-
ফরেক্স এ টিকে থাকতে হলে স্টপ লস ব্যবহারের কোন বিকল্প নেই আর তাই ফরেক্স ট্রেডিং এ স্টপ লস এর ভূমিকা অনেটা এ রকম যে স্টপ লস হলো এক ধরনের পেরামিটার যা কিনা আমাদেরকে লস ট্রেড গুলো সয়ংক্রিয় ভাবে ক্লোস করতে সাহায্য করে থাকে যেমন - আমরা একটি ট্রেড ওপেন করলাম এবং ট্রেড টি লস হলো এখন আমরা চাচ্ছি যে ট্রেড টি তে ২৫ পিপস এর বেশি লস করব না । সেই ক্ষেত্রে আমরা স্টপ লস বেবহার করতে পারি । ২৫ পিপস লস এ আমরা কম্পিউটার এর সামনে না থাকলেও আমাদের ট্রেড টি নিজে নিজে ক্লোস হয়ে যাবে স্টপ লস বেবহার এর মাধ্যমে ।
-
আমার মতে স্টোপ লস ঝুঁকি থেকে রক্ষা করে। আপনি আপনার বেলেন্স অনুযায়ী ভলিউম নিয়ে ট্রেড শুরু করলে অনেক সময়ে মারকেট এনালাইসিসের বিপরীতে গেলে আপনার বেলেন্সের বড় ধরনের ক্ষতির সম্ভাবনা থাকে। তাই সেই ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য স্টোপ লসের ব্যাবহার করা হয়ে থেকে।
-
ফরেক্স মার্কেটে স্টপ লস খুবই গুরুত্বপূর্ন ট্রেডিং টুলস। আমরা সবসময় মার্কেটে নজর রাখতে পারিনা। কিন্তু অনেক সময় মার্কেটে অনেক বড় মুভ হয় যা আমাদের ট্রেডের বিপরীতেও যেতে পারে। আমরা মার্কেটে না থাকায় অনেক বড় লস হতে পারে। যদি স্টপ লস সেট করে রাখি তবে অল্প লসেই আমাদের ট্রেড ক্লোজ হয়ে যাবো আমরা বেচে যাবো বড় লস থেকে। স্টপ লস আপনার ট্রেড একটি নির্দিষ্ট লসের পর বন্ধ করে দেয়।যে কোন মানি মেনেজমেন্টে ট্রেড লট,টেক প্রফিট- স্টপ লস খুব গুরুত্বপূর্ণ। স্টপ লস আপনার একাউন্টকে বড ধরনের লসের হাত থেকে বাচাতে পারে,আপনার লাভ লস অনুপাত ঠিক করা থাকলে আপনি মার্কেটে দীর্ঘ সময় টিকে থাকতে পারবেন।
-
ফরেক্স মার্কেটে স্টপ লচ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে । ফরেক্স মার্কেটে যারা স্টপ লচ ব্যবহার করে ট্রেড ওপেন করে থাকে তারাই ভালো জানে স্টপ লচ ব্যবহারের মূল্যটা । স্টপ লচ ব্যবহার করে ট্রেড ওপেন করলে পরবর্তীতে যদি ওই ট্রেড লচের সম্মুখীন হয় তাহলে সেই লচ একটা নির্দিষ্ট পয়েন্টে গিয়ে আপনা থেকেই ক্লোজ হয়ে যায়,,, যাতে করে বড়ো আকারের লচের সম্মুখীন না হয় । এটাই হলো স্টপ লচ ব্যবহারের উপকারিতা,,,,, ধন্যবাদ ।
-
স্টপলস ব্যাবহারের মাধ্যমে ট্রেডাররা তাদের একাউন্টকে অনাকাংখিত দুর্ঘটনা থেকে বাঁচাতে পারে।যেমন আপনি যদি কোন ট্রেডে স্টপলস ব্যাবহার করেন তাহলে মার্কেট আপনার ওই লেভেল পর্যন্ত গেলেই আপনার নির্ধারণ করা সল্প লসেই ট্রেড ক্লোজ হয়ে যাবে।এতে করে আপনার একাউন্ট জিরো হওয়ার হাঁট থেকে বেঁচে যাবে।কিন্তু অনেক সময় মার্কেটে অনেক বড় মুভ হয় যা আমাদের ট্রেডের বিপরীতেও যেতে পারে। আমরা মার্কেটে না থাকায় অনেক বড় লস হতে পারে। যদি স্টপ লস সেট করে রাখি তবে অল্প লসেই আমাদের ট্রেড ক্লোজ হয়ে যাবো আমরা বেচে যাবো বড় লস থেকে।
-
আমি বলবো ফরেক্স মার্কেটে স্টপ লস খবই গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে। আমি এমন কিছু মনে করি না । আমার কাছে মনে হয় ফরেক্স অনেক ঝুঁকিপূর্ণ একটি মার্কেট আর এখান এ কাজ করা যেমন কঠিন আয় করাও অনেক কঠিন। তখন আমাদের বড় রকমের লস করার সম্ভাবনা থাকে। ঠিক এইখানেই স্টপ লস আমাদের বিশাল রকমের ক্ষতির হাত থেকে রক্ষা করে। স্টপ লস আমাদের একাউন্ট রক্ষা করতে বিপুল সাহায্য করে থাকে।
-
অনেক সময় ফরেক্স মার্কেট এ ট্রেড করার পর বেশি সময় দিতে পারি না । তখন মার্কেট এ যদি ডাউন হয় তাহলে এই স্টপ লস খুবই কাজে আসে আমি মনে করি ট্রেডারগনের । তাই আমি মনে করি সবাইকে স্টপ লস সম্পরকে ভাল ভাবে জানতে হবে। ফরেক্স মার্কেটে স্টপ লস খুবই গুরুত্বপুর্ন ভুমিকা পালন করে । স্টপ লস না দিয়ে ট্রেড করলে কোন ট্রেড যদি আমাদের বিপরীতে যায় তাহলে আমাদের অনুপস্টহিতিতে অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে । কিন্তু আমরা যদি স্টপ লস দিয়ে ট্রেড করি তাহলে এর আর কোন সম্ভাবনা থাকে না ।
-
স্টপ লস অপশন আমি আগে ব্যবহার করতাম না। তাই অনেক সময় ব্যালেন্স অনেক নিচে নেমে যেত। কিন্তু এখনো আমার করার চেষ্টা করি। আর এতে বড় ধরনের এর হাত থেকে রক্ষা পাওয়া যায়।
-
আমি স্টপ লস অপশনটি ব্যবহার করি নিয়মিত। এতে করে অপ্রত্যাশিত লস থেকে নিজেকে রক্ষা করা সম্ভব।
-
ফরেক্স মার্কেটে স্টপ লস অনেক গুরুপ্তপূণ ভূমিকা পালন করে থাকে । আমরা যারা ট্রেডার অনেকের অনেক রকম কাজের মধ্যে আমরা ফরেক্স এ ট্রেড করে থাকি ।
এমনও অনেক সময় আছে আমরা সব সময় মার্কেটে বসে থাকতে পারি না সে ক্ষেত্রে আমরা যদি মার্কেটে আপ-ডাউন হয় তাহলে তা আমরা বন্ধ করতে পারি না , সেই কারনে অনেকে এই স্টপ লস এর ব্যবহার করে থাকে ।
এতে করে ট্রেডার গন অনেক সুবিধা বোগ করে থাকে ।