-
আসলে ছাত্র জীবনটা অন্যরকম। আমার মনে হয় ছাত্র জীবনে ফরেক্সের অবদান অপরিসীম। আমার কাছে ফরেক্স মার্কেট খুব ভালো লাগে। ফরেক্স মার্কেটে ট্রেড করা উপার্জন করা যায়। ছাত্র জীবনে এই উপার্জন অনেক ভাবে উপকার করে থাকে। ফরেক্স মার্কেটে সঠিক ভাবে ট্রেড করলে ফরেক্স মার্কেট থেকে ভালো টাকা উপার্জন করা যায়।
-
ফরেক্স আমার কাছে খুব ভালো লাগে যারা এই ফরেক্স মার্কেটের সাথে সম্পৃক্ত তাদের সবার উচিত এই মার্কেটকে খুব ভালবাসা কারণ , আপনার কর্মের প্রতি আপনার যদি ভালবাসা না থাকে তবে সেই কর্মে আপনি কখনো সফল হতে পারবেন না তাই কর্মের প্রতি আন্তরিক হোন কর্মকে ভালবাসুন ফরেক্স কোন টাকা বানানোর মেশিন নয় এবং কেউ এভাবে এটাকে দেখবেন না এটা সাধনার বিষয় তাই সাধনা করুন
-
ফরেক্স আমার কাছে খুব ভাল লাগে। আমি বেশি ভাগ সময় ফরেক্সে এ কাটায়। আমার খুবই ভালো লাগে ফরেক্স এ সময় কাটাতে। আরো যদি বেশি সময় দিতে পারমান আমার আরো ভালো লাগতো..................
-
ফরেক্স আমার কাছে ভালই লাগে কারন ফরেক্স আমার মাঝে এক বিরাট সপ্নের বীজ রোপণ করেছে, তাই ফরেক্স নীয়েই আমার দিন রাত। আশা করি আমার অর্জিত জ্ঞান দিয়ে আমি ফরেক্স থেকে অবশ্যই ভাল কিছু অর্জন করব। কিন্তু ফরেক্স ট্রেডের মত আত মজা আর কনতায় পাইনি ফরেক্স ট্রেড করতেই আমার কেমন জেন ভালো ট্রেড প্রফিট না হলে কেমন জেন আমার মজা লাগে ট্রেড না করতে পারলে কেমন জেন কাটা কি নাই মনে খুভ খারাপ লাগে প্রতিদিন ট্রেড করতে না পারলে ট্রেড যে কি একটা জিনিস হয়ে পড়েছে আমার কাছে ফরেক্স মার্কেটে প্রবেশ করার পর থেকে আমার জিবন্টা খুভ ভালই কাটছে।
-
বট।ফরেক্স আমার কাছে খুভ ভাল লাগে ফরেক্স মার্কেটে এসে আমি যে মজা পেয়েছি তা আর কোন কিছু করে আত মজা পাইনি কারন ফরেক্স মার্কেটে ট্রেড করে কোন বাকি নাই সব কিছু সংগে সংগে পাওয়া জায় এখানে সব কিছুই ভাল আপনি জকন জা করবেন তখন সাথে সাতে পাওয়া জায়।
-
আমি ফরেক্স এর খবর যখন থেকে শুনেছি তখন থেকে ফরেক্স ভাল লাগে ।একন আবার ফরেক্স এ ট্রেনিং করার পর আর ও ভাল লাগতেছে কারন আমি পোস্ট করে করে ডলার আয় করতেছি।এই আয় করা ডলার দিয়ে আমি ভবিস্ততে রিয়াল একাউন্ততে ট্রেড করে ভাল একটা পশিসন তেরি করতে চাই এবং পারব বলে আমার আশা সেকারনে ফরেক্স খুব ভাল লাগে।
-
ফরেক্স আমার কাছে ভাল লাগার আরও কারন আছে তারমদ্দে ফরেক্স দিয়ে সহজে ভাল আয় করা যায় যা অন্য কাজের পাশাপাশি এবং কি ঘরে বসে আয় করার সুযোগ ও রয়েছে যা কোথাও নেই।এছাড়া ফরেক্স এর মাধ্যমে অনেক কিছু জানা যাই যা অন্য কোন ব্যবসা বা চাকরি করলে নয়।ফরেক্স দারা যা আয় হয় তা নিকুত ও ঝুকিমুক্ত।
-
ফরেক্স আমার কাছে খুব ভাল লাগে তা ভাষায় প্রকাশ করতে পারবনা। আমি ফরেক্স মার্কেটে বেশি করে সময় দেয় কারণ আমি এখন বেকার। নতুন ট্রেড করতেছি লসের মধ্যে আছি। ফরেক্স মার্কেটে কেরিয়ার করার আশা আছে।
-
এটা একটা দিল্লির লাডডুর মত যে খাবে সে পস্তাবে আবার যে না খাবে সেও পস্তাবে। এটাতে যে কাজ কারার ইচ্ছা প্রকাশ করে সে কাজ করতে পারবে আর যে কাজ করার ইচ্ছে করে না সে কাজ করতে পারে না ।আমি এটাতে কাজ করতে ভাল বাশি কারন এটা আমার কাসে একটা জব বা পার টাইম জব হিসাবে কাজ করি এটা থেকে আমি আমার খরচ চলায়।
-
আমার কাছে ফরেক্স ট্রেডিং ব্যবসা অনেক বেশি ভাল লাগে আর এই কারনে আমি এই ব্যবসাকে নিজের পেশা হিসাবে গ্রহন করেছি এবং এখানে আমার ট্রেডিং কেৌশল পরিপূর্ন ভাবে ব্যবহার করে বেশ ভাল প্রফিট করতে পারছি বলে আমি বেশ খুশি।