-
নতুনদের বেশির ভাগ ট্রেডার প্লান ছাড়া ট্রেড করে থাকে । কারন তারা ট্রেডিং সম্পর্কে তারা অনেক কিছু জানে না । এ জন্য তারা না বুঝে ট্রেড করে এবং লস এর সম্মূখিন হয় । কিন্তু মার্কেট থেকে লাভ করতে হলে প্লানিং নিয়ে ট্রেডিং করতে হবে তা হলে ফরেক্স থেকে ভাল প্রফিট বের করা যাবে ।
-
এইটা একটু স্বাভাবিক ব্যাপার । কারন নতুন অবস্থায় আমাদের তেমন জ্ঞান থাকে না ট্রেড করার বেপারে । এরফলে আমাদের যখন মনে হয়, তখনি আমরা ট্রেড করে থাকি । যার ফলাফল হয় বিশাল বিশাল অঙ্কের লস । এই জন্য আমাদের আগে ডেমো ট্রেড করে আমাদের জ্ঞান বাড়ানো উচিত । এরপর সত্যিকারের ট্রেড শুরু করা উচিত ।
-
হা বন্ধু আমি আপনার সাথে একমত কারন আমরা যারা নতুন ট্রেডার তাদের ৮০ ভাগ তো দুরের কথা কোন ট্রেডের জন্যই পুর্ব প্লান থাকে না । ধন্যবাদ
-
এর কারন হল না বুঝে ট্রেড করা বা কম অবিজ্ঞত্যা নিয়ে ট্রেড করা এতে করে আমরা আমাদের ট্রেড করার ক্ষেত্রে অনেক সময় পিছিয়ে পরি যার কারনে আমাদের ট্রেডিং এ নানা রকম সমস্যা হয়ে থাকে আমাদের কে ট্রেড করার জন্য ভাল করে জ্ঞান অর্জন করতে হবে ।
-
নতুন ট্রেদার দের ক্ষেত্রে ৮০ % ট্রেড এ কোনো প্রকার মার্কেট এনালাইসিস এবং কোনো প্রকার স্ত্রেতেগ্য় ছাড়াই সম্পন্ন হয়ে থাকে তবে অনেক ট্রেদার এ রয়েসেন যারা ট্রেড এর আগে এবং ট্রেড ক্লোস করে পরবর্তী ট্রেড নেওয়ার সময় মার্কেট নিয়ে এনালাইসিস করে থাকেন ফরেক্স মার্কেট এ অফল হতে হলে ট্রেডিং প্লান করে ট্রেড করা উচিত সবার জন্য
-
আমিও এ কথা শুনেছি ফরেক্স মার্কেট এ ৯৫ ভাগ লোক লস করে তবে এখন বুঝতে পারছি তাদের লস করার কারন । তারা লস করে এর প্রধান কারন হল তারা মার্কেট এ না বুঝে বাই সেল দিয়ে বসে থাকে যাতে করে তারা প্লান ছাড়া ট্রেড করে লস করে থাকে । ফরেক্স মার্কেট এ ট্রেড করতে হলে আপনাকে প্লান করে করতে হবে ।
-
কথাই আছে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিওনা। কিন্ত বেশির ভাগ টেডার ই যখন কোন নতুন ট্রেড ওপেন করেন, তখন চিন্তা ভাবনা না করেই ট্রেড করেন যার ফলাফল হয় হার। ট্রেডার রা যদি চিন্তা করে ট্রেড ওপেন করতেন তাহলে তাদের লস এর সম্মখিন হতে হতনা। একটি সফল ট্রেড করতে হলে অবশ্যই প্লানিং এর প্রয়োজন রয়েছে। তাই আমাদের সকলের ই উচিৎ ট্রেড ওপেন করার আগে চিন্তা ভাবনা করে ট্রেড ওপেন করা। নয়তো আমাদের হার নিশ্চিত।
-
যারা নতুন তারাই মুলত না বুঝে ট্রেড করে আর লস খায়, ৫% ট্রেডার শুধু বুঝে ট্রেড কের যারা ভাল লাভও করে তাই আমার মতে সবার বুঝে ট্রেড করা উচিৎ
-
ফরেক্স করার জন্য আমাদের কে সব সময় এই মার্কেট থেকে প্লান করে ট্রেড করতে হবে আমরা কোন দিন কোন প্লান ছাড়া ট্রেড করে লাভ করতে পারব না ফরেক্স কোন গেম্বলিং না যে মন অনুসারে এখানে ট্রেড করে এখানে থাকে লাভ অথবা লস করব আমরা যদি লং টাইমের জন্য এই মার্কেট এ ট্রেড করতে চাই তাহলে আমাদের কে বেশী করে এখানে থেকে ট্রেড প্লান করে ট্রেড করতে হবে ।
-
এটা কিভাবে সম্ভব। প্ল্যানিং ছাড়া ট্রেড করা কি আদৌ সম্ভব। বোধহয় না। সবারই কোন না কোন একটা প্ল্যান থাকে। কেও সেটা বাস্তবায়ন করতে পারে কেও পারে না। কারো হয়তো প্ল্যানিংটাই ভালো না। যাই হোক না কেন যে কোন ধরনের একটা প্ল্যান সবারই থাকে।