হ্যা আমি নিজেই মোবাইল থেকে ফোরামে কাজ করি,কখনো প্রব্লেম ফেস করিনি।আমি ফরেক্স ট্রেডিং ও মোবাইলে করে থাকি কিছু ইন্ডিকেটর ব্যবহার করা যায় না এই ধরনের কিছু পবলেম হয়।
Printable View
হ্যা আমি নিজেই মোবাইল থেকে ফোরামে কাজ করি,কখনো প্রব্লেম ফেস করিনি।আমি ফরেক্স ট্রেডিং ও মোবাইলে করে থাকি কিছু ইন্ডিকেটর ব্যবহার করা যায় না এই ধরনের কিছু পবলেম হয়।
অবশ্যই আপনি মোবাইল দিয়ে কাজ করতে পারবেন তাছাড়া আপনার লাগবে অ্যানড্রোইড মোবাইল ফোন লইলে কিন্তু আপনি মোবাইল দিয়ে কাজ করতে পারবেন না , এবং আপনি অআশ্যই অবশ্যই দেখে নিবেন আপনার অ্যানড্রোইন ফোনে বাংলা সাপোর্ট করে এমন ফোন, মোট কথা ভাল একটি মানস্মত ফোন নিলে অল সাইডে কাজ করা যাবে
হ্যা মোবাইল থেকে ফরেক্সে কাজ করা যায়। মোবাইলে লিখতে দেরি হলেও যাদের ল্যাবটব বা পি,সি নেই তারা এন্ড্রায়িড ফোন দিয়ে এটা করতে পারবেন।
ধন্যবাদ
হ্যা ভাই আপনি মোবাইল, ট্যাব কিংবা অন্যান্য যে কোন ডিভাইজের মাধ্যমে ফোরামে পোষ্ট করতে পারবেন তাতে কোন সমস্যা নেই। তবে আপনার ফোরাম একাউন্ট যেন একটাই হয় সেদিকে খেয়াল রাখতে হবে নতুবা আপনার একাউন্ট ডিজেব্যেল হবার সম্ভাবনা থাকবে। সুতরাং ফোরামের সব নিয়মগুলো মেনে কাজ করতে পারলেই আশা করা যায় কোন প্রকার সমস্যায় পড়তে হবে না।
মোবাইল দিয়ে না হবার বিশেষ কোন কারণ দেখি না। আমি যদিও কখনও করি নি কিন্তু এমন অনেকজনকে চিনি যারা মোবইল ডিভাইস ব্যবহার করে ফোরাম ব্যবহার করে থাকে। তবে আমার কাছে মনে হয় কম্পিউটার দিয়ে যে রকম ভাবে সহজে সব ফিচার ইউজ করা যায় তা মোবইলে সহজ নাও হতে পারে।
আমরা জানি ফরেক্স ফোরাম এ আমরা আমাদের মোবাইল থেকেও পোস্ট করতে পারি । সেই জন্য আমাদের ভালো মানের স্মার্ট ফোন দরকার হবে এবং যেহেতো ফরেক্স ফোরামে আমরা বাংলায় পোস্ট করি ওই মোবাইল এ বাংলা লেখার সুবিধা থাকা বাঞ্চনীয় । তবে ফরেক্স ফোরাম এ পোস্ট করার জন্য ল্যাপটপ বা পিসি ই বেশি সুবিধা জনক । তবে আমরা চাইলে আমাদের স্মার্ট ফোন দিয়ে ফরেক্স এ ট্রেড করতে পারি আমাদের শুধু সংশ্লিষ্ট অপ্প্লিকেশনটি ডাউনলোড করে নিতে হবে ।
মোবাইল ডিভাইস দ্বারা ফোরামে পোস্ট করা যায় কোন প্রবলেম নেই। এছাড়া মোবাইল ডিভাইস দ্বারা ট্রেডিং ও করা যায়। মোবাইল যেহেতু পকেটে নিয়ে ঘোরা যায় সেহেতু অনেক সুবিধা পাওয়া যায়। পিসি অথবা মোবাইল ডিভাইস দ্বারা পোস্ট করা যাবে যে যেটায় স্বাচ্ছন্দ্যবোধ করে।
মোবাইল দিয়েও ফোরামে পোষ্ট করা যায়।ফোরামের বোনাস দিয়ে ফরেক্স ট্রেড করলে আলাদা ইনভেস্ট করা লাগে না।পোষ্ট পিসিতে করলে সুবিধা বেশী।কারণ এটা সময় সাশ্রয়ী । অনেক দ্রুত পোষ্ট করা যায়।ভূল কম হয়।তবে আমি ছাএী আর আমার কাছে পিসি নাই তাই মোবাইল দিয়েই পোষ্ট করি।তাতে আমার কোন সমস্যা হয়না
অবশ্যই যায় মোবাইল থেকে ফোরামে কাজ করা। কেননা মোবাইলে কাজ করা এখন খুবই ভালো একটি মাধ্যম বলা যায়। মোবাইলে ফোরাম পোস্টিং করা যায় যে কোন যায়গায় বসেই। এখন বর্তমান সময়ে আমাদের দেশের অধিকাংশ মানুষের হাতেই আছে স্মার্ট ফোন সেই সাথে আছে ভালো মানের গতি সম্পন্ন ইন্টারনেট ব্যবস্হা। আর ফরেক্সে এবং ফোরামে কাজ করতে গেলে এগুলোই প্রয়োজন হয় তাহলে আর সমস্যা কোথায়? এখন আরও সহজ মাধ্যম হলো এগুলো। এখন আর ঘরে বসেই পোস্ট করার প্রয়োজন হয় না। সময় পেলেই যে কোন যায়গায় বসেই পোস্ট এবং ট্রেড করা সম্ভব। তাই মোবাইল ফোরাম পোস্টিং এবং ট্রেডিং এর জন্য জনপ্রিয় একটি মাধ্যম বলা যায়।
আপনি চাইলে মোবাইল এর মাধ্যমে ফোরাম করতে পারেন।তবে এতে পোস্টিং করা অনেক কষ্ট কর।তবে আপনি খুবই সুন্দর ফরেক্স মার্কেট এ ট্রেড করতে পারেন।আপনি যে খানে জান সে খানেই মোবাইল এর মাধ্যমে ট্রেড করতে পারবেন।আমি মোবাইল এর মাধ্যমে ফরেক্স মার্কেট এ ট্রেড করি কিন্তু ফোরাম করি না।কারণ মোবাইল এর মাধ্যমে আমি ফোরাম করতে পারি না।এটা অনেক কষ্ট কর।তাই আমি মনেকরি ফোরাম করার জন্য কম্পিউটার এর ছেয়ে ভালো আর কিছু নাই।