-
স্টপ লস এর ব্যবহার বিনিয়োগকারীকে মোটা অংকের লোকসান থেকে রক্ষা করে । স্টপ লস ছাড়া ট্রেড করা আর ছিদ্রযুক্ত নৌকা চালানো একই কথা । দুইজনই ডুবে মরবে একজন জলে অন্যজন ফরেক্সে । স্টপ লস এমন একটি ব্যবস্থা যা দ্বারা আমরা কত লস করতে রাজি আছি তা ঠিক করে দেয়া । স্টপ লস ব্যবহার না করলে ছোট মূলধনের বিনিয়োগকারীরা দেওলিয়া হওয়ার সম্ভবনা অনেক বেশি । কারণ ফরেক্স খুবই অনিশ্চিত একটি বাজার ব্যবস্থা। তাই আমাদের উচ্যুত স্টপ লস ব্যবহার করে ট্রেড করা।ফরেক্স মার্কেট এ স্টপ লস ছাড়া ট্রেড করলে আপনি আপনার লস এর কোন লিমিট রাখলেন না আপনি বড় লট এ ট্রেড করলে আপনার অ্যাকাউন্ট ০ হয়ে জাইতে পারে ফরেক্স মার্কেট এ যারা নতুন ট্রেডার তারা স্টপ ছাড়া ট্রেড করে অ্যাকাউন্ট ০ করে ফেলে ফরেক্স মার্কেট এ বড় বড় ট্রেডার প্রাই সব ট্রেডার স্টপ দিয়ে ট্রেড করে তাই আমার মতে ফরেক্স মার্কেট এ স্টপ লস দিয়ে ট্রেড করলে আপনার জন্য ভাল হবে অ্যাকাউন্ট বেচে থাকবে ফরেক্স মার্কেট এ
-
স্টপ লস ছাড়া ট্রেড করলে বেশিরভাগ ক্ষেত্রে একাউন্ট জিরো হওয়ার বেশি সম্ভাবনা থাকে। তাই আমি মনে করি যে প্রতিটা ট্রেডে অামাদেরকে অবশ্যই অবশ্যই স্টপ লস ব্যবহার করা উচিত। স্টপ লস দিয়ে আমি কত টাকা লস করতে চাই ও কত টাতা লাভ করতে চাই সেটা নির্ধারন করে দেওয়া। আমার মতে ফরেক্স আ লসের প্রধান কারন হল ডেমো ট্রেড না করা মার্কেট ট্রেন্ড না বুঝে ট্রেড করা এবং অল্প টাকা প্রবেশ করিয়ে বেশি লাভের জন্য বড় ভ্লিউম এ ট্রেড করা। এই জন্য আমাদের সাবধান থাকতে হবে সব সময়।
-
স্টপলস আমাদের একাউন্টে অনাকংখিত দুর্ঘটনা থেকে রক্ষা করে।আপনার যদি প্রতিটা ট্রেড স্টপলস দেয়া থাকে তাহলে মার্কেটে যতো বড় ঝড়ই হোক না কেন আপনার একাউন্টের বড় ধরণের কোন ক্ষতি হবেনা।তাই আমাদের উচিত প্রতিটা ট্রেডে স্টপলস ব্যাবহার করা।তাহলে আমাদের একাউন্ট নিরাপদে থাকবে।ফরেক্স মার্কেটে স্টপ লস এবং টেক প্রফিট একটি গুরুত্বপূর্ণ বিষয়।স্টপ লস ব্যবহারের মাধ্যমে আপনি আপনার একাউন্ট ব্যালেন্স শূন্য হওয়া থেকে বিরত রাখতে পারেন। অভিজ্ঞ ট্রেডাররা সব সময় স্টপ লস ব্যবহার করে ট্রেড করে থাকে।আমাদের মত ক্ষুদ্র ট্রেডাররা স্টপ লস ব্যবহার না করলে ব্যালেন্স শূন্য হতে সময় লাগবে না। মার্কেট এ্যনালাইসিস করে, মার্কেটের মুভমেন্ট দেখে ট্রেড ওপেন করতে হবে এবং ট্রেড ওপেন করার সাথে সাথে একটি পরিকল্পিত লজিকাল স্টপ লস ব্যবহার কারতে হবে।