পরে লস করতেই থাকেন। এর একটাই মাত্র কারণ কাজ পুরোপুরি না শিখে নিয়মিত এবং অনিয়ন্ত্রিত ট্রেড করা।
আমরা জানি কিছু অর্জনের চেয়ে সেটা টিকিয়ে রাখা বেশি কঠিন ।যে এ কাজটা ধরে রাখতে পারবে সেই ফরেক্সে এক মাত্র টিকে থাকতে পারবে ।তাই আমরা অনেক সময় বেসি কিছু না জেনেও প্রথম দিকে ভাল আয় করতে পারব।কারণ লাভ লস ফরেক্স এর ই অংশ কিছু ত্রাদের হিসেবে যা করতে হবে তা হলো লাভ কে লস এর চেয়ে বেশি পরিমানে করতে হবে.যাতে দিন শেষে আপনার প্রফিট এর ধাত ভারী হতে পারে।
আপনার মতের সাথে আমি সম্পূর্ণ একমত হতে পারলাম না। হয়তো অল্প কিছু সংখ্যক ট্রেডার আছে যারা প্রথম অবস্থায় মোটামুটি খুব ভাল প্রফিট করতে পারলেও মার্কেটে টিকে থাকতে পারে না।আবার এমন অনেক ট্রেডার আছে যারা প্রথম অবস্থায় কোন প্রকার লাভের দেখা না পেয়েই অতিরিক্ত লস করার এর মাধ্যমে ব্যালেন্স জিরো করে ফেলে।কারণ প্রথম অবস্থায় ম্যাক্সিমাম ট্রেডার ফরেক্স সম্পর্কে প্রপার ধারণা ও জ্ঞান অর্জন না করে দ্রুত লাভের আশায় ট্রেডিং শুরু করে এবং এই সময়ে যারা প্রফিট করতে পারে তারা পরবর্তীতে মনে করে সে অনেক কিছু শিখে ফেলেছে কিন্তু এই ধারণাটি ভবিষ্যতে তার জন্য বড় ধরনের লোসের কারণ হয়ে দাঁড়ায়।
হ্যা ফরেক্স শুরুতে অনেকেই প্রফিট করে কথাটা সঠিক আমি নিজেও প্রথম প্রথম প্রফিট করেছি তবে সেই প্রফিট আসলে বেশি সময় ধরে রাখা যায় না। ফরেক্স মার্কেট অনেক সময়ই রেন্জিং অবস্হায় থাকে সেক্ষেত্রে আমরা ট্রেড করলে তা কিছুটা লসে থাকলেও পরে ঠিকই প্রফিট আসে। তবে চিন্তার বিষয়টা হলো পরে কারন মার্কেট যখন রেন্জিং অবস্হার ব্রেকআউট করে তখন ট্রেন্ডলি চলতে থাকে সেক্ষেত্রে ট্রেড যদি ট্রেন্ডের বিপরীতে থাকে তখন লস বাড়তেই থাকে আর একাউন্ট খালি হয়ে যায় আর এখানেই মুলত নতুন ট্রেডাররা লস করে থাকে।
ফরেক্স মার্কেট এ যারা নতুন ট্রেড করে তারা ট্রেড করে অনেক বেসি আয় করতে পারে।কিন্তু ধিরে ধিরে তারা ফরেক্স মার্কেট এ ট্রেড করে আয় করা থেকে দুরে সরে যাই।আমিও ফরেক্স মার্কেট এ নতুন অবস্থাই ট্রেড করে অনেক আয় করেছি।কিন্তু পরবর্তীতে আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করে আর আয় করতে পারি নাই। প্রথমে যখন লাভ করবেন লোভে পরে লট দ্বিগুন করবেন এবং পরবর্তী ট্রেডে লস করতে পারেন।তাই শুরুতে প্রফিট করলে উৎফুল্ল না হয়ে ধৈর্য্য ধরে ফরেক্স শিখে ট্রেড করার চেষ্টা কররুন।
আসলে এটি ভূল ধারনা যে ফরেক্সে প্রথম প্রথম প্রফিট হয় এর পর বড় ধরনের লসের মাধ্যমে ফরেক্স থেকে বিদায় নিতে হয়। একটি খথা অবশ্যই আমাদের মনে রাখা উচিত যে ফরেক্স মার্কেট কেউ চাইলেই নিয়ন্ত্রন করতে পারে না। আমার কাছে মনে হচ্ছে আমরা যাই ট্রেড করি না কেনে আমাদের পুঁজির উপর আমাদের কে ব্রোকার বোনাস দেই।জানিনা কোন ভাবে ট্রেড করলে আমি ফরেক্স মার্কেট থেকে ভালো আয় করতে পারবো।
ফরেক্স মার্কেট শুরুতে সবাই অনেক প্রফিট করে এই কথাটা আসলে আমার জানা নেই,যদিও ফরেক্স মার্কেট এ ভাল আয় করা যায়।আমি যতটুকু বিশ্বাস করি শুরুতে বেশি প্রফিট করার কথা না,কেননা প্রথম অবস্তায় ট্রেডার কম দক্ষ হয়ে থাকে,ধীরে ধীরে ট্রেডার দক্ষ হয়ে উঠে সুতরাং আমার বিশ্বাস শুরুতে কম প্রফিট হওয়ার কথা।
সাধারণত অনেকে ফরেক্স শুরুতে লস করে থাকেন। কিন্তু ফরেক্সে শুরুতেই যে সকল ট্রেড আলাপ করে দেখেন তার মানে বুঝতে হবে ফরেক্স বিষয়ে পরিপূর্ণ জ্ঞান ও অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে। ডেমো একাউন্টে যথেষ্ট পরিমাণ অনুশীলন করা হয়েছে যার ফলশ্রুতিতে শুরুতেই লাভ অর্জন করা সম্ভব হয়েছে। তবে এই ধারাবাহিকতা ধরে রাখতে হবে তাহলে ফরেক্সে টিকে থাকা সম্ভব আর প্রতিটি ট্রেড করার পূর্বে অবশ্যই সকল ধরনের নিয়ম মাফিক ট্রেড করতে হবে।