-
আমরা ফরক্সে ট্রেড করি ফরেক্স থেকে আয় করার জন্য। ফরেক্স এমনি একটি ব্যবসা যেখান থেকে খুব অল্প সময়ে বেশি আয় করা যাই। তবে ফরক্স থেকে আয় করতে হলে ফরেক্স সম্পর্কে আগে ভালো ভাবে জানতে হবে ট্রেড করা সম্পর্কে ভালো অবিজ্ঞতা থাকতে হবে। ফরেক্স ট্রেড করা সবার উদ্দেশ্য একজন ভালো ট্রেডার হওয়া এবং ফরেক্স থেকে আয় করা।
-
আমরা ফরেক্স ট্রেডিং করি কারন আমরা এখান থেকে আয় করতে চাই। এখান থেকে আয়ের মাধ্যমে আমরা স্বাবলম্বি হতে চাই , নিজের হাতখরচের অর্থ যোগাতে চাই, নিজের ক্যারিয়ার বানাতে চাই। আপনি যদি এখানে প্ল্যান করে কাজ করেন তবে অবশ্যই টিকে থাকতে পারবেন। এখানে আপনি সফল হতে পারবেন যদি সঠিক ভাবে প্ল্যান করে আগাতে থাকেন।
-
আমার মনে হয় আমরা সবাই ফরেক্স করি টাকার জন্য । ফরেক্স নিয়ে আমার আগ্রহ ব্যাপক । অন্যান্যদের মত ফরেক্স মার্কেট নিয়ে আমারও অনেক আশা রয়েছে । আমি আশা করি ফরেক্স মার্কেট থেকে আমি আমার অর্থনৈতিক চাহিদা মেটাতে সক্ষম হব । ফরেক্স মার্কেটে এটাই আমার চাওয়া । ধন্যবাদ ।।
-
ফরেক্স ট্রেডিং একমাত্র ও প্রধান কারণ হলো মুনাফা করা । প্রত্যেক ব্যবসায়েরই প্রধান উদ্দেশ্য হলো মুনাফা অর্জন করা আর ফরেক্স যেহেতু এক প্রকার ব্যবসায় সেহেতু ফরেক্সএরও একমাত্র লক্ষ্যই হলো প্রফিট করা । তবে সেজন্য আমাদের প্রচুর স্টাডি করতে হবে ।
-
আমি মনে করি সবার ফরেক্স ট্রেডিং করার মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করার মাধম্যে নিজেকে প্রতিষ্ঠিত করা । আসলে সবারই একটাই লক্ষ্য থাকে আর তা হচ্ছে নিজের টার্গেট অনুযায়ী মার্কেট থেকে ট্রেডিং এর মাধম্যে লাভ বের করে আনা । কিন্তু সবাই এখানে লাভ করতে পারে না কারন সবার লাভ করার মত যোগ্যতা থাকে না।
-
ফরেক্স ট্রেডিং আমরা উপ্পার্জন করার জন্য করি.আইটির উপ্পার্জন পদ্ধতি মানুষকে এতটাই আকর্ষণ করেছে যে আজকাল অনেকেই ফরেক্স ট্রেডিং করছে উপ্পার্জন করার জন্য.এইখানে বিনিময় করা যাচ্ছে মুদ্রা,তেল,শোনা যা একটি দেশের সাথে অন্য দেশের সাথে হচ্ছে.এইখানে মুদ্রা বিনিময় করার জন্য অনেক পেয়ার রয়েছে যা বিভিন্ন টাইম ফ্রেম এ করে উপ্পার্জন করা যায়.
-
ফেরক্স এ কাজ করার জন একটি সাজান গোছান ভাবে কাজ করতে হয়, আর সে কারনে ফরেক্স এর কাজ শিখতে হয়। আর কাজ না শিখে কাজ করলে কাজ এ ভূল হয়, এ কারনে ফরেক্স এ লছ হতে পারে। তই কাজ শিখে ফরেক্স করা ভালো।
-
আমার মনে হয় অনেক গুলোতে ইনভেস্ট করাই ভালো। এতে করে করে একদিকে লস হলে অন্য দিকে লাভ হবেই। এতে করে লসটা পুষিয়ে আসবে এবং লাভের মুখ দেখা যাবে সহজেই। তাই আমার দিক দিয়ে অনেক গুলো দেশের কারেন্সি কেনা বেচা করা উচিৎ।
-
ফরেক্স মার্কেট বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় একটি মার্কেট। এই মার্কেটে বিশ্বের গুরুত্বপূর্ণ সকল কারেন্সি কেনা বেচা করা হয়ে থাকে।ফরেক্স বিজনেস স্বাধীন ও মুক্ত একটি পেশা। এখানে স্বাধীন ভাবে নিজের ইচ্ছামতন সময়ে ট্রেডিং করা যায় বলে বর্তমান বিশ্বে ফরেক্স অনেক জনপ্রিয় একটি বিজনেস। ফরেক্স মার্কেট থেকে অনেক বেশি প্রফিট করা যায় যদি আপনার ট্রেডিং বিষয়ে দক্ষতা ও অভিজ্ঞতা থেকে থাকে।
-
যেহেতু ফরেক্স একটি উপ্পার্জন এর মাধ্যম আমরা সবাই এইটি করি উপ্পার্জন করার জন্যই.এবং আমরা অনেকেই এইটি উপ্পার্জন করার জন্য করি কারণ এইটি একটি উত্তম উপ্পার্জন মাধ্যম এইখানে মূলধন বিনিয়োগ করার মাধ্যমে লাভবান হবিয়া যায়,এইটি অনলাইন ভিত্তিক আয় এর মাধ্যম যা ঘরে বসেই করা যাই,যেকোনো সময় নিজের ইচ্ছামত করা যায় অর্থাত স্বাধীন পেশা.সকল শ্রেনীর পেশার লোক এইটি করতে পারে এবং কোনো শিক্ষাগত যোগ্যতা লাগেনা.এইসব কারণে আমরা ফরেক্স ট্রেডিং করি.