ফরেক্সে লসের বহুবিধ কারন রয়েছে,তারমধ্যে অন্যতম কারন হলো না বুঝে লোভের বশবর্তী হয়ে ট্রেড করা ।আপনি বুঝে শুনে ফরেক্সের বিভিন্ন বিষয় পর্যালোচনা করে মানি ম্যনজেমেন্ট ঠিক রেখে ট্রেড করলে প্রফিট করতে পারবেন।
Printable View
ফরেক্সে লসের বহুবিধ কারন রয়েছে,তারমধ্যে অন্যতম কারন হলো না বুঝে লোভের বশবর্তী হয়ে ট্রেড করা ।আপনি বুঝে শুনে ফরেক্সের বিভিন্ন বিষয় পর্যালোচনা করে মানি ম্যনজেমেন্ট ঠিক রেখে ট্রেড করলে প্রফিট করতে পারবেন।
হা আপনার কথা ঠিক যে ৯৫% ট্রেডার নয় ৯৫% বিগেনার রা লস খায়। আসলে ফরেক্স এমন একটি মার্কেট যেখানে লাভ লস ২ টাই হবে।তবে বিগিনার দের ক্ষেত্রে লাভ করা টা একটু কষ্টকর হয়ে থাকে।প্রাথমিক অবস্থা তে তারা অনেক নিয়ম জানে না ট্রেডিং এর বেপারেই তাই তারা লস করে। তারা তাদের আবেগ ধরে রাখতে পারে না,উল্টা পালটা পজিশনে ট্রেড ফেলে,কিছু মানুষ তো ফরেক্স ট্রেডীং কে জুয়া হিসাবে নিয়ে থাকে। বিগিনার দের উচিত প্রাথমিক ভাবে ডেমো একাউন্ট ট্রেডিং করা কম হলেও ৬ মাস তাহলে তারা তাদের লস এড়াতে পারবে।
বড় লট এ ট্রেড করা : একটি একাউন্ট সুরক্ষিত থাকবে তখন যখন ছোট ছোট লট এ ট্রেড করা হবে, কারন বড় লট এ ট্রেড করলে মার্কেট একবার আপনার বিপরীতে গেলে আপনার সব ডলার শুন্য করে ছাড়বে। তাই সব সময় ট্রেড করতে হবে ছোট ছোট লটে তাই লাভ হোক বা না হোক। আর লচ হলেও যেন আপনার একাউন্ট শুন্য না হয়। একাউন্ট এ ডলার থাকলে আপনি পুনরায় ট্রেড করে লচ তুলে আনতে পারবেন।
স্টপ লস না দিয়ে ট্রেড করা : একটি একাউন্ট সুরক্ষিত থাকবে তখন যখন স্টপলস ব্যবহার করে ট্রেড করা হবে, কারন স্টপ লস ছাড়া কোন ট্রেড করলে মার্কেট একবার আপনার বিপরীতে গেলে আপনার সব ডলার শুন্য করে ছাড়বে। তাই সব সময় ট্রেড করতে স্টপ লস ব্যবহার করে তাহলে লচ হলেও যেন আপনার একাউন্ট শুন্য না হয়। কারন আপনার একাউন্ট এ ডলার থাকলে আপনি পুনরায় ট্রেড করে লচ তুলে আনতে পারবেন।
ফরেক্স মার্কেট এ লস হওয়ার সব থেকে বড় কারণ হল নিয়ম না মানা। উল্টাপাল্টা ট্রেড করা বা ওভার ট্রেড করা। সঠিক জায়গায় এন্ট্রি না নিয়ে ভূল জায়গায় এন্ট্রি নেওয়া। নিউজের প্রতি খেয়াল না রাখা। সর্বোপরি হাজারটা কারণ আছে লস করার। তাই আগে কারণ চিহ্নিত করুন। তার পরে ট্রেডিং করুন।
আমার অভিমত হলো ফরেক্সে লসের কারন হিসেবে অভিজ্ঞ ট্রেডাররা কিছু জিনিষ আবিস্কার করেছেন, তার মধ্যে কয়েকটি মুল কারন হলঃ অভিজ্ঞতার অভাব, সিগন্যালের ওপর নির্ভরশীলতা, উদ্দেশবিহীন ট্রেডিং করা, বড় রিস্ক নিয়ে ট্রেড করা, ট্রেডিং স্ট্রাটেজি না থাকা আর এইসব কারনেই ট্রেড করে আপনাকে লসের সম্মুখীন হতে হয় । তাই আগে এই সব ব্যাপার গুলো ভালবাবে অনুধাবন করুন দেখবেন আপনি একজন সফল ট্রেডার ।
ফরেক্সে লস করে মানুষ তার জ্ঞানের অভাবে। কারন যদি মার্কেট সম্পর্কে আপনার জ্ঞান কম থাকে তাহলে আপনি এখানে লস খাবেন, আপনার সেই সামান্য অভিজ্ঞতা দিয়ে এখানে টিকে থাকা অনেক বড় একটা চ্যালেন্জ হয়ে দাঁড়াবে আপনার সামনে। সুতরাং সঠিক জ্ঞানের মাধ্যমে দক্ষতা বাড়ান একমাত্র তাহলেই এই মার্কেট সম্পর্কে আপনার অভিজ্ঞতা বৃদ্ধি পাবে এবং আপনি নিজেই আপনার লসের কারন সমূহ বুঝতে পারবেন।
সাধারণত বেশির ভাগ ট্রেডার লস করে থাকে তাদের অদক্ষতা ও অভিজ্ঞতার অভাবে। কারণ বেশির ভাগ ট্রেডার এই মার্কেটে প্রফিট অংশ দেখে নিজের লোভকে আর নিয়ন্ত্রণে রাখতে পারেন না। তখন তারা বার বার চিন্তা করে কি করে অল্প সময়ের মধ্যে বেশি লাভ করা যায়। আর সে হিসেবেই বেশির ভাগ ট্রেডার ওভার ট্রেডে লিপ্ত হয়ে থাকে। পাশাপাশি মানি ম্যনেজমেন্ট নিয়ন্ত্রণে রাখে না এবং কোন রকম বাজার বিশ্লেষণ না করেই ট্রেডে লিপ্ত হওয়ার কারণেই লস করে থাকে।
আমি মনে করি ফরেক্সে লস আমাদের কারণেই হয়। এখানে আমরা একটি ভুলই বেশি করে থাকি সেটা হলো লোভের বশবর্তী হয়ে ট্রেড করে থাকি। আবার অনেক সময় অল্প মূলধন দিয়ে, অল্প সময়ে প্রচুর টাকা উপার্জন এর আশায় ফরেক্স ট্রেড করি কিন্তু তাতে করে দেখা যায় অধিকাংশ ক্ষেত্রেই লস করে ফরেক্স মার্কেট থেকে চলে যেতে বাধ্য হয়। তবে আমরা এগুলো পরিহার করলে এখানে আমরা সকলেই সফল হতে পারি।
ফরেক্স লসের কারন অনেক আছে তার ভিতর দুই একটি উল্লেখ করা যাক যেমন ১. অতি লোভ ২.ফোরেক্স সম্পর্কে সঠিক ধারনা না থাকা ৩. মার্কট অ্যানালাইসিস না বুঝা ৪.মানি ম্যানেজমেন্ট না করা। ইত্যাদ্দি কারনে ফরেক্স মার্কেটে লস হয় ।