-
না ইন্ডিকেটরের উপর নির্ভরশীল হয়ে ট্রেড করা ঠিক নয়। ইন্ডিকেটর কখনোই আপনাকে ১০০% সঠিক সিগন্যাল দিতে পারবে না। তার চেয়ে অনেক ভাল হয় যদি নিজে নিজে এ্যানালাইসিস করে ট্রেড করা যায়। ইন্ডিকেটর তখনই কাজ করে যখন মার্কেট মুভ করতে শুরু করে। আগাম কোন সিগন্যাল ইন্ডিকেটর দিতে পারে না। কিন্তু আপনি নিজে এ্যানালাইসিস করলে আগাম সিগন্যাল পেতে পারেন যে মার্কেট কোন দিকে মুভ করবে।
-
সত্যি বলতে ইন্ডিকেটর নির্ভর হওয়া পুরাপুরি ভালো না কিন্ত আপনি কিছুটা ইন্ডেকেটর দেখে এনালাইসিস করতে পারেন । আপিনি যদি ইন্ডেকেটর দেখে ট্রেড করে তাহলে আপনি লস করবেন কারন মার্কেট ইন্ডেকেটর এর উপর র্নিভর করে না মার্কেট নির্ভর করে তার কারেন্সির উপর । তাই আপনি ইন্ডেকেটর ফ্লাল না করে আপনি যদি সেই দেশের অবস্থা দেখে ট্রেড করেন তাহলে আপনি অবশ্যই ভালো প্রফিট করতে পারবেন।
-
ইন্ডিকেটরের উপর নির্ভর করে ট্রেড করা উচিত না কারন ইন্ডিকেটর কখনো সঠিক প্তহ দেখায় না।যারা দক্ষ ট্রেডার তারা কেউ ইন্ডিকেটর ব্যবহার করে ট্রেড করে না।তারা নির্ভর করে মার্কেট এনালাইসিসের উপর যেমন-টেকনিকাল এনালাইসিস , ফান্ডামেন্টাল এনালাইসিস, ফিবোনিছি, প্রাইউস একশন এগুলো করে ট্রেড ওপেন করে।
-
ইনডিকেটর প্রসঙ্গে এখানে অত্যন্ত সত্য ও প্রশংসনীয় লেখা হয়েছে যা আমার শিক্ষানবীশ কালে পাইনি৷আপসোস্ ৷ইনডিকেটর দিয়ে প্রফেশনাল ট্রেডারগণ ট্রেড করেন না৷কারন যে কোনো ইনডিকেটরই প্রাইস মুভমেন্টের পূর্বে কোনো প্রকারই নির্দেশনা দিতে পারেনা ৷পরে নির্দেশনা দিলে টেডারদর লাভ কী ? চলমান গাড়ী টার্মিনাল থেকে যাত্রা করার পূর্বেই আমাদের অবশ্যই স্ব স্ব সীটে বসে যেতে হবে৷তাহলেই কেবল গন্তব্যে পৌছানো সম্ভব অর্থাৎ কাংখিত প্রফিট আসবে৷
-
ইন্ডিকেটর উপর নির্ভর হয়ে কখনো ট্রেড করা ভাল নয়। কারন ইন্ডিকেটর আপনাকে কখনো সঠিক দিক নির্দেশনা দিতে পারে না । তবে ইন্ডেকেটর দেখে এনালাইসিস করা যায় এবং মার্কেটের গতিবিধি বুঝার জন্য এটি ব্যবহার করতে পারেন। আপনার strategy তে ইন্ডিকেটর ব্যবহার করে আপনি strategy 'র ডিরেকশানকে নিশ্চিত করার কাজে লাগাতে পারেন।
-
ইন্ডিকেটরের উপর নিররভর হওয়া কখণ ভাল না।কারন ইন্ডিকেট্র আপনাকে ভুল পথে চালনা করবে।তাই আমাদের ইন্ডিকেটর ব্যবহার করা বাদ দিতে হবে।একজন দক্ষ ট্রেডার প্রাইস একশন, মানি ম্যনেজম্যান্ট , টেকনিকাল এনালাইসিস করে ট্রেড করে।
-
আমার মতে ইন্ডিকেটর এর উপর নির্ভর না করে আপনি ফরেক্স মার্কেট সম্পর্কে জানুন, শিখুন। মার্কেট নিয়ে এনালাইসিস করুন। নিজে নিজে বুঝার চেষ্টা করুন মার্কেট এর মুভমেন্ট সম্পর্কে। ফরেক্স এ আপনি কতটুকু জানেন তার উপর নির্ভর করে আপনার প্রফিট কতটুকু করতে পারেন। তাই, নিন্ডিকেটর এর উপর নির্ভর না হয়ে মার্কেট সম্পর্কে ধারনা নেন।
-
আমি মনে করি ইন্ডিকেটর আমাদের এনালাইসিস এর সাহায্যকারী হতে পারে।কিন্তু নিজেরা এনালাইসিস করে ট্রেড এন্ট্রি নিলে যতটা সুক্ষ হবে ইন্ডিকেটর এর উপর নির্ভর করে ট্রেড করলে ততটা সুক্ষ এনালাইসিস হবে না। ইন্ডিকেটর কে ব্যাবহার করবেন ট্রেড বা অর্ডারের পারফেকশন বাড়াতে অর্থাৎ আপনি যে সব স্ট্রেটিজি জানেন সেই অনুসারে অর্ডার করতে ইন্ডিকেটর আপনাকে সাহায্য করতে পারে।তবে পুরোপুরি ইন্ডিকেটর নির্ভর হয়ে ট্রেড করবেন না।
-
মেটা ট্রেডার এ ডিফল্টভাবে অনেক ইন্ডিকেটর দেয়া আছে। আপনি ইন্ডিকেটর সম্পরকে আগে ভালো করে জানতে পারেন। তারপর ও সবসময় ইন্ডিকেটর এর ঊপর ডিপেন্ড করা উচিত নয়। করন ইন্ডিকেটর সব সময় সঠিক রেজাল্ট দিতে পারে না। অন্ধ ভাবে ইন্ডিকেটর না ব্যবহার করে নিজে মার্কেট আনালাইসিস করা উচিত।
-
মেটা ট্রেডার এ ডিফল্টভাবে অনেক ইন্ডিকেটর দেয়া আছে। আপনি ইন্ডিকেটর সম্পরকে আগে ভালো করে জানতে পারেন। তারপর ও সবসময় ইন্ডিকেটর এর ঊপর ডিপেন্ড করা উচিত নয়। করন ইন্ডিকেটর সব সময় সঠিক রেজাল্ট দিতে পারে না। অন্ধ ভাবে ইন্ডিকেটর না ব্যবহার করে নিজে মার্কেট আনালাইসিস করা উচিত।