-
জি আসলে আপনি একজন বৃধর অক্ষমতা গুলোকে প্রাধান্য দিছেন, তবে হা আমি বলতে পারব যে, ফরেক্স এ আমাদেরকে মাঝেই মাঝেই অনিয়ম করতে হয় আমাদের দৈনন্দিন রুটিন এ, যেটা বৃদ্ধদের ক্ষেত্রে মতেই উচিত নয়, বিশেষ করে অতিরিক্ত চিন্তা এবং টেনশনে থাকাটা অনেক ক্ষতিকারক একজন বৃদ্ধ মানুষের জন্য. তবে এ ধরনের কোনো অক্ষমতা যদি প্রাধান্য না পায় তবে অবসি তিনি ট্রেডিং চালাতে পারেন.
-
কিছু মনে করবেন না ভাইয়া , অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে আমি আপনার সাথে একমত পোষণ করতে পারছি না মনুষ্য বৃদ্ধ হলে স্মৃতি শক্তি লোপ পাই কিংবা কম বুজে এই ধরনের মতবাদ বাঙালি সমাজে প্রচলিত ! কিন্ত এ্টা সম্পূর্ণভাবে একটা ভুল ধারণা ! কারণ , মানুষ যত বৃদ্ধ হয় তত বেশি পরিপক্ব ও জ্ঞানী হয়ে থাকে তবে অসুস্থ হলে তা ভিন্ন কথা কিন্ত পাশ্চাত্য সমাজে মানুষ যতই বৃদ্ধ হোক না কেন মৃত্যুর আগ পর্যন্ত কাজ করে থাকে
-
জায়।ফরেক্স মার্কেট সবার জন্য তাই একজন বৃদ্ধ বয়সের লক ফরেক্স ট্রেড করতে পারে কিন্তু বৃদ্ধ বয়সে ফরেক্স ট্রেড করা উচিত না কারন বৃদ্ধ বয়সে ফরেক্স ট্রেড করলে অনেক কিছু বঝা সম্ভব না তাই ফরেক্স মার্কেট কঠিন মার্কেট ।
-
এ বাবসা সবার জন্য। আখানে কেউ জিবনে লাভ করতে পারবে না যদি শে বুদ্ধির সাথে বাবসা করতে না পারে। এখানে অনেক বৃদ্ধ লক আসে এবং তারা অনেক তাকা এঙ্কাম করতে পারে।
-
ফরেক্স মার্কেটে ব্রিদ্দ বয়সে ফরেক্স না করা ভাল কার এই বয়সের সময় কিছু ভাল ভাবে করা জায় না তাই বয়সের সমইয় এই সমস্ত কঠিন কোন জিনি না করা ভাল তাই ব্রিদ্দ বয়সে না করা ভাল ফরেক্স ট্রেড তাই এই বয়সে ফরেক্স ট্রেড থেকে বিরত থাকা ভাল।
-
আমার মনে হয় ফরেক্স ট্রেড করার জন্য কোন বয়স লাগে না আমরা যেকোনো বয়সে ফরেক্স ট্রেড করতে পারি কোন বৃদ্ধ যদি ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো জানে সে যদি ফরতেক্সের সকল মার্কেট এনালাইসিস করতে পারে তাহলে সে অবশ্যই ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারবে বলে আমি মনে করি আর বৃদ্ধ দের কখনো দুর্বল ভাবতে নেই
-
ফরেক্স ট্রেড এর কন বয়স নেই। তবে যদি কেও মার্কেট সম্পর্কে ভাল জ্যান থাকে তবে সে যে কোন বয় এ ট্রেড করতে পারে।
-
ফরেক্স ট্রেড এর জন্য বয়স কোন বাঁধা না। যেকোনো বয়স এর লোক ট্রেড করতে পারে। তবে তার এ বিষয়ে অনেক জ্ঞান থাকতে হবে।তাই ট্রেড বৃদ্ধ বয়সে করা যাবে । তবে তারে একটু সময় দিতে হবে। বেশি বৃদ্ধ হলে ট্রেড না করাই ভাল । কারন বেশী বৃদ্ধ বয়সে ট্রেড করলে লস হওয়ার সম্ভাবনা থাকে। তবে তারা যদি ইছা করে তবে করতে পারবে।
-
ফরেক্স ট্রেড ব্রিদ্ধ বয়সে না করা ভাল কারন বয়স বেশি হলে বুদ্ধি লোপ পেতে থাকে তকন কখন কি করি নিজে মনে রাখা সম্ভব হয় না তাই ব্রিদ্ধ বয়সে ফরেক্স না করা ভাল এই বয়সে ফরেক্স ট্রেড থেকে বিরত থাকা ভাল হয়।
-
ফরেক্সে ট্রেড করার জন্য বয়স কোন ব্যাপার নয় । যদি আমাদের মাথা ঠিকমত কাজ করে তাহলেই আমরা ফরেক্স করতে পারব । ফরেক্স করার জন্য যা দরকার তা হচ্ছে ফরেক্স মার্কেট যথাযথ ভাবে এনালাইসিস করার ক্ষমতা । আর আপনার লোভ সামলানোর ক্ষমতা । এই দুটি গুন যদি কারও মাঝে থাকে তাহলে সে অনায়াসে ফরেক্স করতে পারবে এবং ফরেক্স থেকে সফলও হতে পারবে । এজন্য বয়স কোন বাধা নয় । আর একটা কথা বয়স্ক ব্যাক্তিরা বেশি অভিজ্ঞ হয় ।