লোভ ফরেক্স ট্রেডিং এর জন্য খুবই ক্ষতিকর একটা অভ্যাস । আসলে ফরেক্স ট্রেডিং টা এমন যে এখানে খুবই কম মানুষ লোভ না করে থাকতে পারে । কারণ ফরেক্স মার্কেট থেকে অনেক অর্থ আয় করা যায় । এই অবস্থা দেখে মানুষ স্বভাবতই লোভ করবে এটাই স্বাভাবিক , কিন্তু বাস্তবটা অন্য রকম । ফরেক্স থেকে অর্থ আয় করার খুব সহজ কোন বিষয় নয় এর জন্য আপনাকে অনেক পরিশ্রম করতে হবে এবং লোভ নামক ফাঁদে পা দেয়া যাবে না ।