-
হা ভাই ফরেক্স কে আমি ও খুব ভালবাসি । ফরেক্স আমার আয়ের পথ করে দিয়েছে, আমার জীবনের চাকা সচল করেছে । আমি মনে করি যদি আপনি ফরেক্স এ কিছু করতে চান তাহলে আপনার ধৈর্য এবং ফরেক্স এর প্রতি ভালবাসা থাকতে হবে । আমিতো ফরেক্স এর মাধমে ভাল আয় করতে পারি এবং ভাবছি ফরেক্স কে আমার পেশা হিসেবে নিবো ।
-
ফরেক্স ফরেক্স ফরেক্স বাংলাদেশ ফরেক্স
যখনি মনে পরে তোমায় জাগে ইন্টারেষ্ট।
তোমার জানালা দিয়া ডলার উড়ায়
যতই দেখি তোমায় দেখা না ফুরায়।
হে ফরেক্স তোমায় আমি কত যে ভালবাসি
তাই তো তোমার কাছে বার বার ছুটে আসি।
-
ব্যক্তিগতভাবে বলবো আমি একজন ছাত্র তাই ফরেক্স মার্কেটে আমি খুব বেশি একটা সময় দিতে পারিনা, তবে যতটুকু পারি সেটাই আমার জন্য অনেক, আর ফরেক্স থেকে আমি মোটামুটি ভালো লাভবান হচ্ছি তাই ফরেক্সকে আমি খুব ভালবাসি কারন ফরেক্স থেকে আমি খুব অল্প পরিশ্রম করে বিনা পুজিতে প্রফিট অর্জন করতে পারতেছি।
-
ফরেক্স ব্যবসাকে আমার অন্তরের চাইতেও বেশী ভালোবাসি । কারণ এই ব্যবসা করে আমার ইচ্ছা হল স্বপ্ন পূরণ করব । সুতরাং কতটা যে ফরেক্সকে ভালোবাসি তা আপনাদের বুঝাতে পারব না । সুতরাং আমরা সব সময় ফরেক্স ব্যবসাকে অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসব তাহলে যদি উন্নতি করার যায় ।
-
আমি ফরেক্সকে সত্যি অনেক ভালবাসি।আমি আগে যখন অন্য কাজ করতা মোন্টা খারাপ থাকতো আর এখন ফরেক্সে এসে আমার খুব ভালো লাগছে নিজেকে।তাই আমি ফরেক্স বিজনেস করি বলি বলে ভালবাসি না আমি ভালবাসি কারন ফরেক্স আমার জিবনে কথা বলা চলা ফেরা এমন কি মানুষের সাথে কথা বলা বদলে দিয়েছে।
-
আসলে ফরেক্স আমার খুব ভাল লাগে ।আমি একজন ছাএ তারপর ও আমি দিন এর মদ্ধে যত টুকু সময় পাই ফরেক্স এ কাজ করি আমি আমার সময় গুল কে কখন ও নষ্ট করি না তাছাড়া আমি ছুটির দিন প্রায় সারা দিন ফরেক্স এ কাজ করি ছুটীর দিন ফরেক্স এ কাজ করা ছাড়া আমার তেমন কোন কাজ থাকে না তাই প্রায় সারা দিন এ ফরেক্স এ থাকি আর এটা আমার কাছে খুব ভাল লাগে।
-
ফরেক্সকে ভালবাসি কিনা সেটা জানে না । তবে ফরেক্স আমার খুব ভাল লাগে। ফরেক্স এ থেকে আমার ভাল লাগার কারন হল ফরেক্স অনেকটা গেম’স এর মত। আমি যখন ট্টেড করে লাভের দিকে যায় তখন আমার কাছে মনে হয় যে আমি জিতে যাচ্ছি আর যখন লস এর দিকে যায় তখন আমার মনে হয় যে আমি হেরে যাচ্ছি। আর এ ফরেক্স এ হারা জেতা মধ্যোই আমার কাছে ফরেক্স অনেকটা ন্সেহ ও ভালবাসা হয়ে উঠছে।
-
ট্রেড করেছি।প্রথমে ডেমোতে লস হত কিন্তু কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। অনেক দিন ট্রেড করার পরে আমি ডেমোতে প্রায় সময় লাভ করতাম।আমি যখন দেখলাম ডেমোতে ট্রেড করার পরে বেশীর ভাগ সময়ে লাভ হয় তখনই রিয়ালে ট্রেড শুরু করলাম।আপনি ও প্রথেমে ডেমোতে শুরু
-
ব্রোকার একটা স্পেড কটে নেয়।আপনি ট্রেড অপেন করার সাখে সাখে ৩ পিপস স্পেড ব্রোকার কেটে নেয়।এভাবে আপনি যতবার ট্রেড অপেন করবেন ব্রোকার ততবার স্পেড কেটে নেয়।তাছাড়া অন্যভাবে ব্রোকারের কোন লাভ হয় নাকি তাহা আমার জানা
-
ফরেক্স কে আমি অনেক অনেক ভালোবাসি ,ফরেক্স এর জন্য আজ আমি নিজে একটি পথ খুজে পেয়েছি অরথ উপার্জনের । ফরেক্স করে আমি নিজের খরচ নিজে চালাই এতদিন বেকার ছিলাম নিজেকে খুব ছোট ছোট লাগত কিন্ত আজকে আমি অনেক খুশি ।ফরেক্সক অনেক অনেক ধন্যবাদ আমাদের জন্য নতুন দুয়ার খুলে দেয়ার জন্য ।