-
আমি ফরেক্সে ট্রেডিং এর শুরুতেই (ইউর ইউএসডি) পেয়ারে ট্রেড করেছি এবং আমি মার্কেট এনালাইসসি করে এই পেয়ারেই বেশি ট্রেড করে থাকি। এই পেয়ারে ট্রেড করতে আমার খুব ভালো লাগে। বেশির ভাগ ট্রেড করেই এই পেয়ারে আমি প্রফিট করছি। তবে অনেক পেয়ারই আছে এক এক ট্রেডারের কাছে এক এক পেয়ারে ট্রেড করতে ভালো লাগে।
-
আমি সাধারনত ইউএসডি পেয়ার পছন্দ করি । আমি ফরেক্স এর শুরুতে ইউএসডি পেয়ার নিয়ে কাজ করি , ইউএসডি পেয়ার আমার খুব ভাল লাগে । কিন্তু কেন ভাল লাগে তা আমি জানি না । আমার ট্রেনিং মাস্টার আমাকে ইউএসডি পেয়ার নিতে বলেছে তাই আমি এটি ব্যবহার করি ।
-
ফরেক্স মার্কেটে পছন্দ পেয়ার একেকে জনের একেকেটি তবে আমার সব চাইতে পছন্দ পেয়ার হল euro/usd । কারণ এ পেয়ার থেকে আমি ভালো প্রফিট করতে পারি। যদিও অন্যান্য পেয়ারও অনেক লাভজনক ট্রেড করা যায় এটি সম্পূর্ণ নিজের উপর নির্ভর করে।
-
ফরেক্স মার্কেট এ বিভিন্ন ধরনের পেআর লক্ষ্য করা যায় তাদের মধ্যে কিছু পেআর রয়েসে যাদের কমিসন বা স্প্রেড অনেকবেশী হয়ে থাকে আবার কিছু পেআর রয়েসে যাদের স্প্রেড অনেক কম আমাদের উচিত, অতএব পছন্দীয় পেয়ার ছাড়া আমরা কখনোই ট্রেড করব না । যে ট্রেডার যত বেশী পেয়ার অনুসরণ করে ট্রেড করবে সে অবশ্যই লাভবান হতে পারবে । অতএব আমরা পছন্দীয় পেয়ারে ট্রেড করার চেষ্টা করব ।
-
ফরেক্সে পছন্দের পেয়ারের ব্যাপারটি একেকজনের নিকট একেকরকম। কিন্তু আমার সবচেয়ে পছন্দের পেয়ার হচ্ছে ইউরো/ইউএসডি পেয়ার। আমার এই পেয়ারে ট্রেড করতে অনেক ভালো লাগে। কারন এই পেয়ারের উঠানামা অনেক বেশি। আর এই পেয়ারে ট্রেড করতে করতে আমার একটা ভালো লাগা তৈরি হয়েছে। তাই আমি এই পেয়ারেই ট্রেড করি। তবে পছন্দের ব্যাপারটি সবার নিকট একই নয়।
-
আমি ফরেক্স সম্পর্কে আগে কিছুই জানতাম না। বন্ধুর কাছে থেকে পেয়ার সম্পর্কে জনার পর থেকে আমি যে সকল পেয়ারে ট্রেডিং করি তা হল eurusd, eurjpy, gbpjpy, gbpusd, usdjpy। তবে আমি বলতে চাই যে, আপনি যদি নতুন ট্রেডার হন তাহলে আপনি ইউরো-ইউ্এসডি পেয়ার বেছে নিতে পারেন। কারন এই পেয়ারের ভোলাইটিটি অনেক কম আর এখানে লাভ করা অন্য পেয়ারের চেয়ে অনেকটা সহজ।
-
আমি ফরেক্স এ নতুন তাই আমি এখনো ট্রেডিং একাউন্ট খুলি নাই তবে আমার ডেমো একাউন্ট আছে তাতা আমি ট্রেড শিখছি সেইটিতে আমার পছন্দর পেয়ার audcad এটি আমার ডেমোতে সবচেয়ে পছন্দনীয় পেয়ার আমি ডেমোতে বেশিরভাগ এই পেয়ারেই লাভ করে থাকি। তাই আমি এই পেয়ারটিতেই গুরুত্ব বেশি দিই। আর এই পেয়ারে আমার সর্বট্ঠ ডেমোতে লাভ হয়ে ১ ডলারের ভলিউভে ৯৬ ডলার
-
আমি সাধারনত ইউএসডি পেয়ার পছন্দ করি । আমি
ফরেক্স এর শুরুতে ইউএসডি পেয়ার নিয়ে কাজ করি ,
ইউএসডি পেয়ার আমার খুব ভাল লাগে । কিন্তু কেন
ভাল লাগে তা আমি জানি না । আমার ট্রেনিং
মাস্টার আমাকে ইউএসডি পেয়ার নিতে বলেছে
তাই আমি এটি ব্যবহার করি ।
-
আমাদের কে নানা পেয়ারে ট্রেড করতে হয়ে থাকে কিন্তু আমাদের কে বেশী করে ভাল করে ট্রেড করতে হলে আগে একটি পেয়ার সিলেক করতে হবে তবেই আমরা পারব এই মার্কেট থেকে বেশী করে লাভ করতে ভাল পেয়ার দিয়ে ভাল করে লাভ করার জন্য আমাদের কে চেষ্টা করতে হবে ।
-
আমি সাধারণত Euro USD GBPUSD Gold Oil এসকল পিয়ারে ট্রেড করতে পছন্দ করি তবে বেশি পছন্দ করি ইউরো ইউএসডি তে ট্রেড করতে এখানে মার্কেট আপডাউন করে তুলনামূলক একটি রেঞ্জের ভিতরে থাকে যা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে লাভের পরিমাণ ও যদিও কম থাকে কিন্তু ক্ষতির পরিমাণ কম থাকে তাই আমি এই পেয়ারে ট্রেড করতে বেশি পছন্দ করি।ফরেক্স মার্কেটে আমার সবচাইতে পছন্দনীয় পেয়ার হচ্ছে eur-usd ।এই পেয়ার ট্রেড করতে আমি খুব পছন্দ করি।আপনি যদি নতুন ট্রেডার হন তাহলে আপনি ইউরো-ইউ্এসডি পেয়ার বেছে নিতে পারেন। কারন এই পেয়ারের ভোলাইটিটি অনেক কম আর এখানে লাভ করা অন্য পেয়ারের চেয়ে অনেকটা সহজ। তবে পেয়ার পছন্দ করাটা পুরোটাই আপনার উপর নির্ভর করে।