-
অবশ্যই ফরেক্স হল একটা আয়র উৎস । যদিও অন্য কিছূ থেকে থাকে তবে তা হবে আমাদের জন্য অপশনাল । কেননা আমরা লাভবান হওয়া ও মুনফা অর্জন করার মুল উদ্দেশ্যই এখানে এসেছি । আয়ের গ্রেট উৎস হিসেবেই এটা অনেক জনপ্রিয়তা পাচ্ছে সারা বিশ্বব্যাপি । তাই আমি মনে করি যে ফরেক্স এর বহুমুখি আয়ের ব্যবস্থা বিদ্যমান ।
-
আমি জানি সবাই কি মনে করেন। তবে অনেকেই হয়তো আমার সাথে এক মত হবে। যে ফরেক্স শুধু একটি আয়ে উৎসই নয়। এখান থেকে শেখা য়ায় অনলাইনে বসে ব্যবসা সম্পর্কিত ধারণা। ইন্টারনেট চালোনো অভিজ্ঞাতা। এবং এর মাধ্যমে জানা জায় বিশ্বকে।
-
ফরেক্স শুধু আয়ের উতস নয় এখান থেকে অনলাইন বিসনেস শিখা যায় । যে কোন কিছু শিখা একটু কঠিন মনে হয় । শিখা হয়ে গেলে আবার সহজ মনে হবে । তাই হতাস হয়া যাবেনা ।
-
ফরেক্স শুধু মাত্র আয়ের এক মাত্র উৎস নয় । বরং ফরেক্স ট্রেড এর মাধ্যমে আপনি নিয়োমিত আন্তজাতিক মার্কেট সম্পর্কে ভাল ধারনা পাবেন । পাশাপাশি আন্তজাতিক ভাবে স্বীকৃত বন্ধু রাস্ট্র তাদের নিজেদের মধ্যে সম্পক সম্পর্কে ধারনা পাবেন । আপনি নিয়ম মাফিক কাজ করার মন মানুসিকতা তৈরি হবে। এবং নিজেকে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে ।
-
ফরেক্স একটি আয়ের উৎস বলা যায় কারন এখানে আগ্রহ প্রকাশ করে তারাই যারা আয় করতে চায়। এখানে ট্রেড করে শিক্ষণীয় হলে অনলাইন সেবা ব্যবহার করে যে কোন সময় যে কোন স্থান হতে ট্রেড করা যা আপনাকে প্রত্যাশিত আয় করতে সাহায্য করে। যেহেতু এখানে ট্রেড করার জন্য দক্ষতা ও ধৈর্য থাকতে হয় তাই সকলের পক্ষে সফল ট্রেডার হওয়া সম্ভব হয় না।
-
ফরেক্স বিজনেস এমন একটি বিজনেস যা থেকে আপনি বৈদিশিক মূদ্রার অনেক খবর জানতে পারেন আয় ও করতে পারছেন।তাই আমি মনে করি ফরেক্স আমাসের জ্ঞ্যানের উৎস হতে পারে টাকা আয় করার উৎস ও হতে পারে।
-
ফরেক্স পৃথিবীর সবচেয়ে বড় অনলাইন বিজনেস। আমরা এই ব্যবসাটি শিখে প্রচুর টাকা আয় করতে পারি। এটি আমাদের সবচেয়ে বড় আয়ের উৎস হতে পারে। এজন্যে আমাদেরকে এই ব্যবসা সম্পর্কে ভাল ধারনা নিয়ে অগ্রসর হতে হবে। দক্ষতা ছাড়া আমরা এখানে সফল হতে পারব না।
-
আমি বলবো ফরেক্স বিজনেস এমন একটি বিজনেস যা থেকে আপনি বৈদিশিক মূদ্রার অনেক খবর জানতে পারেন আয় ও করতে পারছেন।তাই আমি মনে করি ফরেক্স আমাসের জ্ঞ্যানের উৎস হতে পারে টাকা আয় করার উৎস ও হতে পারে।কারন আপনি দেখেন ফোরামে ফরেক্স বিষয় নিয়ে আপনি আমি কতো কিছু শিখছি জানছি অভিজ্ঞ হচ্ছি ধৈর্যশীল হয়ে উঠছি তাই আমি মনে করি ফরেক্স শুধু আমাদের আয়ের উৎস আমি মনে করি আয়ের পাশাপাশি জ্ঞ্যানের উৎস।
-
আমি মনে করি ফরেক্স একটি আয়ের উৎস এবং নিজের দক্ষতা ও কৌশল ব্যবহারের স্থান। কারন ট্রেডে যে বেশি দক্ষ ও অভিজ্ঞ হয় তার সফলতা বেশি হয়। ফরেক্সে ট্রেড করার জন্য শুধু মূলধন থাকলেই হয় না বরং বেশি প্রয়োজন ট্রেড করার দক্ষতা। একজন ভালো ট্রেডার হতে পারলে ফরেক্স হতে প্রত্যাশিত আয় করা যায়। আয়ের উদ্দেশ্যে সবাই ফরেক্সে ট্রেড করার জন্য আগ্রহী হয়।
-
ফরেক্স শুধু একটা আয়র উৎস নয় বরং বহুমুখি আয়ের উৎস । ফরেক্স আমরা যারা ট্রেডিং করি তারা জানি যে এই মার্কেটে ট্রেডিং করে টিকে থাকতে হলে অামাদেরকে অনেক বেশি পরিমাণে জ্ঞান অর্জন করতে হয় । আর ফরেক্স থেকে যে জ্ঞান আমরা অর্জন করি তা অান্তর্জাতিক মানের জ্ঞান যা পৃথিবীর প্রত্যকটা ট্রেডারকে অর্জন করতে হয় । আর ফরেক্সে টাকা অায় করা ছাড়াও নিজের জ্ঞান ভান্ডারকে সমৃদ্ধ করা যায় ।