ডেমো ট্রেড আমি যখন করতাম সেই সময় আমি অনেক প্রফিট করেছি মাঝে মধ্যে লসও করেছি তবে রিয়াল মার্কেটে লস করলে যতটা কষ্ট হয় ডেমো অ্যাকাউন্টে লস করলে ততটা কষ্ট পেতাম না কারন ডেমো অ্যাকাউন্টের ব্যালেন্সতো আর আমার নিজের ডিপোর্জিট করা ডলার না। তবে আমি মনে করি ডেমোতে যারাই ট্রেড করুক না কেন সকলেরই ছোট ছোট লটে ট্রেড করার অভ্যাস তৈরি করা উচিত। ডেমো প্র্যাকটিস করাটা একজন ট্রেডারের নতুন অবস্থায় অবশ্যই দরকার। তবেই সে ফরেক্সে দক্ষ ও অভিজ্ঞতা লাভ করবে আপনার দক্ষতার সাথে মুনাফা অনেকাংশে নির্ভর করে। আপনাকে ফরেক্স এ টিকে থাকতে হলে মুনাফা অর্জন করতে হলে অবশ্যই ডেমো প্যাকটিস করতে হবে।