আমি ফরেক্স বাজারের অবস্থা ভাল করে বোঝার জন্য মুভিং এভারেজ ইন্ডিকেটর ব্যবহার করে তাকি। আমি স্ক্যাল্পিং ট্রেড করি তাই আমার জন্য এই মুভিং এভারেজ ইন্ডিকেটরটি সবথেকে ভাল সাহায্য করে থাকে।
Printable View
আমি ফরেক্স বাজারের অবস্থা ভাল করে বোঝার জন্য মুভিং এভারেজ ইন্ডিকেটর ব্যবহার করে তাকি। আমি স্ক্যাল্পিং ট্রেড করি তাই আমার জন্য এই মুভিং এভারেজ ইন্ডিকেটরটি সবথেকে ভাল সাহায্য করে থাকে।
ট্রেড করার ক্ষেত্রে ইন্ডিকেটর এর সহযোগিতা নেয়া ভালো। তবে সম্পূর্ণ নির্ভর করা ঠিক নয়। কারণ অনেক সময় নিউজ এর কারণে মার্কেট গতি পরিবর্তন ঘটে। এ কারণে অভিজ্ঞতার প্রয়োজন। আমি মুভিং এভারেজ ও প্রিভেট পয়েন্টে ব্যবহার করি।
ফরেক্স মার্কেট এ আমি মাত্র একটি ইনডিকেটর বেবহার করে থাকি আর তার নাম হল মোভিং এভারেজ , আমি আসলে পুরোপুরি মভিং এভারেজ এর উপর নির্ভরশীল না আমি মোভিং এভারেজ কে শুদু মাত্র ট্রেন্ড নির্ধারণ করতে বেবহার করে থাকি । ফরেক্স মার্কেট এ আরও অনেক ইনডিকেটর রয়েছে যার মাধ্যমে আমরা অনাহেসিই একটি ট্রেডিং সিস্টেম দার করাতে পারি এবং লাভবান হতে পারি
হ্যাঁ ইনডিকেটর ব্যবহার করা ভাল কিন্তু তার উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে ট্রেড করা উচিত নয় । কারণ যে কোন ইনডিকেটরই মার্কেট মুভমেন্ট সম্পর্কে একদম নির্দিষ্ট সিগন্যাল দিতে পারে না । তাই প্রথমে মার্কেট সম্পর্কে তিন ধরনের এনালাইসিস করতে হবে এবং তারপর চেক করতে হবে ইনডিকেটর । এই দুটিই থেকে আপনি যদি পজিটিভ সিগন্যাল পান তাহলে আরও সিউর হয়ে ট্রেড করা সম্ভব হবে । আর অধিকতর বেশী ইনডিকেটর ব্যবহার না করে দুই একটি ইনডিকেটর বেছে নিন এবং এই গুলো বিষয়ে ভাল করে জেনে নিয়ে ব্যবহার শুরু করুন । ধন্যবাদ ।
আপনি যদি ফরেক্স ট্রেডিংয়ে নতুন হন তবে আপনাকে কেবলমাত্র শিক্ষার দিকে মনোনিবেশ করা উচিত কারণ এটি আপনাকে নবজাতক হিসাবে সত্যই আপনাকে অনেক সাহায্য করবে আপনি এখনও বাজারে লোকসানের ঝুঁকিতে রয়েছেন তাই ভাল আপনি প্রথমে শেখার দিকে মনোনিবেশ করুন এবং এটি আপনাকে সহায়তা করবে বৈদেশিক মুদ্রার বাণিজ্যে নতুন হিসাবে দু: খিত গল্পের ক্ষতি রোধে বাজার তখন আমরা এই বাজারে টিকে থাকতে ব্যর্থ হয়ে।
প্রিয় সদস্য প্রধান সূচক কো কাবি ভী ইস্তামাল নয় কর্তা হুন কিউঙ্কি প্রধান সূচক কে জারিয়ে বাজার কো সমঝ না পিতা হুন প্রধান সির্ফ নিউজ কো দেখকার ব্যবসায়িক কর্তা হুন অর প্রধান ব্যবহার কে জারিয়ে বাজার কো অচি তারাহ সে বিশ্লেষণ কর লেতা হুন অর মেরা হার ট্রেন মুঝে বহুত হাই অচা লাভ দেতা হ্যায়
আমাদের যখনই আমাদের অভিজ্ঞতা এবং জ্ঞানের সাথে এটিতে বাণিজ্য করতে চান তবে আমাদের কখনই বাণিজ্য সংকেত নিয়ে বাণিজ্য করা উচিত নয় কারণ এটি করার মাধ্যমে আমরা আমাদের জ্ঞান এবং অভিজ্ঞতার সাথে বাণিজ্য করতে পারি। সুতরাং আমাদের নিজের অভিজ্ঞতা এবং জ্ঞানের সাথে বাণিজ্য করতে হবে যাতে আমরা সফল হতে পারি।
ট্রেড করার ক্ষেত্রে ঈন্ডিকেটর সবসময় সুফল বয়ে আনেনা। ট্রেড করার জন্য ঈন্ডিকেটর ছাড়াও মার্কেট এনালাইসিস করা জরুরি। আমি মাঝে মাঝে মুভিং এভারেজ ব্যবহার করি। তবে সবচাইতে ভাল নিজের টেকনিককে কাজে লাগানো।
এই মার্কেট এর এমন কোন ট্রেডার নাই যে তিনি শুধুমাত্র ইনডিকেটর ব্যবহার করে সফল হয়েছে। হয়ত মাঝে মাঝে তিনি লাভ এর মুখ দেখতেন কিন্তূ একটি ভুল সিগন্যাল এর কারনে তার সব লাভ নিয়ে যাই। তাই যেসব ট্রেডার সিগন্যাল ব্যবহার করে তাদের আমি বলতে চাই আসুন টেকনিক্যাল আর ফানডামেনটাল অ্যানালাইসিস করি।
ফরেক্স মার্কেট এর বিভিন্ন ধরনের ইন্ডিকেটার রয়েছে। ট্রেন্ডিং ইনডিকেটার আপনাকে মার্কেট এর ট্রেন্ড সম্পর্কে ধারনা দেবে। আবার কিছু আছে যেটা আপনার মার্কেট এর ওভার সোল্ড এবং ওভার ব্রোথ সম্পর্কে ধারনা দেবে। তাই আপনি আপনার সুবিধামত যেভাবে ট্রেড করতে ভালো লাগে সেইভাবে ট্রেড করবেন।