-
ফরেক্স ট্রেডিংয়ে স্টপ লস এবং টেক প্রফিটের গুরুত্ব অসীম।ফরেক্স মার্কেটে অবশ্যই স্টপ লস ব্যাবহার করতে হবে।কারন স্টপলস আপনার পুজি সুরক্ষিত রাখতে সাহায্য করবে।আর মানুষ ফরেক্স মার্কেটে ট্রেড করে প্রফিটের আশায় সুতরাং ট্রেড প্রফিটে গেলে প্রফিট গ্রহন করতে হবে।তা না হলে টেনশন থাকে কখন কি হয় ?
-
ফরেক্স মার্কেটে স্টপ লস এবং টেক প্রফিট একটি গুরুত্বপূর্ণ বিষয় । স্টপ লস ব্যবহারের মাধ্যমে আপনি আপনার একাউন্ট ব্যালেন্স শূন্য হওয়া থেকে বিরত রাখতে পারেন । অভিজ্ঞ ট্রেডাররা সব সময় স্টপ লস ব্যবহার করে ট্রেড করে থাকে । *আর টেক প্রফিট হচ্ছে অতিরিক্ত লোভ না করে একটি নির্দিষ্ট লক্ষমাত্রা নিয়ে ট্রেডটি আপনা আপনি বন্ধ করে দেওয়ার একটি কৌশল ।
-
আপনি রাখতেও পারেন আবার নাও রাখতে পারেন। এবং এটা সম্পূর্ণ আপনার ইচ্ছের উপর নির্ভর করবে। তবে স্টপ লস দিয়ে ট্রেড করার অভ্যাস গড়ে তুলতে পারলে আপনার ক্ষতির কিংবা লসের সম্ভাবনা অনেকাংশে কম থাকবে, আর এটার মাধ্যমে আপনি মানি ম্যানেজম্যান্ট কিভাবে করতে হয় সেটার আংশিক কিছু ধারণাও পাবেন। সুতরাং ট্রেডিং এ সব সময় স্টপ লস এবং টেক প্রফিট সেট করে কাজ করুন।
-
স্টপ লস ছাড়া ট্রেড মানে বৈঠা ছাড়া নৌকা। বৈঠা ছাড়া নৌকর যেমন কোন ঠিক ঠিকানা বা নিশ্চয়তা দিতে পারবেন না, তেমনি এসএল ছাড়া ট্রেডের কোন ভরসা নেই। সামান্য লটের যে কোন এসএল ছাড়া ট্রেড আপনার একাউন্ট জিরো পর্যন্ত করে দিতে পারে। ট্রেড এ এসএল দিলে আপনার মানি ম্যানেজমেন্ট সহজ হয়। এখন সিদ্ধান্ত আপনার। বৈঠা ছাড়া নৌকায় থাকবেন নাকি বৈঠা নিয়ে সামনে এগুবেন।
-
ফরেক্স মার্কেটে স্টপ লস এবং টেক প্রফিট ফরেক্সের খুবই গুরুত্বপূর্ন ট্রেডিং টুলস। স্টপ লস এমন একটি ট্রেডিং টুলস যা আপনাকে অনাকাঙ্খিত ক্ষতির হাত থেকে বাচাতে পারে। আমরা সবসময় মার্কেটে থাকতে পারিনা, তাই মার্কেট যদি খুব বেশি বিপরীতে যায় এবং তখন যদি আমরা মার্কেটে না থাকতে পারি তবে অনেক বেশি লসের সম্ভাবনা থাকে। এটা এড়াতেই স্টপ লস ব্যবহার করা হয়। আবার টেক প্রফিট দেয়া থাকলে মার্কেট আপনার কাঙ্খিত লাভের কাছে যখন যাবে তখন ট্রেড লাভ নিয়ে আপনা আপনিই ক্লোজ হয়ে যাবে।
-
ফরেক্স মার্কেটে স্টপ লস এবং টেক প্রফিট এর গুরুত্ব অপরিসীম ।একজন ট্রেডার যখন ট্রেড এন্ট্রি নেয় তখন স্টপ লস এবং টেক প্রফিট সেট করে দিতে পারি যাতে ট্রেড থেকে কি পরিমান লাভ অথবা এই ট্রেড থেকে কতটুকু লস করব ।এর ফলে ট্রেড সয়ংক্রিয় ভাবে লাভ অথবা লস এ ক্লোস হয়ে যাবে।তাই বলা যায় টেক প্রফিট এবং স্টপ লস এর গুরুত্ব অনেক।
-
স্টপ লস এবং টেক প্রফিট এই দুটি অপশন আমাদের ট্রেডিং প্লাটফমে আমাদের ট্রেড করার ক্ষেত্রে দারুন ভাবে আমাদের সহায়তা করে থাকে। কোন ট্রেড ওপেনের পর মার্কেট ঐ ট্রেডের প্রতিকূলে গেলেও যেন বড় ধরনের লসের মুখে গিয়ে না পরতে হয় সে জন্য স্টপ লস অপশন ব্যবহার করে নিশ্চত থাকা যায় অন্য দিকে ট্রেড ওপেনের পর মার্কেট প্রাইজ ঐ ট্রেডের পক্ষে কত পিপস উঠলে ট্রেড আপনা আপনি ভাবে কোজ করতে চান তা টেক প্রফিট অপশনের মাধ্যমে খুব সহজেই করা সম্ভাব হয়।
-
স্টপ লস এবং টেক প্রফিট ফরেক্স এর একটি গুরত্বপূর্ণ অধ্যায়।কেননা ভবিষ্যত অনিশ্চিত,মার্কেট কোন দিকে ঘুরবে কোন এনালাইসিস ১০০% কার্যকারিতা করেনা।তাই উচিত একটি নিদিষ্ট পরিমান লাভ লস সেট করা,তাই ফরেক্স মার্কেটে ট্রেড করার সময়ে বিভিন্ন টেকনিক্যাল এনালাইসিস ব্যবহার করে স্টপ লস এবং টেক প্রফিট সেট করে দেওয়া উচিত।
-
ফরেক্স মার্কেটে স্টপ লস এবং টেক প্রফিট খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখানে একজন ট্রেডার যখন ট্রেড এন্ট্রি নেয় তখন স্টপ লস এবং টেক প্রফিট সেট করে দিতে পারে। তাতে করে দেখা যায় ট্রেড থেকে কি পরিমান লাভ অথবা এই ট্রেড থেকে কতটুকু লস হবে ।আর এর ফলে ট্রেড সয়ংক্রিয় ভাবে লাভ অথবা লস এ ক্লোস হয়ে যাবে।তাই বলা যায় টেক প্রফিট এবং স্টপ লস এর গুরুত্ব অনেক।
-
আমার মতে স্টপ লস এবং টেক প্রফিট ফরেক্সে এটি খুবই গুরুত্ত বহন করে ধরুন আপনি বিভিন্ন এনালাইসস, বিভিন্ন অর্থনৈতিক নিউজ বা ফরেক্স সমন্ধে আরো বিস্তারিত জেনে মনে করলেন যে আগামী ১ঘন্টা বাজার উপড়ে যাবে এবং আপনি সেই ভাবে বাই এ ধরলেন কিন্তু দেখা গেল যে আপনি ধরার পরে বাজার নিম্নমুখি তখণ আপনি একটি নির্দিষ্ট স্টপ লস দিয়ে রাখলে এর বেশি আপনার লস হবে না।