-
ফরেক্স ট্রেড করতে প্রয়োজন হয় কম্পিউটারের, ল্যাপটপের অথবা ভালো উইন্ডোজ মোবাইলের। এগুলোর যেকোন একটা ইন্টারনেট কানেকশনসহ থাকতে হবে।কিছু ইন্টারনেট ডলার প্রয়োজন হবে যা ফরেক্সে ডিপোজিট করতে হয়।এই ডলার যারা অনলাইনে কাজ করে তাদের কাছ থেকে কেনা যায়।আর প্রয়োজন হবে উপযুক্ত ডকুমেন্ট। মানে ট্রেডিং অ্যাকাউন্ট খুলে তা ভেরিফাই করার ডকুমেন্টস।
-
ফরেক্স ট্রেড করতে হলে খুব বেশী কিছুর প্রয়োজন নেই একটি কম্পিউটার, নেট কানেকশন আর সবচেয়ে গুরুত্বপুণ্য বিষয় হচ্ছে ফরেক্স সম্পর্কে খুব ভালো ধারণা মনে রাখতে হবে ফরেক্স একমাত্র দক্ষদের প্লাটফর্ম এই গুনটি ছাড়া ভালো ট্রেড করার বিকল্প কোন রাস্তা নেই, অনেকেই ফরেক্স এ তাড়াহুড়া করে লোভের বসে ট্রেড করে ফরেক্স কে গুডবাই জানাতে হয় কারণ ফরেক্স বিষয়ে অভিজ্ঞতার অভাব। তাই ফরেক্স কি ভালোভাবে জানুন বুঝুন তারপর ট্রেড করেন ।
-
ফরেক্স এ কাজ করার জন্য তেমন কিছুর দরকার হয় না তবে সাধারন সব অন লা্নে কাজ করার জন্য যেমন িএকটা দ্রুত গতির ্ন্টারনেট সম্বলিত কম্পিউটার আর ফরেক্স সম্পর্কে প্রাথমিক ধারনা আর সল্প পুজি। ফরেক্স িএ ট্রেড করার জন্য আর একটা গুরুত্বপূর্ণ জীনিস হল ধোর্য। আমার মনে হয় সাধারন ভাবে ফরেক্স এ ট্রেড করার জন্য এটা্ই ভালো পদ্ধতি।
-
ফরেক্সে ট্রেড করতে প্রথম প্রয়োজন নিজেকে সাজানো । এই সাজটা হওয়া প্রয়োজন এমন ; ধৈর্যশীল , পরিশ্রমী , মেধাবি , শিক্ষিত , আত্মবিশ্বাসী । এসব গুন না থাকলে ফরেক্সে সফল হওয়া কষ্টকর । ফরেক্স ট্রেডিং করতে গেলে অনেক জানা প্রয়োজন। কখন ট্রেড এর ভাল সময় , কখন ট্রেড করলে লাভ হয় , স্টপ লস , টেক প্রফিত কি। এসব জানতে স্টাডি করতে হয় । সেই সাথে ডেমো ট্রেডিং করে অভিজ্ঞতা অর্জন করতে হয় ।
-
ফরেক্স ট্রেড করতে আপনাকে তেমন কিছুই দরকার হবে না, কিন্তু আপনাকে ফরেক্স সম্পর্কে পুরনাঙ্গ জ্ঞান থাকতে হবে। তারপর আপনি ডেমোতে প্র্যাকটিস করলেই হবে এবং এনালাইসিস করতে হবে খুব ভাল করে। ধন্যবাদ
-
ফরেক্স করতে হলে আগে যেটা বেশি দরকার তা হল একটি কম্পিউটার ও ইন্টারনেট সংযোগ এই গুলা হল বেসিক তার পর দরকার হছে, ফরেক্স সম্পর্কে জানতে হবে আপনি যদি না জানেন ফরেক্স সম্পর্কে তাহলে ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারবেন ন বা ট্রেড করতে বর ধরনের লস খাবেন। তারপর আপনাকে ফরেক্স সম্পর্কে ভালভাবে জ্ঞান অর্জন করতে হবে। ফরেক্স করতে গেলে আপনাকে ফরেক্স মার্কেটের আনালাইসিস করা জানতে হবে,
