-
প্রত্যেক অভিজ্ঞ ট্রেডারদের কমহলেও একটি ডেমো একাউন্ট থাকে। তারা মাঝে মাঝে এই ডেমোতে ট্রেড করে পরীক্ষা নিরিক্ষা করেন। কারন ডেমোতে কোন টাকা কাটেনা। তাই মার্কেট পরীক্ষা করতে গিয়ে একাউন্ট জিরো হয়ে গেলেও কোন ক্ষতি হয়না। আপনি ঠিকই বলেছেন।ফরেক্সে অভিজ্ঞ হওয়ার জন্য রিয়েল ট্রেডের পাশাপাশি ডেমো ট্রেড চালিয়ে যাওয়া অনেব ভালো।এতে করেরে ট্রেডে অনেক ভালো ধারনা তৈরী হয়।যেকোন স্ট্রাটেজি ডেমোতে টেস্ট করে রিয়েলে অ্যাপ্লাই করার সুযোগ থাকে।তাই আমার মতেও রিয়েল ট্রেডের পাশাপাশি ডেমো ট্রেড করে যেতে হবে দীর্ঘদিন পর্যন্ত।এবং ভুল ত্রুটি শুদ্রে নিতে পারেন। তাই আমার মনে হইয় সবার একটি ডেমো একাউন্ট আজীবন থাকা উচিত।
-
রিয়েল এবং ডেমো দুটো পাশাপাশি ট্রেড করা। এবং এতে আপনার লাভ হবে। কারণ রিয়েল ট্রেড এ বেশী রিস্ক নেওয়া ঠিক নয়। নতুন স্ট্রেটেজি আপনি ডেমো ট্রেড এ এপ্লাই করে যখন লাভবান হবেন তখন রিয়েল ট্রেড এ এপ্লাই করবেন। তাহলে আপনার লসটাও কম হবে। আর যদি শুধু রিয়েল ট্রেড এ রিস্ক নেন তাহলে শুধু আপনার লস হবে। আর আপনি একমাত্র অভিজ্ঞতা অর্জন করতে পারবেন ডেমো ট্রেড করে সুতরাং ডেমো ট্রেড করাটা জরুরী রিয়েল ট্রেড এর সাথে।ফরেক্স মার্কেট সম্পর্কে প্রথম জানলাম সেই সময় আমি ফরেক্সের ডেমো ট্রেডিংয়ের মাধ্যমে আমার ফরেক্স ট্রেডিংয়ের উপর দক্ষতা এবং অভিজ্ঞতা বাড়িয়ে নেওয়ার জন্য নিয়মিত ডেমো ট্রেডিংয়ে ট্রেড করতাম কিন্তু এখন আমি মনে করি আমি ফরেক্স ট্রেডিংয়ের উপর যথেষ্ট দক্ষতা এবং অভিজ্ঞতা লাভ করতে পেরেছি সেই কারনে এখন আমি শুধু রিয়াল মার্কেটেই ট্রেড করি।রিয়েল এবং ডেমোতে এখনো ট্রড করি। আমি প্রতবিার মার্কেটের অবস্থা বোঝার জন্য আগে ডেমো অ্যাকাউন্টে ট্রেড করে কনফার্ম হোয়ে নি তারপর আমার রিয়েল অ্যাকাউন্টে ট্রেড করি। ।তে আমার সময় একটু বেশি ই রাগে কিন্তু সুবিধা হোচ্ছে কোন লস হয় না। আগে াসেক লস কোরেছি না বুঝে এখন আর লস করার কোন চান্স নাই।
-
