আপনি যদি ফরেক্স করতে চান তবে করতে পারেন | আপনি যেহেতু টেডদিয়ে লস করেন নাই তবে আমার মতে আপনি ফরেক্স এর সাথে থাকুন | আর আপনি বাবসা করার কথা বলেছেন আপনি যদি মনে করেন বাবসা ফরেক্স এর পাশা পাশি করবেন আপনি করতে পারেন|
Printable View
আপনি যদি ফরেক্স করতে চান তবে করতে পারেন | আপনি যেহেতু টেডদিয়ে লস করেন নাই তবে আমার মতে আপনি ফরেক্স এর সাথে থাকুন | আর আপনি বাবসা করার কথা বলেছেন আপনি যদি মনে করেন বাবসা ফরেক্স এর পাশা পাশি করবেন আপনি করতে পারেন|
আপনি যদি ফরেক্স করতে চান তবে করতে পারেন | আপনি যেহেতু টেডদিয়ে লস করেন নাই তবে আমার মতে আপনি ফরেক্স এর সাথে থাকুন | আর আপনি বাবসা করার কথা বলেছেন আপনি যদি মনে করেন বাবসা ফরেক্স এর পাশা পাশি করবেন আপনি করতে পারেন| তবে আমি বলব আপনি ফরেক্স ও বাবসা এক সাথেকরতে পারেন।।
আপনি চাইলে ফরেক্স করতে পারেন অনেক সহজে কারন ফরেক্স করে এখন অনেকেই তাদের জীবন কে বদলে দিচ্ছে আমি মনে করি পেশা হিসাবে ফরেক্স হল সর্বত্তম বেবসা যারা এখন এই ফরেক্স মার্কেট এ আছেন তারা সব সময় চান ফরেক্স থেকে ভাল কিছু করতে ।
আমি মনে করি আপনি যদি ফরেক্স ট্রেডিং ভাল বুঝেন এবং আপনার যদি শক্ত ট্রেডিং অভিজ্ঞতা এবং জ্ঞান থেকে থাকে তা হলে আপনি পেশা হিসাবে ফরেক্স ট্রেডিংকে বেছে নিতে পারেন কারন এই পেশা সন্মান এবং মর্যাদাপূর্ন পেশা যেখানে রয়েছে আয়ের অপার সম্ভাবনা।সেই জন্য আমি মনে করি ফরেক্স ট্রেডিং পেশা হিসাবে অনেক ভাল একটি উতস।
আসলে ফরেক্স ট্রেডিং করা না করা এটি সম্পূন্য আপনার বিষয় তবে আমি আপনাকে এতটুকু বলতে পারি যে ফরেক্স ট্রেডিংয়ের মাধ্যমে প্রতারিত হওযার কোন সুযোগ নেই পাশাপাশি আপনিও এখানে কোন প্রকার অসত পথে আয় করতে পারবেন না আপনাকে এখান থেকে ভাল ভাবে আয় করতে হলে অবশ্যই ট্রেডিং দক্ষতা এবং অভিজ্ঞতার আলোকে তা করতে হবে।
বাংলাদেশের কথা জানিনা।তবে বাইরের দেশে অনেকে আছে যারা পেশা হিসেবে ফরেক্সকে বেছে নিয়েছেন।সুতরাং আমরা যদি ভাল ট্রেডার হিসেবে নিজেদের গড়ে তুলতে পারি তাহলে আমরা অবশ্যই প্রফেশনাল ট্রেডার হতে পারব।আর সেজন্য আমাদের নিজেদের অনেক কষ্ট করতে হবে।
যার যেমন দরকার সে ফরেক্সকে কাজে লাগিয়ে তেমনি কাজ করবে । পেশা হিসাবে ফরেক্স করা যায় । এছাড়া ফরেক্সকে কেউ পার্ট টাইম জব হিসাবেও মনে করে কাজ করতে পারে । যেহেতু ফরেক্স থেকে টাকা আয় করা যায় সেহেতু যার যেমন ইচ্ছা সে তেমনি ভাবে ফরেক্সকে মনে করবে । ফরেক্সে কে পেশা হিসাবে কাজ করে নিজের জীবনকে পরিবর্তন করা যেতে পারে । যারা ফরেক্সকে পেশা হিসাবে মনে করবে তারা ফরেক্স থেকে অনেক টাকা আয় করতে পারবে । আর যারা পার্ট টাইম হিসাবে কাজ করলে তারা লাভ কম করবে । তবে ফরেক্স থেকে সবাই টাকা আয় করতে পারবে ।
পেশা হিসেবে ফরেক্সকে বেছে নেবেন কি না এটা সম্পূর্ণ আপনার নিজের উপর নির্ভরশীল। আপনি যদি মনে করেন আপনি ট্রেডে দক্ষতা অর্জন করেছেন এবং আপনি বেশ ভাল রকম প্রফিট করে এগিয়ে যাচ্ছেন তবে আমি বলব ফরেক্সকে পেশা হিসেবে গ্রহণ করতে আর কোন বাধা নেই। তবে আগে নিজের দক্ষতাকে সানিয়ে নিন।
ফরেক্স পেশা হিসেবে আপনি করতে পারবেন। এখানে সব শ্রেণীর লোকেরা ফরক্স করতে পারে। যেহেতু এই ফরক্স আন্তর্জাতিক ব্যবসা তাই আপনি স্বাধীন ভাবে এ ফরেক্স এ পেশা হিসেবে করতে পারেন। তবে আপনাকে ফরেক্স সম্পর্কে ভাল জ্ঞান অর্জন করতে হবে এবং অনেটা অভিজ্ঞতা থাকতে হবে। তবেই আপনি ফরেক্স এ পেশা হিসেবে কাজ করতে পারেন।
ফরেক্স এমন একটি ট্রেডং ব্যবসা যেটার পাশাপাশি অন্য কাজ ও করা যায়। আপনি যদি অন্য কিছু করতে পারেন তাহলে করা যায়। ফরেক্স নিয়ে তো আর সারাদিন পরে থাকতে হয় না। ফরেক্স পার্ট টাইম বা ফুল টাইম যে যার সুবিধা মত করতে পারে। আমি নিজেও পেশা হিসাবে ফরেক্স বেছে নিয়েছি।