ফরেক্স এমন একটা মার্কেটিং প্লেস যেখানে যেকোনো বয়সের মানুষ ফরেক্স সম্পর্কে জেনে ফরেক্স থেকে আয় করতে পারে। ফরেক্সে কাজ করতে কোনো বয়স লাগেনা। শুধু ফরেক্স সম্পর্কে জানতে পারলেই চলবে।তাই ১৮ বয়সের যেকেউ ফরেক্স করতে পারবে।
Printable View
ফরেক্স এমন একটা মার্কেটিং প্লেস যেখানে যেকোনো বয়সের মানুষ ফরেক্স সম্পর্কে জেনে ফরেক্স থেকে আয় করতে পারে। ফরেক্সে কাজ করতে কোনো বয়স লাগেনা। শুধু ফরেক্স সম্পর্কে জানতে পারলেই চলবে।তাই ১৮ বয়সের যেকেউ ফরেক্স করতে পারবে।
ফরেক্সে বয়স নিয়ে কোন ভেদাভেদ নাই যে কোন বয়স এর লোক ফরেক্স মার্কেটে ব্যবসা করতে পারবে তার জন্য দরকার সুধু অভিজ্ঞতা ও ধোর্য্য এই দুইটা জিনিস যার ভেতরে আছে সে ফরেক্স মার্কেটে ব্যবসা করতে পারবে । সুতরাং ফরেক্সে যেকোন বয়স এর মানুষ ট্রেড ব্যবসা করতে পারবে ।
হ্যাঁ যারা ১৮ বছরের তারা ফরেক্স এ ট্রেড করতে পারবে কারন এ কোন বয়সের বাঁধা নেই। যে কোন বয়সের মানুষ এ কাজ করতে পারে।
ফরেক্স এমন ব্যবসা যা আপনাকে ঝুকি নিয়েই ট্রেডিং করতে হবে । এই ঝুকি নিয়েই আপনাকে ফরেক্স মার্কেট থেকে মুনাফা আয় করতে হবে । এই ঝুকি কমাতে আপনাকে অনেক ভালো এনালাইসিস করতে শিখতে হবে ।তবে এখনে আমি নির্দিষ্ট পরিমান ঝুকি নিয়ে ট্রেড করিনা।আমি একক সময় একেক ধরনের ঝুকি নিয়ে ট্রেড করি। যদি ১০০ ডলারের একাউন্ট হয় তবে সর্বনিম্ন ৭০ ডলার পর্যন্ত ব্যালেন্স রাখার চেষ্টা করি। তবে অনেক সময় অনেক ভুল হয়েও যায় সেক্ষেত্রে আবার অন্যরকম ব্যবস্থা গ্রহন করি ।
যে কেউ ফরেক্স ট্রেড করতে পারে, এর জন্য বয়স কোন ব্যাপার নয়, তবে একাউন্ট ভেরিফিকাসন এর সময় সমস্যা হবে।
ফরেক্সে ট্রেড করতে হলে বয়সটা কোন ব্যাপার নয় ফরেক্সে ট্রেড করে এখান থেকে ভাল প্রফিট এবং এখানে টিকে থাকার জন্য ভাল ফরেক্স ট্রেডিং জানাটাই হল মূল বিষয়। যেকোনো বয়সের মানুষই ফরেক্সে ট্রেড করার অধিকার রাখে তবে ট্রেড করে ভাল প্রফিট লাভ করতে হলে তাকে বা সেই বেক্তিকে অবশ্যই ভাল ফরেক্স ট্রেডিং করতে জানতে হবে এবং যথেষ্ট দক্ষতা এ অভিজ্ঞতা অর্জন করতে হবে।
যেকোনে বয়সের শিশু ফরেক্সে ট্রেড করতে পারে তবে তার জন্য তাকে অবশ্যই ফরেক্স ট্রেড করা জানতে হবে। এটি খুব একটা সহজ কাজ নয়।ফরেক্স র্মাকেটে ট্রেডিং করতে হলে তাকে কতগুল বিষয় বুঝতে হবে । র্মাকেট এনালইসিস ও র্মাকেট করেন্সি ইত্যাদি । এখানে জ্ঞানও দক্ষতা ভিত্তিতে কাজ করেতে হয়। তবে শিশুদের এ কাজ না করা ভাল কারন এখানে রিয়েল ডলাররে মত র্ভাচুয়াল ডলার দিয়ে ট্রেডিং করতে হয় । এটি একটি ব্যাবসা এবং এটি মানসিক চাপের প্রভাব ফেলে ।
তবে আমার মতে যারা ১৮ বছরের নিচে তার ট্রেডিং করা খুব বেশি দরকার নেই । কারন ১৮ বছরের নিচে একটি ছেলে/মেয়ে পড়ালেখা করে, আর এই সময় সে যদি ফরেক্সে আয় নিয়ে ব্যস্ত হয়ে যায় তার আর পড়ালেখা ভালো হবেনা । কারন তার মাথায় টাকা আয়ের লোভ চলে আসবে । আর তাছাড়া একটি ব্রোকারকে বোকা বানানোর জন্য এতো নিজের আইডি না থাকলে অন্যের আইডি দিয়ে কেন ট্রেড করবে ? তার মানে হচ্ছে আমরা ফরেক্সকে একটি গেম ভাবছি, যা কখনোই উচিৎ নয় ।
ফরেক্স ব্যবসা ১৮ বছর না হলে করা যাবে না তা নয়। যেহেতু সবকিছুর একটি নিয়ম আছে। নিয়ম মেনে কাজ করতে গেলে ১৮ বছর না হলে ফরেক্স করা যাই না। আবার ১৮ বছর এর নিচে ফরেক্স করতে পারেন প্রফিট করলে আপনার একাউন্তটি ভেরিফাই করতে গেলে আপনাকে অন্যের আইডি কাড ব্যবহার করে ভেরিফাই করতে কবে।
আমি মনে করি আপনি যে প্রশ্ন করেছেন শুধু মাএ অবুজদে মত কথা ১৮ বছরে নিচে যরা তারা কি ফরেক্স টেডিং করতে পারে । হ্যা আমার বয়স মাএ ১৫ বছর ফরেক্সে আমি নিজেও ট্রেডিং করে কম বয়সে একজন দক্ষ ট্রেডার হিসেবে যথেষ্ট সুনাম আছে এবং সুপরিচিত ।