আমার ট্রেডের কোনো ঠিক ঠিকানা নেই। মার্কেট বুঝে ট্রেড করি। কোনো দিন সকালে ট্রেড করা হয়, কোনো দিন দুপুরে ট্রেড করা হয়, কোনো দিন করা হয় সন্ধ্যায় আবার কোনো দিন হয় রাতে। নিজে যখন সময় বের করতে পারি তখন করি। তবে সন্ধ্যার পরেই বেশি ট্রেড করা হয়।
Printable View
আমার ট্রেডের কোনো ঠিক ঠিকানা নেই। মার্কেট বুঝে ট্রেড করি। কোনো দিন সকালে ট্রেড করা হয়, কোনো দিন দুপুরে ট্রেড করা হয়, কোনো দিন করা হয় সন্ধ্যায় আবার কোনো দিন হয় রাতে। নিজে যখন সময় বের করতে পারি তখন করি। তবে সন্ধ্যার পরেই বেশি ট্রেড করা হয়।
ফরেক্স মার্কেট হচ্ছে এমন একটি জায়গা, যেখানে সাপ্তাহে ৫দিন ২৪ ঘন্টার যে কোন সময় ট্রেড করা যায়। তাই তো প্রতিটি ট্রেডার তার সুবিধা মত সময়ে ট্রেড করে থাকে। আমি সাধারণ বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত ট্রেড করি। কারণ এ সময় বাজারের মুভমেন্ট ভাল থাকে। তাই খুব কম সময় ব্যয় করে লাভ করা যায়।
আমি দিনে ২ থেকে ৫ ঘন্টা আর রাতে ৪ থেকে ৫ ঘন্টা কাজ করে থাকি ।
আমি সবসময় ট্রেড করতে পছন্দ করি না।এজন্য বিশেষ বিশেষ সময়ে ট্রেডিং করি।আমি বেশি বেশি মুভমেন্ট যেই সময়গুলোতে হওয়ার চান্স থাকে তখন ট্রেড করি।সচরারচর দুপুরবেলা থেকে শুরু করে অনেক রাত পর্যন্ত মার্কেটের মুভমেন্ট ভালো থাকে বলে এই সময়গুলোতে ট্রেড করি।
আমি সাধারণত রাতে ট্রেড করি এবং সময় পেলে দিনেও বসে পরি আমি ডেমো অনুশীলন করছি এখনও রিয়েল শুরু করি নাই, তাই যখন সময় পাই তখনই প্রাকটিস করি। আমার জানা মতে ফরেক্স ট্রেড দিন ও রাতের যে কোন সময় করা যায় তবে বাংলাদেশের সময় অনুযায়ী দুপুর ২ টা থেকে রাত ১০ টার মধ্যে করাটাই বেটার, কিন্তু বাধ্যতামূলক নয়।
এত দিন ডেমো ট্রেড করে এসেছি কোন প্রকার নির্দিষ্ট সময় ছাড়া যখন সময় পেয়েছি তখন ট্রেড অপেন করেছি তবে আপনাকে অবশ্যই মার্কেট এর হাই ইম্পেক্ট এর সময় ট্রেড না করা ভাল কারন ওই সময় মার্কেট যেকোন দিকে ঘুরে যেতে পারে।তবে আমার মতে রাত এ ট্রেড করা ভাল কিন্তু আপনি চাইলে দিনেও ট্রেড করতে পারেন কারন রাত এ আমাদের মার্কেট বন্ধ কিন্তু ওই সময় ওদের মার্কেট অপেন হয় আর তাই রাতএ মার্কেট বেশি উঠানামা করে।
ফরেক্স মার্কেটের সব দিকের সুবিধা মিলেই আজকের এই যুগে ফরেক্স এত জনপ্রিয়। ফরেক্স মার্কেটে আমরা সবাই নিজেদের ইচ্ছা মত সময় বেছ নিয়ে ট্রেড করতে পারছি। এটা ফরেক্স মার্কেটের অতুলনীয় সুবিধা । এই সুবিধার কারনে আজ চাকরি জীবী থেকে প্রফেশনাল এমন কি ছাত্রদের পক্ষেও ফরেক্স ট্রেড করা সম্ভব হয়েছে। আমি ফরেক্স এ প্রচুর সময় দেই। এবং আমি রাতে একটু বেশি ট্রেড করি তাতে মার্কেটের একটা ভালো মুভমেন্ট থাকে ।
আমি ফরেক্সে বিভিন্ন সময় কাজ করে থাকি। আমি বেশির ভাগ সময় বাংলাদেশ সময় রাত ২ - ৪ টা এবং সকাল ৭-১ টা পর্যন্ত কাজ করে থাকি। ধন্যবাদ।
আমি একজন ছাত্ত্র সেহেতু আমাকে ফরেক্স বাবসা করতে হলে রাতে করতে হবে তাই আমি রাতে ফরেক্স বাবসা করব ভাবছি এটা আমি জন্য ভাল হবে
সপ্তাহের ৫ দিন যেকোনো সময় ট্রেড করা যায় । আমাদের ট্রেড করার সময় এক একজনের ক্ষেত্রে এক এক রকম । যার যার সুবিধামত সময়ে আমরা ট্রেড করি । তবে বাংলাদেশ সময় বিকাল ৩ তা থেকে রাত ১২ টা পর্যন্ত সময়ে আমি ট্রেড করতে বেশি পছহন্দ করি । এই সময়টা টে আমি ফ্রি থাকি আর এটাই আমার কাছে ভাল সময় মনে হয় ।