প্রতিদিন আমি 4-5 ঘণ্টা সময় দিয়ে থাকি ফরেক্সে এর বেশি সময় দেওয়ার পক্ষে সম্ভব না আমার পক্ষে আর আমি মনে করি চার থেকে পাঁচ ঘণ্টা সময় ফরেক্স এ দিলে ভালোভাবে জানা সম্ভব হবে
Printable View
প্রতিদিন আমি 4-5 ঘণ্টা সময় দিয়ে থাকি ফরেক্সে এর বেশি সময় দেওয়ার পক্ষে সম্ভব না আমার পক্ষে আর আমি মনে করি চার থেকে পাঁচ ঘণ্টা সময় ফরেক্স এ দিলে ভালোভাবে জানা সম্ভব হবে
আমি ফরেক্স এ 4 থেকে 5 ঘণ্টা সময় দিয়ে থাকি কারণ আমি পরে পার্ট টাইম জব হিসাবে ধরে থাকি তাই ফরেক্স এ পার্ট টাইম জবের সমতুল্য ধরে থাকি
ফরেক্স ট্রেডিং ব্যবসা আমার কাছে অনেক ভালোলাগে।আমি প্রায় তিন মাস ধরে ফরেক্স ট্রেডিং এ ডেমো ট্রেড করে আসছি।আমি ফরেক্স শিখার জন্য চাকুরির পাশাপাশি দিনে প্রায় ৪ ঘন্টা সময় দিয়ে থাকি।
যেহুতু ফরেক্স ট্রেডিং থেকে আমরা অর্থ উপার্জন করতে চাই সেই জন্য ফরেক্স মার্কেট এ আমাদের অবশ্যই সময় দিতে হবে । ফরেক্স মার্কেটে ঢুকলাম আর ট্রেড দিয়ে দিলাম আর লাভের আশায় বসে থাকলাম , সেটা শুধু মরীচিকা ছাড়া কিছুই না । ফরেক্স মার্কেট থেকে আপনি যদি অর্থ উপার্জন করতে চান সেক্ষেত্রে আপনাকে ফরেক্স মার্কেটে সময় দিতে হবে । আমি সাধারণত ২/৩ ঘণ্টা ধরে ফরেক্স মার্কেট নিয়ে আনাল্যসিস করি ট্রেড করার পূর্বে ।
খুবই ভালো কথা চার থেকে পাঁচ ঘন্টা সময় দেয়া এর থেকে বেশি সময় প্রয়োজন পড়ে কিন্তু শিখতে অনেক সময় লাগে পাঠাবে ভালো
আমি মূলত সুযোগ বুঝে সময় দিয়ে থাকি। যখন আমার কাছে কোন কাজ না থাকে তখন আমি পারলে সারাক্ষন ই সময় দিতে পারি আবার আমি যখন অন্য কাজে ব্যাস্ত থাকি তখন দিনে ১-২ ঘন্টা সময় দিতেও খুব টাফ হয়ে যায়। তবে মেক্সিমাম দিনেই ৫-৭ ঘন্টা সময় দেওয়া হয় ই । মার্কেট দেখি যখন দেখি সুবিধাজনক তখন ট্রেড নিয়ে নেই । আমি এই কয়েক দিনে অনেক লস করে ফেলেছি
আমি মূলত স্টুডেন্ট। আমার আসলে কোন ঠিক ঠিকানা নেই। একেক দিন একেক রকম সময় ব্যয় করি ফরেক্সে। কোনো কোন দিন ফরেক্সে ৪-৫ ঘন্টা সময় ব্যয় করি আবার কোনো কোন দিন এখানে ১-২ ঘন্টা সময় দেই। এমনো সময় গেছে যখন আমি ফরেক্সে আসতামই না। আসলে সময় সুযোগের অভাবে ইচ্ছা থাকা সত্ত্বেও এখানে মাঝে মাঝে সময় দেয়া হয়ে ওঠে না।
আমি এই ফরেক্স মার্কেটে নতুন । তারপর আমি একটা চাকরির পাশাপাশি এই ফরেক্স মার্কেটে কাজ করে থাকি । তাই আমি কাজের ফাঁকে যখনই একটু ফাঁকা সময় পায় তখনই ফরেক্স মার্কেটে কাজ করি । আমি নির্দিষ্ট করে বলতে পারবো না যে কতোটা সময় আমি ফরেক্স মার্কেটে ব্যয় করি । তবে আমি যথাযথ চেষ্টা করি ফরেক্স মার্কেটে কাজ করার জন্য,,,,,, ধন্যবাদ ।
আমি মার্কেট অ্যানালাইসিস করি,ট্রেড ওপেনের আগে মানিম্যানেজমেন্ট করি,অভিজ্ঞ ফরেক্স মার্কেট বিশ্লেষকদের দেওয়া অ্যানালাইসিসের সাথে নিজের অ্যানালাইসিস কমপেয়ার করি এবং সে অনুযায়ী আমি ফরেক্স মার্কেট এ প্রতিদিন ৪-৫ ঘন্টা এর মত সময় দেই। কারন আমি জানি ফরেক্স মার্কেটে যত বেশি সময় দেওয় যায় ততই বেশি ফরেক্স মার্কেট সম্পর্কে জ্ঞান লাভ করা যায়।
মেচাতাহু কেনে ফরেক্স ট্রেডিং কোচবিহার টাইম চুমকি আগার হামকো টাইম দেঙ্গে তু হামে কার সাকতে হে ইসলিয়ে হাম 19.45 ফরেক্স ট্রেডিং টাইম দেনা চাহিয়ে