-
একাউন্ট যিরো হবারে মূল কাওরন হছে অনভিজ্ঞ। ফরেক্স এ শিউর ভাবে টাকা আয় করা না গেলেও গড় ভালো আয় করা যায়। এখানে লাভ এবং লস দুই ক্ষেত্রে বিশেষ রয়েছে। আর দক্ষ না হলে ফরেক্স এ টিকে থাকা সম্ভব নয়। ফরেক্স থেকে দ্রুত আয় করা যার। মার্কেট না বুজলে যে কেউ একাউন্ট জিড় করে ফেলতে পারে।
-
একাউন্ট জিরো হবার সবচেয়ে বড় কারন হলো লোভ করা।আর তাছাড়া আমার কাছে মনে হয় মানি ম্যানেজমেন্ট খুব গুরুত্বপুর্ন একটা বিষয় ব্যালান্স জিরো হবার ক্ষেত্রে ।কেউ যদি মানি ম্যানেজমেন্ট না দেখে ট্রেড করে তবে তার ব্যালান্স জিরো হবে ।আমার কাছে মনে হয় লোভ কে যে কন্ট্রোল করতে পারবে সেই সফল হতে পারবে তার কখনো ব্যালান্স জিরো হবে না।
-
অ্যাকাউন্ট জিরো হওয়ার সবচেয়ে বড় কারন হচ্ছে মানি ম্যানেজমেন্ট না করা। আর লোভের কারনেও অ্যাকাউন্ট জিরো হয়ে থাকে। এ দুটি জিনিস থেকে দূরে থাকতে পারলে অ্যাকাউন্ট জিরো হওয়ার সম্ভাবনা মোটেও নেই। আবেহকে আশ্রয় দেওয়ার কারনেই এমনটি হয়ে থাকে। সুতরাং আবেগ থেকে দূরে থাকুন। মামি ম্যানেজমেন্ট করুন। নিজের জ্ঞানকে কাজে লাগান। ফরেক্স সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান আহরন করুন। আশা করি ফরেক্স ট্রডিং করতে কোন সমস্যা হবেনা।
-
ফরেক্স ট্রেডিংয়ে অ্যাকাউন্ট একেবারে জিরো হওয়ার পেছনে অবশ্যই ট্রেডিংয়ে অদক্ষতা এবং অনভিজ্ঞতাই দ্বায়ী তবে এটি প্রধান কারন নয় আরও একািট কারন রয়েছে আর তা হল ফরেক্স ট্রেডিংয়ে লোভই আমাদের বড় শত্রু যা আমাদেরকে ট্রেডিং জ্ঞানের বাইরে নিয়ে গিয়ে ট্রেড করতে উদ্ভদ্ধ করে এবং অ্যাকাউন্ট ব্যালেন্স যার ফলে জিরো হয়ে যায়।:ok:
-
ফরেক্স খুব ভালো বিনিয়োগের বাজার হলেও ফরেক্স খুব ই ঝুঁকিপূর্ণ । না বুজে ফরেক্স এ ট্রেড করে হয়তো সাময়িক কিছু টাকা উপার্জন করা যায় কিন্তু ফরেক্স মার্কেট এ টিকে থাকা যায় না । ফরেক্স এ সবচেয়ে অনাকাঙ্খিত বেপার হলো একাউন্ট জিরো হয়ে যাওয়া । আমরা লোভের বশবতী হয়ে অনেক বেশি মুনাফার জন্য বেশি ঝুঁকিপূর্ণ ট্রেড করে থাকি এবং মার্কেট বিপরিধ দিকে গেলে আমাদের একাউন্ট জিরো হয়ে যায় । বিশেষ করে নতুন ও কম মূলধনের বিনিয়োগকারীর একাউন্ট জিরো হওয়ার প্রবণতা বেশি লক্ষ্য করা যায় ।
-
একাউন্ট জিরো হবার অনেক গুলো কারন হতে পারে। যেমন: আপনার ট্রেডটি লস হতে শুরু করেছে দেখে আপনি সজ্জ করতে পারছেন না ওই ট্রেড এর বিপরীত দিকে বেশি করে ভ্যালু ধরে আরেকটি ট্রেড ওপেন করলেন কিন্তু কি হল ট্রেড ওপেন করার সাথে সাথেই আবার বিপরীত দিকে মার্কেট যাওয়া শুরু করলো তখন আপনার নতুন ট্রেডটিতেও লস হয়ে গেল আগেরটাতে তো লস হয়েছেই কোন ভাবেই আপনি আর লস ছাড়া ট্রেড ক্লোজ করতে পারবেন না। তাই মাথা গরম না করে ভেবে-চিন্তে ট্রেড ওপেন ও ক্লোজ করতে হবে।
-
একাউন্ট জিরো হবার অনেক কারন আছে, তার মধ্যে কিছু কারন থাকে খুব গুরুত্বপূর্ণ।বেশির ভাগ মানুষের মধ্যে এখন লোভ কাজ করে, আমি মনে করি একাউন্ট জিরো হবার বিসেশ কারন হচ্ছে মানিমেজমেন্ট সেভ না করার কারন টা সব থেকে বড়,আর একটা বড় কারন আছে সেটা হচ্চে , যদি একটা ট্রেড লস হয় তাহলে আমরা উঠে পড়ে লাগি খুব তারাতারি ওই লস টাকে ফিরে আনারা জন্য, এই টা মনে করে আবার মার্কেট না বুঝে আবুল তাবুল ট্রেড দিয়া বসি,তার পর আবার আরও বেশী লসের সামনে দারাই, এই ভাবে আমরা একাউন্ট জিরো করে থাকি।।
-
হে ভাই বেশির ভাগ ট্রেডার গনেই লোভ কে সংবরন করতে না পেরে নিজেদের অ্যাকাউন্ট জিরো করে ফেলে যদি ও এইরকম অভিজ্ঞতা আমার এখনও হয়নাই কারন আমি এখনও ডেমু দিয়ে প্রাকটিস করতেসি ।আমি আমার আসল পরীক্ষা দিতে পারবো যখন লাইভ অ্যাকাউন্ট দিয়ে ট্রেডিং শুরু করবো তখন আশা করি আমি আমার অভিজ্ঞতা শেয়ার করতে পারবো
-
আমরা ফরেক্স মার্কেটে ট্রেড করে নিজেকে সহজেই চিনতে পারি যে আমরা একেকজন কত বড় বড় লোভী৷এই লোভ ও অধৈর্য্যই হলো মূল সমস্যা৷
-
ফরেক্স মার্কেট এ একাউন্ট জিরো হওয়ার মূল কারন হল লোভ করা। এছাড়া বেশী লটে ট্টেড করা, মারি ম্যানেজমেন্ট ফলো না করা । সাধারনত এগুলো কারলে ফরেক্স একাউন্ট জিরো করে থাকে।