-
ফরেক্স মার্কেট থেকে গৃহিণীরা সুবিধা নিতে পারে তার জন্য প্রয়োজন তাদের স্বদিচ্ছা। গৃহিণীরা যারা শিক্ষিত তারা ঘরে বসেই অবসর সময়ে ফরেক্স ট্রেড করতে পারে। এতে তাদের পরিবারে বাড়তি আয় যোগ করতে পারবে। ফরেক্স থেকে সুবিধা নেওয়ার জন্য আগে ফরেক্স শিখতে হবে এবং ডেমো ট্রেডে অংশ নিয়ে ট্রেড করার দক্ষতা অর্জন করতে হবে। ফরেক্স থেকে সাধারনত নারী-পুরুষ সকলেই সুবিধা নিতে পারে।
-
ফরেক্স মার্কেট সবার জন্য খোলা আছে। এখানে পুরুষ কিংম্বা নারী সবাই কাজ করতে পারেন। নারীরা এ মার্কেটে কাজ করে নিজেই স্বাবলম্বী হয়ে পরিবারের জন্য অনেক কিছুই করতে পারেন। তাই ঘরে বসে না থেকে প্রত্যেক নারীর উচিৎ ফরেক্স মার্কেটে কাজ করে টাকা আয় করা।
-
ফরেক্স থেকে গৃহিনীরা অবশ্যই সুবিধা নিতে পারবে যদি তারা ফরেক্স সম্পর্কে ভালবাবে বুঝে ব্যবসাটা চালিয়ে নিতে পারে এবং একই সাথে তাদের অবসর সময়টা ও ভাল কাটবে । তবে তাদেরকে এই ব্যবসায় আনতে হলে ভালভাবে ট্রেইন-আপ করিয়ে তারপর এই ব্যবসায় জড়িত করতে হবে ।
-
ফরেক্স একটি ব্যবসা। এটি অন্যান্যদের মত গৃহিণীরাও করতে পারে। ফরেক্স থেকে গৃহিণীরা আর্থিকভাবে বেশি লাভবান হতে পরে। কারন ফরেক্স এ বেশি সময় দিলে লাভবান হওয়া যায়। আর গৃহিণীরা এতে বেশি সময় দিতে পারে।
-
আমার মতে ফরেক্স থেকে বাসার গৃহিণীরা আয় করতে পারে। কারন ঘরের গৃহিণীরা তাদের সংসারের কাজ কর্ম করে অনেকটা বাকি সময় থাকে। তাই আমার মতে তারা এই বাকি সময়টুকু ফরেক্স এ কাজ করে অনেকটা আয় করতে পারে।
-
ফরেক্স করতে হলে আমাদের অবশ্যই ফরেক্স ট্রেডিং শিখতে হবে।। ফরেক্স যে কেঊ শিখতে পারবে বা করতে পারবে।। গ্রিহিনিরাও ফরেক্স করতে পারবে ফরেক্স করার মুল শরত হল ফরেক্স ট্রেডিং এ দক্ষতা লাভ করা।। ফরেক্স করতে হলে গ্রিহিনিদের ও ফরেক্স সম্পরকে অভিজ্ঞতা লাভ করতে হবে।। অভিজ্ঞতা ছাড়া ট্রেডিং করা কোনো ভাবেই উচিৎ নয়।।।
-
আমি মনে করি ফরেক্স এ অনান্যদের মত ও গৃহিণীরাও এখানে থেকে অনেক সুবিধা নিতে পারবে ।তারা তাদের পরিবারের কাজ এর পাশাপাশি অবসর সময় এ কাজ করতে পারেন আতে তারা কিছু টা লাবভান হবে এবং ফরেক্স মার্কেট সম্পরকে জানতে পারবে ।
-
আমার মতে গৃহীনিরাও ফরেক্স এ আয় করতে পারে। কারন গৃহীনিরা ঘরের সংসারের কাজ কর্ম করে অায় করতে পারে। এতে ঘরের গৃহীনিরা তাদের এক্সটা আয় করে অনেকটা লাভবান হতে পারে এবং সংসারের কাজে লাগাতে পারে।
-
আমার মতেপরিবারের গৃহিণীরা বাসাই বসে ফরেক্স করে অনেক মুনাফা আয় করতে পারে । তারা পরিবারের কাজের পাশাপাশি অনেক সময় পেয়ে থাকে ঐ সময় টা তারা ফরেক্স মার্কেট এর উপর দিলে অনেক অর্থ আয় করার সুযোগ পাবে । এতে তারা নিজের আর্থিক চাহিদা মেটাতে সক্ষম হবে এবং তারা নিজের পায়ে দারাতে পারবে ।
-
আমার মনে হয় ফরেক্স শুধু পুরুষ বা গৃহিনী এটা এমন নয়। এটা যে কোন বয়স এমনকি ছাত্র ছাত্রী, বৃদ্ধ, অবসর প্রাপ্ত অভিবাবগ বা পরিবারের যে কোন মেয়ে সদস্য বা গৃহিনি ফরেক্স ট্রেড করতে পারে তবে সবার আগে এই সমন্ধে বিস্তারিত জানতে হবে তা না হলে অনেক লস করতে হবে।