-
ফরেক্স অবশ্যই জুয়া খেলা নয়। জুয়া খেলায় লাভ করতে হলে অর্থ দরকার দক্ষতা এবং শ্রম লাগেনা। কিন্তু ফরেক্সে উপার্জন করতে হলে শুধুই অর্থ নয় সেই সাথে কঠোর পরিশ্রম, ধৈর্য, বুদ্ধি, এবং দক্ষতার দরকার আছে। তাই ফরেক্সকে অবশ্যই জুয়া খেলার সাথে তুলনা করা চলেনা। ফরেক্স একটি সামাজিক পেশা। যা সবাই করতে পারে।
-
এই মার্কেট এ কিছু সংখ্যক লোক আসলেই জুয়াড়ি কেননা তারা এখানে আসে বাই সেল খেলতে তারা কোন এনালাসিস এর ধার ধারে না চোখ কান বুঝে শুধু বাই সেল করে যায় অনেকটা কয়েন টস এর মত করে অনেক সময় তাদের পক্ষে যায় আবার বিপক্ষে ও যায় এটাকে জুয়ার মত মনে করে ইচ্ছা মত না বুঝে না এনালাইসিস করে ট্রেড নেয় তাহলে সেটা জুয়ায় পরিণত হবেই আর যদি কেউ জুয়া মনে না করে এনালাইসিস করে, বুঝে, ভেবে চিন্তে ট্রেড করে তার জন্য সফলতা আসবেই ।
-
ব্যবসায় যেমন নিয়ম কানুন আছে তেমনি এখানেও রাভ করতে গেলে আপনাকে সে সব নিয়ম কানুন মানতে হবে, জুয়া হলো চাতুরীরি খেলা কিন্তু আপনি এখান থেকে ট্রেড করেই সুধু মাত্র টাকা কামাতে পারেন যার জন্য আপনার মেধা আপনার মূলধন আপনাকে ব্যবহার করতে হবে, কিন্তু জুয়াতে কোন মেধার দরকার নেই । তাই ফরেক্স আর জুয়া এক বিষয় নয় ।
-
ফরেক্স অনেকেই না বুঝে জুয়ার সাথে তুলনা করে থাকেন। আসলে এটা তাদের চরম একটি ভুল ধারনা। ফরেক্স করতে হলে ফরেক্স নিয়ে স্টাডি করতে হবে। তার জন্য অনলাইনে অনেক রিসোর্স আছে। আপনাকে কোন প্রতিষ্ঠান বা রিসোর্স থেকে ফরেক্স বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে।
-
ফরেক্স হল এক রকম ব্যাবসা ফরেক্স কোন ভাবেই জুয়া হতে পারে না। কারন যেখানে আমি ফরেক্সের উপর দক্ষতা অর্জন করে ইভেস্ট করে মেধা খাটিয়ে,নিয়মিত সময় ব্যায় করে,প্রযৃাপ্ত পরিমান ঝুকি বহন করে তার পর আয় করছি সেখানে কোন অবস্হায়ই এটি জুয়া বা খেলা মনে করা উচিত হবে না। ফরেক্স এর জন্য আমাদের বিভিন্ন দেশের অর্থনৈতিক অবস্থা পর্যালোচনা করতে হয় কিন্তু জুয়া খেলতে গেলে তো এমন করা লাগে না তাহলে কেন আমরা শুধু শুধু ফরেক্স এর মত এমন একটি সম্ভাবনা ময় ব্যাবসা কে জুয়ার মত হারম কাজের সাথে তুলনা করব । ফরেক্স আমাদের দক্ষতা আর পরিশ্রমের ফল তানাহলে আমরা ফ্রেক্সে সফল হতে পারি না ।
-
ফরেক্স আমি জুয়া হিসেবে দেখি না। কারন জুয়া খেলা সম্পূর্ণ আপনার ভাগ্যর দ্বার পরিবর্তন করে। আর ফরেক্স যদি ভাগ্যের উপর ছেড়ে দেন তাহলে ফরেক্স থেকে কোনদিন লাভ এর মুখ দেখতে পারবেন না। আর যদি ফরেক্স জুয়া খেলা হতো আমি নিজেই ফরেক্স করতাম না।
-
ফরেক্স ট্রেডিংকে কোন লটারী বা জুয়া খেলা মনে করার কোন কারণ নেই। এটা সম্পূর্ণ বিজনেস। বর্তমান পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় , বৃহত্তম মুদ্রা বাজার। এখানে প্রতিদিনের টার্ণওভার হলো ৫.৫ট্রিলিয়ন ডলার । একদিনের এত লেনদেন পৃথিবীর দ্বিতীয় কোন ব্যবসায় নেই। জুয়া খেলা হলো সম্পূর্ণ ভাগ্যের উপর ছেড়ে দেয়া , যেখানে নিজের করার কিছু থাকে না। কিন্তু ফরেক্স ট্রেডিংয়ে সব কিছু নিজের নিয়ন্ত্রণে থাকে । কত লাভ করবেন, কত লস করবেন , কত ইনভেস্ট করবেন সবকিছুই নিজের নিয়ন্ত্রণে ।
-
বাংলাদেশ কয়েক বছর আগে বেটিং সাইট গুলো বন্ধ করে দেয়া হয়েছে যেগুলো সম্পূর্ণ বেআইনি। কিন্তু ফরেক্স বন্ধ করেনি তারমানে বোঝাই যাচ্ছে ফরেক্স বেআইনি বা জুয়া হিসেবে বিবেচিত নয়। বাজি হলো সেটি যা কোনপ্রকার না জেনে না বুঝে টাকা আদান প্রদান করা হয়। কিন্তু ফরেক্স সম্পর্কে অনেক কিছু জানতে হয় মার্কেট সম্পর্কে এনালাইজ করতে হয় দেন লাভ লস নির্ধারণ হয়। তাই ফরেক্স কে জুয়া বা বাজি বলা যায় না।
-
ফরেক্স কোন জুয়া নয়। ফরেক্স একটি আন্তজার্তিক শেয়ার মার্কেট যেখানে বিভিন্ন ধরনের মুদ্রা ক্রয়-বিক্রয় করা হয়। বিভিন্ন ধরনের মুদ্রা কারেন্সি আকারে ক্রয়-বিক্রয় করে থাকেন বিভিন্ন দেশের কারেন্সি ট্রেডারগন। আর এই ক্রয় বিক্রয়ের মধ্যে যা ট্রেড করে প্রফিট করা হয় তাই হল ফরেক্স থেকে আয়। কেউ যদি দাবি করেন যে ফরেক্স একটি জুয়া তাহলে সেটা ভুল হবে বললে।
-
প্রশ্নই ওঠে না , ফরেক্স কোন লটারী বা জুয়া খেলা নয়। জুয়া খেলার সাথে ফরেক্স ট্রেডিং মিশিয়ে কোন লাভ নেই বা কেউ মনে করলে সেটা তার অজ্ঞতা। জুয়া খেলা কারো কোন নিয়ন্ত্রণে থাকে না। কিন্তু ফরেক্স বিজনেস আপনার ইচ্ছামত পরিচালিত হবে। কারণ আপনি কখন এ্যান্ট্রি দিবেন ,কখন ক্লোজ করবেন বা কখন ওপেন দিবেন সেটা আপনার ব্যাপার।