-
ফরেক্স মার্কেটে ট্রেড করতে আপনারা যেটা সবচেয়ে দরকার সেইটা হল একটা কম্পিউটার আর ইন্টারনেট সংযোগ। ফরেক্স করতে গেলে আগে আপনাকে ফরেক্স মার্কেট সম্পর্কে ভাল ভাবে জানতে হবে । ফরেক্স সম্পর্কে না জানলে আপনি ফরেক্স করে লাভ করতে পারবেন না । ফরেক্স এ ট্রেড করলে আপনি লস খাবেন । তাই লস না হতে চাইলে ফরেক্স আর ডেমো অ্যাকাউন্ট এ কাজ করতে হবে অনেক দিন টা হলে আপনি সফল হতে পারবেন।
-
মইনুদ্দিন আহ্মেদ
ফরেক্স এ ত্রাদ করতে হলে সব চাইতে বেশি দরকার অভিজ্ঞতা । কাজ না করলে এতা আসবে কোথা থেকে ? তাই আগে ফরক্স মারকেত সম্পরকে পড়ালেখা করে জানতে হবে, কি ভাবে ত্রাদ করতে হয়, কি ভাবে বাই দিতে হই, কি ভাবে সেল দিতে হয়, যত পরবে তত জানবে, আর কাজের অভিগতার জন্ন ডেমো তে হিসাব খুলে ত্রাদ করতে হবে, মনে করতে হবে রিএল ত্রাদ করছি, ৬ / ৭ মাস এই ডেমো হিসাবে ত্রাদ করলে অনেক অভিগতা অর্জন করা কাবে। তারপর অল্প পুজি দিয়ে শুরু করা। এর বাইরে ও মানি মেনেজমেন্ত সম্পরকে জানা, কি ভাবে এনালাইসিস করে জানা, এ সব জানলে কাজ শুরু করা যাবে। আর লাগ্বে একটা কম্পিউটার / ল্যাপটপ সঙ্গে হাই এস্পিদ নেট সংজগ।
-
আপনার ইন্টারনেট কানেকশনসহ একটি পিসি অথবা উইন্ডোজ মোবাইল আছে? তাই যথেষ্ট।ফরেক্স ট্রেড করতে হলে সর্বপ্রথম আপনাকে কোনো একটি ফরেক্স ব্রোকারের সাথে অ্যাকাউন্ট ওপেন করতে হবে ও তাতে ডিপোজিট করতে হবে। অ্যাকাউন্ট খুব সহজেই ২ মিনিটে অনলাইনে ওপেন করা যায়। আপনি বিভিন্ন অনলাইন মুদ্রা যেমন পেপাল, অ্যালার্ট পে, লিবার্টি রিজার্ভ ইত্যাদি দিয়ে তাৎক্ষণিক আপনার আকাউন্টে ডিপোজিট করতে পারেন ও ফরেক্স ট্রেড করা শুরু করতে পারেন।
-
ফরেক্স এ ট্রেড করতে হলে আপনার মূলত প্রথমে দরকার হবে একটি ডেক্সটপ বা লেপটপ ও ইন্টারনেট তাহলেই আপনি ফরেক্স শুরু করতে পারবেন এবং ট্রেডিং করতে পারবেন কিন্তু আমি বলবো আপনার নতুন অবস্থায় রিয়েট ট্রেড না করায় ভালো করন আপনি এই ট্রেড শুরু করলে আপনি লস খাওয়ার সম্ভবনা বেশি থাকে তাই আমি বলবো যে ফরেক্স শুরু করেন এবং ভালো করে জ্ঞান অর্জণ করুন তারপর ফরেক্স এ রিয়েল ট্রেড করুন।