-
ফরেক্সের মুল্য উদ্দেশ্য মুলত আয় করা হ্যা এটাই। কারন এখানে সবাই আসে যেন ভালো উপার্জন করতে পারে এবং নিজেকে আত্মনির্ভরশীল করে তুলতে পারে। এটা আসলে কারো কাছে পার্টটাইম জব বা কারো কাছে পেশা বা কারো কাছ দ্রুত আয় করার অন্যতম মাধ্যম। মুলত যে যেভাবে ফরেক্স নিতে চায় সে সেভাবেই নিতে পারে।
-
যে যতই মতামত দিক না কেন আমার মতে সবাই টাকা আয় করার জন্য ফরেক্স ব্যবসা করে থাকে।যেহেতু আমাকে ফরেক্স ব্যবসার মাধ্যমে টাকা আয় করতে হবে তাহলে অবশ্যই ফরেক্স সমন্ধে আমাদেরকে ভালোভাবে জানতে হবে।পরিশেষে বলতে পারি যে টাকা আয় করার উদ্দেশেই মানুষ ফরেক্স ব্যবসা করে থাকে।
-
ফরেক্সের মাধ্যমে যে শুধু আপনি টাকা আয় করতেছি সেটা কিন্তু নই এটার মাধ্যমে আপনার জ্ঞান শক্তিও বাড়বে হ্যাঁ ফরেক্স মার্কেট থেকে টাকা কামানো যাই তাই বলে আপনি ফরেক্স মার্কেট কে এটা মনে করবেননা যে ফরেক্স মার্কেট এ ট্রেড করে টাকা কামানো খুবই সহজ। আমার দেখামতে অনেকে এই ব্যবসা করে তাদের জীবন পরিবর্তন করতে সক্ষম হয়েছেন আবার অনেকে হতে পারেন নাই। যারা এই ব্যবসা লোভের সহিত করে থাকেন তারা কখনই সফল হতে পারে না।
-
ফরেক্স এর মুল উদ্দেশ্য টাকা ছারাও মুল উদ্দেশ্য আছে। একজন জন ভাল পাপের বিজনেস ম্যান হতে পারে। এটা ছারাও ফরেক্সে টেড করতে চাইলে ফরেক্স বিজনেস সম্পরকে ভাল গেন থাকা প্রজন। যেটা, একজন ভাল বিজনেস ম্যান করতে পারে।
-
ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য থাকে মুনাফা অর্জন করা। তেমনি ভাবে ফরেক্সে আসার উদ্দেশ্য হল আয় করা। ফরেক্স অন্যান্য আয়ের উৎসের মতই একটি। যারা ফরেক্স সম্পর্কে জানে এবং বুঝে তারাই ফরেক্সে আগ্রহী হয় কারন একটু পরিশ্রমী হলে প্রত্যাশিত আয় করা সম্ভব হয়।তাই আমি মনে করি সুধু টাকা আয় করা এখানে একমাত্র উদ্দেশ্য না। দেশকে এগিয়ে নিয়ে যাওয়া ও নিজেকে প্রস্তুত করাও উদ্দেশ্য।
-
ফরেক্স ট্রেডিং করার মূল উদ্দেশ্য হল টাকা কামানো। এতটা শ্রম দিয়ে কেউ আর যা হোক বনের মোষ তাড়ানোর কাজ করবে না। এখানে জ্ঞান অবশ্যই দরকার আছে তবে তা যেন সঠিক ভাবে আহরীত হয় সে দিকে লক্ষ্য রাখবেন। একজন বেক্তি সময়, অর্থ,মেধা ইত্যাদি ব্যায় করে মজা করার জন্য নয় ।এখান থেকে অবশ্যই ভাল টাকা আয় করে উজ্জল ভবিষ্যৎ গড়ার জন্য ।
-
না ভাই, আমার কাছে মনে হয় ফরেক্স ট্রেডিং করার মূল উদ্দেশ্য হল টাকা কামানো। এতটা শ্রম দিয়ে কেউ আর যা হোক বনের মোষ তাড়ানোর কাজ করবে না। ফরেক্স এর মূল উদ্দেশ্য আপনাকে এনালাইসিস করার যোগ্যতা অর্জন করা । একজন বেক্তি সময়, অর্থ,মেধা ইত্যাদি ব্যায় করে এখান থেকে অবশ্যই ভাল প্রফিট লাভের আশায় সেই কারনেই ফরেক্স ট্রেডিংয়ের মূল উদ্দেশ্য আমার কাছে মনে হয় ভাল প্রফিট লাভ।
-
যারা এই ফরেক্স মার্কেটে ট্রেডিং এর সাথে সম্পৃক্ত আছেন তাদের সবার ট্রেডিং এর পিছনের মূল উদ্দেশ্য হচ্ছে ট্রেডিং করে এই মার্কেট থেকে অর্থ উপার্জন করা। ফরেক্স বিজনেস বর্তমান বিশ্বের সবচেয়ে বিশাল ও জনপ্রিয় বিজনেস। এই বিজনেস অনেক বেশি প্রফিটেবল একটি বিজনেস। অসংখ্য মানুষ এই মার্কেট থেকে অর্থ উপার্জন করে নিজেকে স্বাবলম্বী করে গড়ে তুলেছেন।বিশ্বব্য পি ট্রেডাররা এখানে ট্রেড করে থাকে শুধুমাত্র বেশি বেশি ইনকাম করার জন্য।তবে টাকা ব্যাতিত আরো উদ্দেশ্যও আছে এগুলো ট্রেডার এর জন্য প্রযোজ্য নয়।
-
ফরমের মূল উদ্দশ্য ব্যবসা করে নিজেকে সাভালম্বী ভাবে গড়ে তোলা ব্যসবা করতে হলে টাকা ইনকাম করা এটা সবাই উদ্দোশ্য তবে লোভ করা যাবেনা।
-
ফরেক্স ট্রেডিং করতে আসার মূল উদ্দেশ্য কিন্তু টাকা। কারন ফরেক্স করতে সকল টেডারই আসে যাতে কিছু ইনকাম করা যায়। এজন্য যারা প্রাপ্তবয়স্ক তারা ছাড়া আর কেউই ফরেক্স ট্রেডিং করতে আসেনা। এছাড়াও পুজি খাটিয়ে ফরেক্স করতে হয় বলে টাকা ইনকাম করাই ফরেক্স ট্রেডিং ব্যবসায় এর মূল উদ্দেশ্য বলে আমি মনে করি।