-
লোভে পাপ পাপে মুত্য । নিঃসন্দেহে লোভে পরে গেলে ফরেক্সে ট্রেড করা কিংবা টিকে থাকা অনেক বেশি কঠিন হয়ে দাড়ায়। বিশেষ করে বাংলাদেশের মত দরিদ্র দেশে এটি একটি আশ্চর্য প্রদীপ যা আমরা ব্যবহার করতে ভয় পাই। তবে অনেকেই যারা লোভকে নিয়ন্ত্রণ করতে পেরেছেন তারা এই ভয়কে সহজেই জয় করতে পেরেছেন।
-
ফরেক্স আসলেই একটি লোভনীয় ব্যবসা। বিশেষ করে বাংলাদেশের মত দরিদ্র দেশে এটি একটি আশ্চর্য প্রদীপ যা আমরা ব্যবহার করতে ভয় পাই। তবে অনেকেই যারা লোভকে নিয়ন্ত্রণ করতে পেরেছেন তারা এই ভয়কে সহজেই জয় করতে পেরেছেন। এজন্য আমাদের যথেষ্ট শ্রম ও সাধনার প্রয়োজন। এখানে একই মাঠে কষ্ট এবং কেষ্ট বাস করে।
-
আসলে মানুষ সভাবগত ভাবেই লোভী । তাই ভুল হয়েই যায় ।তারপরও যতটা সম্ভব লোভ কম করা ভাল । কথায় আছে লোভে পাপ পাপে মৃত্যু । সারা মাস লাভ করে একদিনের লোভই যথেষ্ট সব শেষ করার জন্য ।
-
আসলে লোভ অনেক ক্ষতিকর। আপনি ফরেক্স এ লোভ করার মানি হচ্ছে নিজের পায়ে নিহে কুড়ার মারার মতো। আমাদের কে লোভ না করে মানি মেনেজমান্ট করে ট্রেড পরিচালনা করতে হবে।আসলে বাস্তবে ফরেক্স মার্কেট এ অল্প ট্রেড করেও অনেক লাভ করা যায়। কম ট্রেড করেও অনেকে ফরেক্স প্রফিট করতে পারছেন।ফরেক্সে টিকে থাকলে লাভ আসতে খুব বেশিদিন অপেক্ষা করতে হয় না।
-
হ্যা আমাদেরকে সবসময় লোভ থেকে দুরে থাকতে হবে। আমরা যদি প্রথমদিকেই বেশি লাভের আশা করি তবে সেটাই হবে আমাদের বড় ভুল। আমরা যদি চেষ্টা করি ধীরে ধীরে অল্প করে প্রফিট করার তখন ঠিকই একসময় আমরা সফলতা পাবো আর যদি দ্রুত লাভের আশা করি তখন অনেক বেশি লসে পড়তে হবে এমনটাই আমার ধারনা তাই লোভ বর্জন করাই ভালো।
-
ট্রডিং এ লোভ নিয়ন্ত্রণ সম্পর্কে অনেক গুলো থ্রেড দেওয়া আছে ফোরামে। তারমানে বুঝতে হবে যে ফরেক্স ট্রেডিং এ লোভ একটি বিপদজনক বিষয়। এটা যতই নিয়ন্ত্রণ করা যায় ততই মঙ্গলজনক। লোভে পড়লে নিঃস্ব হবার সম্ভাবণা বেশী। তাই লোভ হতে দূরে থাকতে হবে। ফরেক্স এ লোভের কারনে অনেকেই ফরেক্স ট্রেডিং এ টিকতে পারে নাই।
-
আমরা সবাই জানি যে লোভে পাপ, পাপে মৃত্যু। কোন কিছুতেই আমাদেরকে কোন দিকে লোভ করা যাবে না। লোভ আমাদেরকে অনেকটা বিপদ এ ফেলে দেয়। যেটা আমরা আশা করি না সেটা হয়ে যায় এই লোভ এ। এই ফরেক্স মার্কেট এ কোন প্রকার এর লোভ করা যাবে না। কারন এই ফরেক্স মার্কেট এ লোভ করে যে কাজ করবে বা আসবে সেই লস করবে এবং লোভ করে কাজ করলেও এই ফরেক্স মার্কেট এ বেশীদিন টিকে থাকতে পারবে না।
-
ফরেক্স মার্কেটে সব থেকে খারাপ হোল লোভ করা। লোভ কোরেই নতুন নতুন ট্রেডারগন তাদের একাউন্ট ক্লোজ কোরে ফেলে। আমরা অনেক সময় লোভ কোরে ওভার ট্রেডিং কোরে ফেলি ফলে দেখা যায়, এখন ট্রেডিং বন্ধ করা উচিত কিন্তু আমার অতি লাভের আসাই তা করি না। লাভ করতে গিয়ে লসে পরে যায়৷ ফরেক্স মার্কেটে আপনাকে টিকে থাকতে হলে লোভ কে নিয়ন্ত্রণে করতে হবে । তাহলেই আপনি সফল হতে পারবেন।
-
ফরেক্স আসলেই একটি লোভনীয় ব্যবসা। বিশেষ
করে বাংলাদেশের মত দরিদ্র দেশে এটি একটি
আশ্চর্য প্রদীপ যা আমরা ব্যবহার করতে ভয় পাই।
তবে অনেকেই যারা লোভকে নিয়ন্ত্রণ করতে
পেরেছেন তারা এই ভয়কে সহজেই জয় করতে
পেরেছেন। এজন্য আমাদের যথেষ্ট শ্রম ও সাধনার
প্রয়োজন। এখানে একই মাঠে কষ্ট এবং কেষ্ট বাস
করে।
-
কখনো যেন লোভে না পরে যাই
নিঃসন্দেহে লোভে পরে গেলে ফরেক্সে ট্রেড করা কিংবা টিকে থাকা অনেক বেশি কঠিন হয়ে দাড়ায়। আমাদের কে খেয়াল রাখতে হবে ্ভুলে ও যেন কখনো লোভে না পরে যাই। বরাবর ই খেয়াল রাখতে হবে যে আমরা ট্রেড করব ঠিক ই কিন্তু বেশি লাভ করবনা। কম লাভ করব আর ফরেক্সে টিকে থাকব, এই চিন্তা টা মাথায় রাখব।সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।