-
নিউজ ট্রেড একটি অতিব গুরত্ত পূর্ণ জিনিস । ফরেক্স মার্কেটে ভাল লাভ করতে হলে নিউজ ট্রেড অতিব জরুরী । তবে নতুন্দের জন্য নিউজ ট্রেড ভয়ংকর । তারা নিউজ ট্রেড অনুসরণ করলে লসের সম্ভাবনা বেশি থাকে । তবে যারা অভিজ্ঞ ট্রেডার তাদের জন্য নিউজ ট্রেড খুব ভাল । এর ফলে তারা অনেক বেশি লাভ করতে পারেন ।
-
ফরেক্স মার্কেটে নিউজ ট্রেড করে অনেক প্রফিট আয় করা যায়। তবে নিউজ ট্রেড করতে হলে অনেক অভিজ্ঞতা অর্জন করতে হবে। অভিজ্ঞতা ছাড়া নিউজ ট্রেড করলে ফরেক্স মার্কেটে অনেক লস হওয়ার সম্ভাবনা থাকে। তাই অভিজ্ঞতা অর্জন করে নিউজ ট্রেড করতে হবে এবং প্রফিট আয় করতে হলে বুঝে শুনে নিউজ ট্রেড করতে হবে। তা না হলে ফরেক্স মার্কেটে ব্যবসা করে সফল হওয়া যাবে না এবং এই মার্কেটে টিকে থাকা অনেক কষ্টসাধ্য হবে।
-
ভাল শিক্ষার মাধ্যমে আমরা সেরা ফরেক্স করতে পারি আপনি শিখতে পারেন আপনি ভাল জ্ঞান এবং ফরেক্স ট্রেডিং ব্যবসায়ের অভিজ্ঞতা অর্জন করতে সক্ষম হতে পারবেন যা আপনাকে আপনার ব্যবসায়ের ক্ষেত্রে সহায়তা করবে এবং এটি আপনার ট্রেডিংকে ওয়েলকে হিসাবে লাভজনকও করে তুলবে
-
নিউজ ট্রেড করার জন্য ফরেক্স সম্পর্কে অনেক ভালভাবে জানতে হয়। আর অবশ্যই নিউজ ভালভাবে বুঝতে হয়। নিউজ ভালভাবে বুঝতে পারলে নিউজ ট্রেড করে ফরেক্স থেকে অনেক আয় করা যায়। আর নিউজ ভালভাবে না বুঝলে লস হবার সম্ভবনা বেশি থাকে। তাই যারা ফরেক্স মার্কেটে নতুন তাদের উচিৎ নিউজ ট্রেড থেকে দূরে থাকা।
-
অনেক লোক মনে করে ট্রেডিং ফরেক্স কেবল ক্রয় বা বিক্রয় বোতামে মাউস ক্লিক করার বিষয়। দুর্ভাগ্যক্রমে ট্রেডিং এর চেয়ে বেশি এবং প্রচুর বৈদেশিক মুদ্রার ব্যবসায়ী তাই ব্যবসায়ের সাফল্য অপরিহার্য বলে মনে করে। যারা সাফল্য রেকর্ড করতে সক্ষম হবেন তারাই হবেন যারা শেখার এবং অনুশীলনে অত্যন্ত পরিশ্রম করেছেন।
-
নিউজ দেখে যদি আপনি ট্রেড করেন তাহলে আপনি অন্য সময় ট্রেড করার চেয়ে বেশি প্রফিট করতে পারবেন কেননা নিউজের সময় মার্কেটের মুভমেন্ট বেশি থাকে। আর নিউজ দেখেই ট্রেড করা ভালো কিন্তু নিউজ আগে ভালো ভাবে জানতে হবে কারন নিউজ এর উপর আপনার জানাশুনা না থাকলে আপনি নিউজ সর্ম্পকে বুঝতে পারবেন না । তাই আমি বলবো যে নিউজ দেখে ট্রেড করা ভালো কিন্তু নিউজ সর্ম্পকে আগে আপনাকে ভালো ভাবে জানতে হবে ।
-
ফরেক্স মার্কেটে নিউজ ট্রেডএকটি দারুন ভুমিকা রাখেএবং নিউজ ট্রেড করে অনেক প্রফিট করা সম্ভব তবে সে বিষয়ের উপর আপনারএকটি ভাল ধারনা থাকতে হবে তাহলে আপনি সেটা পারবেন তানা হলে আপনার লস হতে পারে।ফরেক্স মার্কেট নিউজের উপর প্রভাব ফেলে কারন ফরেক্স মার্কেট দেশের সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক প্রভাবেরউপর নির্ভর করে মার্খেট চলে তাই নিউজ ট্রডেএকটি ভাল দিক।
-
ফরেক্সে যদি নিউজ ট্রের্ডি করতে চান তাহলে এ সম্পর্কে আপনাকে অনেক জ্ঞান অর্জন করতে হবে এবং সাথে সাথে আপনাকে অনেক অভিজ্ঞতাও অর্জন করতে হবে ফরেক্সে এর গতি সবসময় উঠানামা করতে থাকে তাই ফরেক্স মার্কেট এ নিউজ অনুসরণ করে ট্রেড করলে লস এর সম্ভাবনা অনেক কম থাকে তাই ফরেক্সে উন্নতি করেতে চাইলে আমার মতে নিউজ এর কোন বিকল্প নেই বলে আমি মনে করি ।
-
আমার মনে হয় নিউজ ভালো ভাবে না বুঝলে নিউজ ট্রেড করা ঠিক না। কারণ নিউজ ট্রেড হইত আপনাকে বেশি লাভ দিবে। কিন্তু আপনি যদি নিউজ ভালো ভাবে না বুঝেন তাহলে আপনি যা লাভ করবেন, তার অনেক বেশি লস হবে। তাই আমার মনে হয় নিউজ না বুঝলে নিউজ ট্রেড করা ঠিক না। আমি নিজেও নিউজ ট্রেড করা বাদ দিয়েছি। কারণ আমি নিউজ ট্রেড এ অনেক বার অনেক লস করেছি।
-
ফরেক্স মার্কেট এ অনেক এই নিউজ এর উপর ট্রেড করে থাকে,কিন্তু আমি নিউজ তেমন বুঝিনা,তাই আমি সব সময় নিউজ ট্রেডিং থেকে বিরত থাকি,আমি আগে নিউজ ট্রেডিং করতাম কিন্তু এর রেজাল্ট ভালো হয়নি তাই এর পর থেকে বড় বড় নিউজ এর টাইম আমি ট্রেড থেকে বিরত থাকি।