-
আমি মনে করি দীর্ঘ সময়ের ট্রেডিং ফরেক্স ট্রেডিং ব্যবসায়ের ভাল উপার্জনের জন্য সেরা কৌশল যখন আমরা দীর্ঘ সময়ের ট্রেডিংয়ের পরিকল্পনা করি তখন আমাদের অর্থের ক্ষতির সম্ভাবনা সর্বাধিক হয় এবং আমাদের অ্যাকাউন্টটি আমাদের অর্থ লু করার জন্য সংরক্ষণ করে। আমাদের ভাল প্ল্যানিং আমাদের গু জ্ঞান এবং ভাল অভিজ্ঞতার ভিত্তি
-
সর্ট টাইম ট্রেড এ ঝুকি বেশি থকে । আর যেখানে ঝুকি বেশি সেখনে সফল হলে লাভ ও নিসচই বেশি হবে । আর যারা অল্প মুল্ধন নিয়ে ট্রেড করছেন তাদের সর্ট টাইম ট্রেড করাই ভাল । আর আমি লং টাইম ট্রেড ও করি তবে অনেক কম লটে এতে ট্রেড করি যাতে লস ও কম লাভ ও কম । লং টাইম ট্র্রেড করলে অবশ্যই সফলতা সম্ভব আর সর্ট টাইম ট্র্রেড করলে লসের ঝুঁকি থাকে কিন্তু লং টাইম ট্র্রেড করলে এই ঝুঁকির মুখোমুখী হতে হয় না । সুতরাং আমি বলব আপনারা সকলে সর্ট টাইম ট্রেড করার চাইতে লং টাইম ট্র্রেড অনেক ভালো ।
-
যারা স্বল্পমেয়াদী বা শর্ট টার্ম ট্রেড করে তারা একসময় অনেক লোভী হয়ে পড়ে, ফলে তারা আরও বেশি উপার্জন করতে চায় এবং তাও আবার আরো স্বল্প সময়ে । কিন্তু এটা এই ব্যবসা হতে কখনই সম্ভব নয় । তাই দেখা যায় তারা বেশিদিন এই ব্যবসায় টিকে থাকতে পারে না । তবে শর্ট টার্ম বা লং টার্ম যাই করুন না কেন এর জন্য সঠিক ট্রেডিং কৌশল থাকা প্রয়োজন ।
-
আমি ফরেক্সে বেশি সময় দেই সেই কারনে বেশি করে লং টার্ম ট্রেডিং খুব বেশি পসন্দ করি।কিন্তু লং টার্ম ট্রেডিং টিকে থাকতে হলে আপনার অভিজ্ঞতা আর সর্ট টাইম ফ্রেম কোশল থাকতে হবে।তাহলে আপনি লং টার্ম ট্রেডিং টিকে থাকতে পারবেন। আপনি যদি লং টাইম ট্রেডিং করতে চান তাহলে আপনাকে ডেইলি ক্যান্ডেল দেখে ট্রেড নিতে হবে আবার শর্ট টাইম ট্রেড করতে হলে ১ ঘন্টা থেকে ৪ ঘন্টার টাইমফ্রেম দেখতে পারেন।
-
হ্যা, ফরেক্স মার্কেটে সময় সুযোগসুযোগ বুঝে লং টার্ম অথবা শর্ট টার্ম ট্রেড করা যেতে পারে। যেমন যখন নিউজের সময় থাকে তখন মার্কেটের প্রাইস মুভমেন্ট খুব দ্রুত উঠানামা করে এই সময় শর্ট টার্ম বা স্ক্যালপিং ট্রেড করে। সর্ট টাইম ফ্রেম এর ঝুকি অনেক বেশি ট্রেডিং এর জন্য লং টার্ম এ অনেক সহজেই প্রফিট গেইন করা যায় কেননা লং টার্ম ট্রেড এর এনালাইসিস গুলো অনেক বেশি স্ট্রং হয়ে থাকে অনেক বেশি সময় ও পাওয়া যায় চার্ট এনালাইসিস এর জন্য
-
ফরেক্স মার্কেটে লং টারম ট্রেড এবং সড়ত টারম ট্রেড করা যায় আমি সরট টারম ট্রেড করি কারন আমি নতুন তাই এখনো পর্যন্ত লং টারম ট্রেড করি না তাই ফরেক্স মার্কেটে লং টারম ট্রেড করে জারা অনেক দিন থেকে ট্রেড করছে ফরেক্স সম্পর্কে ভাল সফল হয়েছে।
-
আমি ফরেক্স ট্রেডিংয়ে মাঝে মাঝে শর্ট টাইমফ্রেমে স্ক্যাল্পিং ট্রেড করেছি তবে আমি অধিকাংশ সময়ই লং টাইমফ্রেমে ফরেক্স ট্রেড করেছি এবং যথেষ্ট ভাল প্রফিট করতে সক্ষম হয়েছি সেই কারনে আমি মনে করি ফরেক্স ট্রেডিংয়ে লং টাইমফ্রেমই বেষ্ট টাইমফ্রেম।
-
আমি মনে করি কোন ধরাবাধা টাইম মেনে বা টাইম ফ্রেমে সর্ট ট্রেড করা খুব একটা লাভজনক না। কারণ মার্কেট এনালাইসি করতে অনেক সময় দরকার। এছাড়াও ট্রেড ওপেন করতে এবং ক্লোজ করতেও সময়ের দরকার হয়। আমার মনে হয় সর্ট টাইম ট্রেড করলে সবগুলো দিক ভালভাবে যাচাই বাছাই ছাড়ায় ট্রেড করা হয়। তাই আমি লং টাইম ট্রেড করি
-
আমি ভাই শর্ট ট্রেড পছন্দ করি। কারন আমার কারবার অল্প টাকায়। আর আপনার টাকা যদি বেশি হয় তাইলে আপনি লং টাইম ট্রেড করতে পারেন। আর বেসিরভাগ প্রফেশনাল ট্রেডার লং টাইম ট্রেড পছন্দ করে। আপনি আপনার সুবিধা মত করবেন। আপনার জন্য যেটা ভাল হয় সেটা খুজে বের করেন।
-
ফরেক্স মার্কেটে সাধারণত আমরা দুই ধরনের ট্রেড করে থাকি একটি হলো লং টাইম ট্রেড আরেকটি হলো স্ক্যাল্পিং বা সর্ট টাইম ট্রেড। তবে আমি লং টাইম ট্রেড করতে বেশি পছন্দ করি। আবার অনেকে রয়েছে শর্ট টাইম লং টাইম ট্রেড করতে পছন্দ করে। এজন্য আমি h4 টাইম ফ্রেম ব্যবহার করে থাকি। আমার এমন অনেক ট্রেড রয়েছে যেগুলো দিনের-পর-দিন অতিক্ররম করেছে। ফরেক্স মার্কেটে ধৈর্য সহকারে ট্রেড না করলে সফল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। আর যে টাইমফ্রেমে ট্রেড করিনা কেন আমরা, ফরেক্স মার্কেটে অবশ্যই অভিজ্ঞতা ছাড়া প্রফিট করা সম্ভব নয়।