আমরা ডেমোতে শিখলাম কি ভাবে মানি ম্যানেজমেন্ট করতে হয়, না বুজে ট্রেড করা যাবে না,লোভ করা যাবে না।
Printable View
আমরা ডেমোতে শিখলাম কি ভাবে মানি ম্যানেজমেন্ট করতে হয়, না বুজে ট্রেড করা যাবে না,লোভ করা যাবে না।
ডেমো ট্রেডিং থেকে আমারা রিয়োল ট্রেডিং করার সমাই ভালো সফল হওয়া জন্য ডেমো ট্রেডিং করা অত্যানত। তাই ডেমো ট্রেডিং করলে রিয়োল ট্রেডিং এ ক্ষেএে ভালো লাহবান হওয়া যাই ।
আপনি যদি ডেমোট্রেড করেন তাহলে ফরেক্স চার্ট সম্পর্কে আপনার ধারনা বাড়বে। তা ছাড়া ট্রেড করার সময় আপনি কি কি ভুল করে তা সম্পর্কে জানতে পারবেন। ফরেক্স এ একজন দক্ষ ট্রেডার হতে হলে আপনাকে অবশ্যই ডেমো ট্রেড করতে হবে।দেম ট্রেড ছাড়া আপনি সফল হতে পারবেন না।
ডেমো হল ট্রেডিং এর শিক্ষাক্ষেত্র। এর মাধ্যমে ট্রেডার তার ট্রেডিং কৌশল সহ এনালাইসিস এর মানোন্নয়ন করতে পারে। আমি সাধারনত ডেমোতে স্ট্রেটিজি টেষ্ট করি। আগে মার্জিন কি বুঝতাম না। এটা আমি ডেমো ট্রেডিং থেকে শিখেছি। স্টপ লস, ট্রেইলিং স্টপ, টেক প্রফিট এর ব্যবহারগুলো আমি ডেমো প্লাটফর্ম এ শিখেছি। যা আমার ট্রেডিং এ অনেক কাজে লাগে।
ডেমো থেকে আমরা ফরেক্স ব্যবসা করার জন্য অনুশীলন করতে পারি । যে যত বেশী ডেমো করবে সে তত বেশী রিয়েল এ্যাকাউন্টে সফলকাম হতে পারবে । তাহলে আমি বলব আাপনারা সকলে এই ডেমো ট্রেডিং করতে থাকেন অবশ্যই সফলতা আসবে । আর ডেমো থেকে আমরা যেটা শিখলাম সেটা হল , আসল ট্রেডিংয়ের দক্ষতা অর্জন করা ।
ডেমো হলো ফরেক্স মার্কেট এ ব্যবসার জন্য এমন একটি মাধ্যম যার মাধ্যমে কেউ , কিভাবে বিনিয়োগ করবে , কিভাবে বিনিয়োগ করলে লাভ হবে আর কিভাবে বিনিয়োগ করলে লস হবে তা সে ডেমোর মাধ্যমে জানতে ও শিখতে পারবে । যারা ফরেক্স মার্কেট এ নতুন তারা ডেমো শিখার মাধ্যমে ফরেক্স মাধ্যমে লাভ করতে পারবে । কখন ট্রেড করা ভালো আর কখন ট্রেড করা উচিত নয় তা সে জানতে পারবে । তাই ডেমো থেকে একজন নতুন ব্যবসায়ী ফরেক্স মার্কেট সম্পরকে জানতে পারবে ।ডেমো প্রাকটিস করলে ফরেক্স মার্কেট সম্পরকে অনেক জ্ঞান ধারণা লাভ করতে পারবে।
আমিও ফরেক্স সর্ম্পকে কিছু বুঝতাম না । পরে আমি বাংলাতে কিছু ভাল টিউটোরিয়াল শিখতে পেরেছিলাম।যার বদলোতে আমি ডেমো করতে পেরেছিলাম এবং ডেমো শিখে রিয়েল ট্রেডে পা রাখতে পেরেছিলাম ।আসলে বাংলা টিউটোরিয়ালগুলো আমাদের জন্য আশা সরুপ।এর থেকে আমরা ফরেক্স শিখতে পারছি।
আমি প্রথমেই বলব যে যারা ফরেক্স ব্যবসা করতে চান তাদের সকলের উচিত ডেমো ট্রেড করা।নতুবা আপনি কখনোই রিয়েল টাকা দিয়ে ফরেক্স ট্রেড করে লাভ করতে পারবেন না।তাতে শুধুু আপনার লস হব।তাই আমি বলব আগে ডেমো করে জ্ঞান অর্জন করে মার্কেট এনালাইসিস করা ফরেক্স নিউজ ফলো করা সবকিছুই আগে ভালো করে যানতে হবে।যত বেশি বেশি ডেমো করবেন তত বেশি বেশি লাভ করতে পারবেন।ধন্যবাদ
ডেমো ট্রেড থেকে আমি-
১। নিজের ফরেক্স শিক্ষার মূল্যায়ন করলাম।
২। ফরেক্স ট্রেডিং-এ সরগর হয়ে নিলাম।
৩। ট্রেডিং পদ্ধতিগুলি প্রয়োগ করে দেখলাম।
৪। অনেক দিনের ট্রডিং ফলাফল, মন্তব্য, শোধনের একটি রেকর্ড পেলাম।
৫। মেটাট্রেডারের ব্যবহার ও বিভিন্ন অপশন জেনে নিলাম।
৬। বিভিন্ন স্ট্র্যাটেজি, ইন্ডিকেটর ও রোবটের ব্যবহার ও বৈশিষ্ট্য জানলাম।
৭। লোভ, ক্রোধ, আবেগ প্রভৃতি ইমোশনকে কিছুটা হলেও নিয়ন্ত্রণে আনতে পারলাম।
৮। ধৈর্য্য ধরে রাখার চেষ্টা করলাম।
এককথায় ডেমো ট্রেডের মাধ্যমে আমি নিজেকে একটু পরিণত করতে পারলাম।
ফরেক্স মার্কেট এ আমরা ডেমো ট্রেডিং করে অনেক কিছু।শিখতে পারি,ফরেক্স মার্কেট এ ট্রেডিং।করার কৌশল শিখতে পারি,ফরেক্স মার্কেট এর এনালাইসিস শিখতে পারি,ফরেএক্স মার্কেট এর ট্রেডিং এর সময় স্টপ লস আর টেক প্রফিট ব্যাবহাত করতে পারি,প্রফিট করতে শিখেছি ডেমো ট্রেডিং করে।