ফরেক্স হচ্ছে ফরেন এ্যাক্সচেঞ্জ বা বৈদেশিক মুদ্রার বিনিময়,ক্রয়-বিক্রয়। এক দেশের মুদ্রার বিনিময়ে অন্য দেশের মুদ্রার ক্রয় বিক্রয় করাকেই ফরেক্স বলে। প্রতিনিয়ত মুদ্রার মূল্য উঠানামা করে,কখনো মূল্য হ্রাস পায় আবার কখনো মূল্য কমে যায়। এই হ্রাস-বৃদ্ধির ফাকেই অনলাইন সিস্টেমে ক্রয়-বিক্রয়ের মাধ্যমে লাভ-লস হয়। এটাই মূলত: ফরেক্স ট্রেডিং। ফরেক্স বর্তমান পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ব্যবসা। এটা কোন লটারী বা জুয়াখেলা নয়, অবশ্যই এটা অনলাইন সিস্টেমে আন্তর্জাতিক ব্যবসা।