ভাই ফরেক্স কোন ডিপোজিট মেশিন বা ব্যাংক নয় যেখানে আপনি আপনার অর্থ ডিপোজিট করলেন আর প্রফিট হতে থাকবে কিংবা আপনাকে ফরেক্স নির্দিষ্ট একটা পরিমাণ সুদ দেবে । ফরেক্স আর ব্যাংক কখনো এক নয় ।ব্যাংকে আপনি টাকা জমা রাখলে ব্যাংক আপনাকে নির্দিষ্ট একটা পরিমাণ সুদ দেবে । কিন্তু আপনি যদি ফরেক্স ট্রেডিং এ প্রফিট করতে চান তাহলে আপনাকে ট্রেডিং করা শিখতে হবে তারপর ট্রেডিং করতে হবে এটি আপনার লাভ হতে পারে আবার লস হতে পারে । তাই ব্যাংক এবং ফরেক্স ট্রেডিংকে কখনো এক পাল্লায় মাপবেন না ।