-
ফরেক্সে আমাদের স্টপ লস ব্যাবহার কুরে ট্রেড করা উচিৎ।। তাই আমি মনেকরি,, ফরেক্সে আমাদের একাউন্ট কে সিকিওর রাখার জন্য আমাদের স্টপ লস ব্যাবহার করা উচিৎ।। তবে সাধারণ খেত্রে আমাদের স্টপ লস ব্যাবহার করা উচিৎ। নয়। কার ন বাজার ফিরে এক সময় আমাদের অনুকুলে আসতে পার।স্টপ লস ছাড়া ট্রেড করে থাকেন কেননা তারা ভাবেন যে মার্কেট মুভ করে পূনরায় লভে চলে আসবে কথাটা সত্যি মর্কেট অনেক সময় লসে গিয়ে আবার লাভে চলে আসে কিন্তু এর জন্য দরকার বড় ধরনের ব্যালেন্স এবং প্রচুর ধৈর্য্য রাখাতে হবে। করণ ব্যলেন্স বেশি না হলে লসে গিয়ে ব্যালেন্স জিরো হওয়ার সম্ভাবনা থকে।
-
স্টপলস ছাড়া ট্রেড করা ভালো না কেননা ফরেক্স একটা আনপ্রেডিকটেবল মার্কেট যেখানে হটাত করেএ বড় ধরনের মুভমেন্ট হতে পারে। সেক্ষেত্রে স্টপলস না দেওয়া হলে পুরো একাউন্টের ব্যালেন্স জিরো হতে পারে। আর আমরা ট্রেডাররা সবাই চাইব যেন একটা ভুল ট্রেডের কারনে অ্যাকাউন্টে ব্যালেন্ন জিরো না হয়। এজন্য স্টপলস ছাড়া কখনই ট্রেড করা উচিত হবেনা।আপনি যত বেশি ট্কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। রেড ওপেন করবেন ব্রোকার প্রতিটি ট্রেড এ কিছু কমিশন নিবে । এই জন্য ফরেক্স ট্রেডিং এ আমরা উভয়ই লাভ করতে পারি।