-
ফরেক্স মাের্কটে পেমেন্ট প্রসেস এর জন্য skrill সব চেয়ে ভাল মাধ্যম বলে মনে করি। কারন এর মাধ্যমে সহজে কোনো প্রকার ঝামেলা ছাড়া টাকা তোলা এবং ডিপোজিট করা যায়। এই জন্য আমি skrill কে পেমেন্ট প্রসেস এর জন্য ভাল মাধ্যম মনে করি।পেমেন্ট প্রসেসর প্রায় সবগুলো একই রকম। তমে আমাদের দেশে যেহেতু পেপাল নেই তাই আমাদের একটু অসুবিধা এখনো আছে, আপনি প্রথমে দেখবেন আপনার ব্রোকার কোন কোন পেমেন্ট প্রসেসর সাপোর্ট করে তার পর এর মধ্যে একটি ভাল দেখে ব্যবহার করতে পারেন।
-
সব ব্রোকার সব প্রেমেন্ট প্রসেস সাপোর্ট করে না। যেমন: ইনেস্টাফরেক্স পাইজাকে সাপোর্ট করে না। আর আপনি যদি পাইজা ব্যবহার করে ইনেস্টাফরেক্স এ ডলার ডিপোজিট করতে চান। তা কখনোই সম্ভব নয়। আমি দীর্ঘ প্রায় ৫ বছর ধরে স্কিল ব্যবহার করছি। আমার কাছে পেমেন্ট প্রসেস হিসেবে স্কিল অনেক ভাল মনে হয়ে। আমার স্কিল ব্যবহারে দীর্ঘ ৫ বছরে কখনো কোন অসুবিধা হয়নি।তবে আমার মতে নিটেলার এবং স্ক্রিল পেমেন্ট পসেসর ভালো । কারন আমাদের বাংলাদেশে এই বাংলাদেশে এই দুইটি পেমেন্ট প্রসেসর এর অনেক চাহিদা রয়েছে । আমাদের দেশে নিটেলার এবং স্ক্রিল এর ডলারের লেনদেন বেশি হয় তাই আমি বলব ফরেক্স মার্কেট এ এই দুইটি পেমেন্ট প্রসেসর ব্যাবহার করা ভালো।
-
ব্রোকারের উপর নির্ভর করে আপনি কোন পেমেন্ট প্রসেস ব্যবহার করবেন। কারন সব ব্রোকার সব প্রেমেন্ট প্রসেস সাপোর্ট করে না। যেমন: ইনেস্টাফরেক্স পাইজাকে সাপোর্ট করে না। আর আপনি যদি পাইজা ব্যবহার করে ইনেস্টাফরেক্স এ ডলার ডিপোজিট করতে চান। তা কখনোই সম্ভব নয়। আমি দীর্ঘ প্রায় ৫ বছর ধরে স্কিল ব্যবহার করছি। আমার কাছে পেমেন্ট প্রসেস হিসেবে স্কিল অনেক ভাল মনে হয়ে। আমার স্কিল ব্যবহারে দীর্ঘ ৫ বছরে কখনো কোন অসুবিধা হয়নি। এর সাপোর্ট সেন্টার ও অনেক বেশি হেল্পফুল।ফরেক্স মার্কেটে আমরা বিভিন্ন ধরনের পেমেন্ট প্রসেসরপ্রসেসর ব্যবহার করতে পারি। তবে সবসময়ই একটা পেমেন্ট প্রসেস ব্যবহার করা ভালো। এজন্য আমি নেটলারকে ভালো পেমেন্ট প্রসেস বলবো এবং নেটলার পেমেন্ট প্রসেস ব্যবহার করতে আগ্রহী করবো। কারন আমার মতে নেটলার পেমেন্ট প্রসেসর খুবই ভালো পেমেন্ট মেথড।
-
আমার কাছে পেমেন্ট প্রসেস করার সব থেকে ভাল উপায় মনে হয়েছে neteller. এছাড়া skrill.com এবং peyja.com ও বেশ ভাল। বর্তমানে পেমেন্ট প্রসেসের আরেকটি মাধ্যম হল মাস্টার কার্ড। এর মাধ্যমে ওয়াল্ড ব্যাপী মানি ম্যানেজমেন্ট করা যায়। এত কিছু সত্ত্বেও আমার কাছে neteller সব থেকে সহজ উপায় মনে হয়েছে।