ট্রেডিং এ উপ্পার্জন করতে হলে রিয়েল ট্রেড এবং ডেমো ট্রেড উভয়টি ই করতে হবে.এই দুটি একাউন্ট পর্যায়ক্রমিকভাবে পরিচালিত করতে হয়.প্রথমে ডেমো ট্রেড করতে হয় এবং ডেমো ট্রেড করার পর রিয়েল ট্রেড করতে হয়.ডেমো ট্রেড করে অভিজ্ঞ হলে তারপর রিয়েল ট্রেড করতে হয় যাতে রিয়েল ট্রেড এ সফল হতে পারে.তবে দুটি করতে হবে.একজন নতুন ফরেক্স ট্রেডার,বর্তমান এ আমি একজন ডেমো একাউন্ট ট্রেডার,আমি ২ মাস যাবত ডেমো অনুশীলন করছি,ইচ্ছা আছে ৬ মাস ডেমো ভালো ভাবে অনুশীলন করার পর রিয়েল ট্রেড এ অংশগ্রহন করবো,আমি যানি ডেমো ফরেক্স এর মেইন পার্ট,ডেমো অনুশীলন ছাড়া ফরেক্স হতে সফলতা অর্জন সম্ভব নয়।ফরেক্স এর নতুন ট্রেডার হিসেবে যোগদান করি তখন শুধুমাত্র ডেমো ট্রেডিং করতাম আমি ডেমো রিয়েল দুটোই করি। ডেমো থেকে অনেক কিছু শিখা যায়। নতুনদের জন্য ডেমোর কোন বিকল্প নাই। তবে আমরা ডেমোতে বেশি দিন করতে চাই না কারন, ডেমোর প্রফিট তুলতে পারি না। ডেমোতে রিয়েল ট্রেডের মত ইমোশন কাজ করে না, তাই ডেমোতে যতই প্রফিট হোক না কেন, রিয়েলে তার প্রয়োগ ঘটে না।
-
ফরেক্স ট্রেডিং শিখার জন্য প্রথমে একজন ট্রেডার ডেমো ট্রেডিং করতে পারে। ডেমো ট্রেডিং একটি দীর্ঘ সময় যাবত নির্দিষ্ট স্ট্র্যাটেজি ব্যবহার করে করলে ট্রেডিং শিখা যায়।আবার রিয়েল ট্রেডিংয়ের পাশাপাশি ডেমো ট্রেডিং করা উচিত নয় কারন এতে অভিজ্ঞতা বাড়তে পারে কিন্তুু রিয়েল ট্রেডের ক্ষতি হতে পারে। তবে একজন ট্রেডার যদি ডেমো ট্রেডিং ভালমত শিখে তাহলে পরবর্তীতে আর ডেমো ট্রেডিং করা লাগে না। তবে আমার মতে ডেমো ট্রেড করে প্রফিট করার যোগ্যতা অর্জন করে রিয়েল ট্রেডে প্রবেশ করা ভাল।এটা অনেক ভালো হতে পারে আমাদের জন্য। এটা আমাদের ট্রেডিং স্টাইল আরো উন্নত করতে সাহায্য করতে পারে। অনেক সময় দেখা যায় আমরা ট্রেড নিতে যেয়ে একটু দ্বিধা করি আসলে ট্রেডটা হয়ত লস যেতে পারে। এই ধরনের ট্রেড গুলো আমরা ডেমোতে নিয়ে আমদের ট্রেডিং স্টাইল পরীক্ষাও করে নিতে পারি।
-
আপনি ঠিকই বলেছেন।ফরেক্সে অভিজ্ঞ হওয়ার জন্য রিয়েল ট্রেডের পাশাপাশি ডেমো ট্রেড চালিয়ে যাওয়া অনেব ভালো।
প্রখমে আমি ফরেক্সের ডেমোতে ট্রেড করার মধ্যমে নিজের দক্ষতা এবং অভিজ্ঞতা অর্জনের চেষ্টা করেছি। আর আমার কাছে মনে হয় ফরেক্সে রিয়াল ট্রেড করার দক্ষতা,এতে করেরে ট্রেডে অনেক ভালো ধারনা তৈরী হয়।যেকোন স্ট্রাটেজি ডেমোতে টেস্ট করে রিয়েলে অ্যাপ্লাই করার সুযোগ থাকে।তাই আমার মতেও রিয়েল ট্রেডের পাশাপাশি ডেমো ট্রেড করে যেতে হবে দীর্ঘদিন পর্যন্ত।